WhatsApp আসতে চলেছে নতুন ফিচার, পাঠাতে পারবেন ভিডিও মেসেজ

WhatsApp অ্যান্ড্রয়েড এবং iOS ডিভাইসের জন্য Beta ভার্সনে একটা নতুন আপডেট নিয়ে এসেছে। এই আপডেটে আপনি ভিডিও মেসেজ পাঠাতে পারবেন। ভয়েস মেসেজ এর মত নতুন এই ফিচারটি ব্যবহার করার জন্য একটি অপশন দেয়া হবে। যার সাহায্যে আপনি চ্যাট করার সঙ্গে সঙ্গে এক ক্লিকে ই ভিডিও রেকর্ড করে পাঠাতে পারবেন। এই ফিচারটি সাহায্যে whatsapp ব্যবহারকারী ছোট ছোট ভিডিও ইনস্ট্যান্ট পাঠাতে পারবেন।

Whatsapp ফিচার ট্রেকার WABetalnfo দ্বারা অ্যান্ড্রয়েড এর জন্য বিটা ভার্সন 2.23.13.4 এবং iOS বিটা ভার্সন 23.12.0.71 এ নতুন এই ভিডিও ম্যাসেজিং ফিচার দেখা গেছে। এই অপশনটি attachment button এর পাশে দেখা যাচ্ছে।

ফিচার ট্রেকার দ্বারা শেয়ার করা তথ্য অনুযায়ী, আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট উইন্ডোতে যে মাইক্রোফোনের আইকনটি থাকে সেটিতে ক্লিক করে আপনি এই ভিডিও টিচারটি ব্যবহার করতে পারবেন। মাইক্রোফোন আইকনটির উপর ক্লিক করলেই সেটি একটি ক্যামেরা আইকনে পরিবর্তিত হয়ে যাবে। এই অপশনটি আপনাকে একটি ভিডিও মেসেজ রেকর্ড করতে দেবে। এই ভিডিও র সর্বাধিক সময়সীমা 30 সেকেন্ড পর্যন্ত হতে পারে। ট্র্যাকার এটাও জানায় আপনি যদি কোন ভিডিও মেসেজ পেয়ে থাকেন তার ওপর সিঙ্গেল ক্লিক করে সেটাকে বড় করে দেখতে পারবেন। এই ভিডিও র অডিও ডিফলটে মিউট থাকবে যা আপনি চাইলেই আনমিউট করতে পারবেন। খুব শিঘ্রই whatsapp ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি আসতে চলেছে।

হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ, অ্যাটাচমেন্ট এর সঙ্গে সঙ্গে ভয়েস মেসেজ এবং ভিডিও কলিং এর মতোই নতুন ফিচার ভিডিও মেসেজটি কেউ এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করা হয়েছে। এই ভিডিও চ্যাটগুলিকে অন্য কোন ডিভাইসে ফরওয়ার্ড করা যাবে না। এছাড়া আপনি এই ভিডিও ম্যাসেজ পাঠাতে পারবেন তাদেরকেই যাদের ফটো বা ভিডিও আপনি আপনার ক্যামেরা দিয়ে ক্যাপচার করেছেন। যদিও এই কথাটা মনে রাখতে হবে যে ব্যক্তি ভিডিও মেসেজটি দেখছে সেই ব্যক্তি অন্য কোন ব্যক্তি অথবা গ্রুপের সাথে স্ক্রিন রেকর্ড করে শেয়ার না করে।

আপনার জন্য আরো

1.WhatsApp  New feature  এখন থেকে অন্য ব্যবহারকারীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারবেন জানুন বিস্তারিত

2.WhatsApp মার্চ মাসে ভারতে ব্যান্ড করল 47 লক্ষর বেশি অ্যাকাউন্ট 

3.Whatsapp ওয়েবে আসতে চলেছে ‘স্ক্রিন লক’ ফিচার অপশন। যা ইউজারদের নিরাপত্তার জন্য সাহায্য করবে।

4.Whatsapp নিয়ে এল নতুন ফিচার , যার সাহায্যে কল লিঙ্ক -এ ভিডিও কল করা আরো সহজ হয়ে উঠলো

Leave a Comment