Whatsapp নিয়ে এল নতুন ফিচার , যার সাহায্যে কল লিঙ্ক -এ ভিডিও কল করা আরো সহজ হয়ে উঠলো

হোয়াটসঅ্যাপ ইউজারদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন একটি ফিচার ,যার সাহায্যে হোয়াটসঅ্যাপ – এর কল লিঙ্ক এ ভিডিও কল করা আরো সহজ হয়ে উঠলো। যেটি ইতিমধ্যে iOS ইউজাররা পেয়ে গেছেন।

হোয়াটসঅ্যাপ কল লিঙ্ক ফিচার এর বিশেষত্ব

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য চালু করলো নতুন একটি ফিচারস। তবে এখনো অবদি iOS ইউজাররাই এই বৈশিষ্টটি পেয়েছেন। সাধারণত এটি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যই শুরু করা হয়েছে। এই ফিচারটির সাহায্যে ইউজাররা গুগল মিটের মতোই গ্ৰুপ চ্যাট লিঙ্ক বা ভিডিও চ্যাট লিঙ্ক করতে পারবে । এটি iOS-এ “কল লিঙ্কস”বৈশিষ্ট নামে পরিচিত। এই ফিচারটির সাহায্যে ইউজারদের কলে যোগ দেয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাতে পারি।


WABetaInfoa- এর প্রতিবেদন অনুসারে আমরা জানতে পারি যে ,ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি নিজের iOS -এর পাশাপাশি অ্যান্ড্রয়েড ইউজারদের কলে যোগ করার সুবিধার জন্য কল লিঙ্ক – এর বৈশিষ্টটি চালু করেছেন।এর আগেও কিছু অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ এই আপডেটটি এনেছিল।হোয়াটসঅ্যাপ
এর এই বৈশিষ্টটি এখন সবার জন্যই লঞ্চ করা হয়েছে। বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ইউজারদের জন্যই ‘কল লিঙ্ক’ বৈশিষ্ট্যটি উপলব্ধ রয়েছে। এর আগে ফেসবুকের জন্য কোম্পানির সিইও মার্ক জাকারবার্গ এই ধরনের আপডেট ঘোষণা করেছিলেন।

এখন হোয়াটসঅ্যাপ- এ ভিডিও কলিং করা সম্পূর্ণ নিরাপদ

খবর প্রকাশকারীরা হোয়াটসঅ্যাপের নতুন বৈশিষ্টটির একটি স্ক্রিনশর্ট শেয়ার করেছেন ওয়েবসাইডে। আপনি কল লিঙ্ক -এর এই বৈশিষ্টটির সাহায্যে কলের ধরণটি বেছে নিতে (ভয়েস বা ভিডিও )পারবেন। যখন হোয়াটসঅ্যাপ- এর কল লিঙ্কটিতে দুই জনের বেশি ব্যাক্তি কলে যোগ দেয় ,তখন এটি একটি গ্ৰুপ কলে বদলে যায়। এই বৈশিষ্টটির কল লিঙ্কগুলিতে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকে’ তাই যে ব্যাক্তিরা কলে যোগদান করেননি তারা এটির শব্দ শুনতে পান না।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি কি করে কাজ করবে

হোয়াটসঅ্যাপ ইউজাররা কল ট্যাবের উপর এই নতুন ফিচারটি দেখতে পারবেন। যদি ইউজাররা “Create Call Link” নামে নতুন একটি বিকল্প লক্ষ করেন , তাহলে এটির অর্থ হল এই কল লিঙ্ক -এর বৈশিষ্টটি তাদের হোয়াটসঅ্যাপ একাউন্টের সাথে যুক্ত রয়েছে। বিশেষ করে ইউজার যখন কল লিঙ্কটির সাহায্যে অন্যদের কলে যোগদান করার জন্য আমন্ত্রণ জানাবে ,তখন ব্যাবহারকারীদের ফোন নম্বরটি লিঙ্ককে দৃশ্যমান হবে। ।

হোয়াটসঅ্যাপ- এর ফিচারস গুলি সম্বন্ধে জানাযাক

জনপ্রিয় মেসেজিং অ্যাপ সংস্থা হোয়াটসঅ্যাপ মাঝে মধ্যেই ইউজারদের সুবিধার জন্য নতুন নতুন ফিচার লঞ্চ করে। খুব অল্প দিনের মধ্যেই এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ সংস্থা হোয়াটসঅ্যাপটিতে ৫ টি নতুন ফিচার আনতে চলেছে। মেটা অধিকৃত এই সংস্থাটি আরো বিভিন্ন ধরণের ফিচারস চালু করতে চলেছে, মূলত এটি ইউজারদের অভিজ্ঞতাকে আরো ভালো করার জন্যই শুরু করা হবে। এবার দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপে আগামী দিনে কোন কোন ফিচারস শুরু হওয়ার কথা বলা হচ্ছে।

আপনার জন্য আরো

1.হোয়াটসঅ্যাপ একাউন্ট কি কি কারণে বন্ধ হতে পারে তা জেনে নিন ?

2.আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার থেকে কীভাবে বাঁচাবেন ?

3.হোয়াটসঅ্যাপ এ নম্বর সেভ না করে কল ও ম্যাসেজ করার উপায়

4.হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হওয়া ম্যাসেজ সহজে কীভাবে পড়বেন ?

Leave a Comment