WhatsApp স্ট্যাটাসে লং ভিডিও শেয়ার করতে পারবেন, জেনে নিন কবে পাবেন ফিচার

WhatsApp চমৎকার একটি ফিচার নিয়ে এসেছে যার মাধ্যমে WhatsApp স্ট্যাটাস আপডেট করা যাবে। WhatsApp ব্যবহারকারীরা নতুন এই ফিচার দিয়ে স্ট্যাটাস আপডেটের পর 1 মিনিটের ভিডিও শেয়ার করতে পারবেন। বর্তমানে এখন 30 সেকেন্ডের ভিডিও শেয়ার করা যায় WhatsApp স্ট্যাটাসে। তবে নতুন এই ফিচার দিয়ে WhatsApp স্ট্যাটাসের সময় বাড়ানো হয়েছে।

পর পর নতুন নতুন ফিচার নিয়ে কাজ করেই চলেছে WhatsApp। DP, Screenshot, Block থেকে শুরু করে আরো কত নতুন নতুন ফিচার নিয়ে কাজ করছে WhatsApp। WhatsApp যেমন নতুন ফিচার নিয়ে কাজ করছে তেমনি নতুন ফিচার নিয়েও এসেছে। যেমন, স্ট্যাটাস আপডেটের জন্য চমৎকার একটি ফিচার নিয়ে এসেছে। ব্যবহারকারীরা চমৎকার এই ফিচার দিয়ে 1 মিনিটের ভিডিও শেয়ার করতে পারবে স্ট্যাটাসে।

এখন WhatsApp এ শুধুমাত্র 30 সেকেন্ডের ভিডিও স্ট্যাটাসে শেয়ার করা যায়। কিন্তু WhatsApp এ নতুন এই ফিচারে স্ট্যাটাসের সময় 1 মিনিট বাড়ানো হয়েছে। WABetaInfo থেকে WhatsApp স্ট্যাটাসের নতুন এই ফিচারের তথ্য পাওয়া গেছে। স্ক্রিনশটও শেয়ার করেছে WABetaInfo নতুন এই ফিচার।

নতুন ফিচার কারা কারা ব্যবহার করতে পারবে

জানা গেছে কোম্পানি বিটা ব্যাবহারকারীদের জন্য এই নতুন ফিচার বার করা হয়েছে। বিটা ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেটটি পরীক্ষা করতে পারবেন অ্যান্ড্রয়েড 2.24.7.6-এর জন্য হোয়াটসঅ্যাপ বিটাতে।

আপনি যদি বিটা ব্যাবহারকারী হয়ে থাকেন, তাহলে এবার থেকে আপনি WhatsApp স্ট্যাটাসে 1 মিনিটের ভিডিও শেয়ার করতে পারবেন। কোম্পানি জানিয়েছেন এই ফিচার বিশ্বের সমস্ত ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন, বিটা টেস্টিং শেষ হলেই।

WhatsApp শুধু স্ট্যাটাস আপডেট ফিচার নিয়ে নয়, আরো একটি ফিচার নিয়ে কাজ করছে। এই ফিচারটির সাহায্যে আপনি UPI পেমেন্ট করার জন্য QR কোড স্ক্যান করতে পারবেন WhatsApp। WABetaInfo-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি বিটা পরীক্ষা করছে এই বৈশিষ্ট্যটি নিয়ে, পরীক্ষা শেষ হলে তারপর বিশ্বব্যাপী ব্যবহারকারীদের এই বৈশিষ্ট্যটি চালু করা হবে।

আপনাদের জন্য আরো

1.WhatsApp এ পাঠানো যাবে হাই কোয়ালিটি Video খুব শীঘ্রই আসতে চলেছে নতুন ফিচার

2.WhatsApp আসতে চলেছে নতুন ফিচার, পাঠাতে পারবেন ভিডিও মেসেজ

3.WhatsApp  New feature  এখন থেকে অন্য ব্যবহারকারীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারবেন জানুন বিস্তারিত

4.Whatsapp chat Lock: whatsapp নিয়ে আসলো নতুন ফিচার, কেউ দেখতে পারবে না আপনার পার্সোনাল মেসেজ, জানুন বিস্তারিত

Leave a Comment