How to protect your WhatsApp account from being hacked in Bengali 2022|আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার থেকে কীভাবে বাঁচাবেন ?

আপনার প্রাইভেসিকে বজায় রাখার জন্য হোয়াটসঅ্যাপে রয়েছে বিভিন্ন সুরক্ষা ফিচার। যা এনেবেল করে আপনি নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন। এছাড়াও ব্যাকআপেও এনক্রিপশন আনছে জনপ্রিয় মেসেজিং সার্ভিস। আরও বেশি সুরক্ষার জন্য হোয়াটসঅ্যাপ এনেছে একটি নতুন ফিচার। এবার থেকে ফিঙ্গারপ্রিন্ট আনলক এবং ফেস আনলক প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপ ওয়েব লিঙ্ক করতে। এই সবের কারণে সহজেই কেউ আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করতে পারবে না। ডিসঅ্যাপিয়ারিং মেসেজ সম্প্রতি হোয়াটসঅ্যাপ এই ফিচার নিয়ে এসেছে। এর কারণে আপনার পাঠানো মেসেজ ডিলিট হয়ে যেতে পারে ৭ দিনের মধ্যে।

এই ফিচার কীভাবে অন করবেন ? তা জেনে নিন

ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার এনেবেল করতে হবে প্রতিটি কনট্যাক্টের জন্য আলাদা ভাবে।

স্টেপ ১।  প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে।

স্টেপ ২।  দ্বিতীয়ত যে কনট্যাক্টে আপনি ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এনেবেল করবেন সেটি সিলেক্ট করতে হবে।

স্টেপ ৩।  এরপরে ডান দিকে আপনি তিনটি ডট মেনু দেখতে পাবেন সেই মেনুতে ক্লিক করুন।

স্টেপ ৪।  তারপর আপনাকে ভিউ অপশনটি সিলেক্ট করতে হবে।

স্টেপ ৫।  এইবার আপনি ডিসঅ্যাপিয়ারিং মেসেজটি সিলেক্ট করবেন এবং তা এনেবেল করে দেবেন।

টু স্টেপ ভেরিফিকেশন

এই টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে সুরক্ষার বিভিন্ন পর্যায় যুক্ত করা যেতে পারে। একটি আলাদা পিন দিতে হবে যে কোনো সময় লগইন করার জন্য। এর ফলে যদি আপনার সিম কার্ড চুরি হয়ে যাই তাহলে পিন না জানলে কোনো ব্যাক্তি তা লগইন করতে পারবে না। এই ৬ ডিজিটের পিন কোডটি কীভাবে সেট করবেন ? জেনে নিন।

স্টেপ ১। হোয়াটসঅ্যাপটি ওপেন করতে হবে।

স্টেপ ২।  তারপর  হোয়াটসঅ্যাপ সেটিংসে যেতে হবে।

স্টেপ ৩।  এইবার অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করুন করে টু স্টেপ ভেরিফিকেশন অন করে দিন।

স্টেপ ৪।  তারপর ৬ ডিজিটের একটি পিন কোড দিয়ে কনফার্ম করে দিয়ে হবে।

এছাড়াও ফেস আইডি কিংবা ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে অ্যানড্রয়েড ও আইফোন গ্রাহকরা বিভিন্ন স্তর বসাতে পারেন। এর কারণে যতবার আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করবেন ততবার আপনাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অথবা ফেস আইডি দিয়ে আনলক করতে হবে

FAQ.

প্রশ্ন : কেউ কি অন্য কোনো ফোন থেকে আপনার হোয়াটসঅ্যাপ ম্যাসেজ দেখতে পারে ?

উত্তর : সাধারণত না, কিন্তু হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে দেখতে পারবে।

প্রশ্ন : হোয়াটসঅ্যাপ এ 1 মিনিটের কলে কত পরিমান ডেটা লাগে ?

উত্তর : হোয়াটসঅ্যাপ এ 1 মিনিটের কলে প্রায় 740 kb ডেটা লাগে।

প্রশ্ন : আপনি যখন স্ক্রিনশট নেন তখন কি হোয়াটসঅ্যাপ থেকে কোনো নোটিফিকেশন যায় ?

উত্তর : না কোনো নোটিফিকেশন যায় না।

প্রশ্ন : একই নম্বর দিয়ে কি দুটো ফোনে হোয়াটসঅ্যাপ চালানো যাবে ?

উত্তর : না।

প্রশ্ন : হোয়াটসঅ্যাপ প্রথম কবে শুরু হয়েছিল ?

উত্তর : হোয়াটসঅ্যাপ 2009 সালের আগস্ট মাসে প্রথম শুরু হয়েছিল।

আপনার জন্য আরো

1.হোয়াটসঅ্যাপে আসতে চলেছে এক বিশেষ সুবিধা যা আমাদের টাকার বিনিময়ে কিনতে হবে।

2.হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হওয়া ম্যাসেজ সহজে কীভাবে পড়বেন ?

3.হোয়াটসঅ্যাপ এ নম্বর সেভ না করে কল ও ম্যাসেজ করার উপায়

4.কীভাবে নিজের ফোন নম্বর টেলিগ্রাম থেকে হাইড করবেন ? তা জেনে নিন

Leave a Comment