ATM এ সতর্ক থাকুন আপনি হতে পারেন প্রতারণার শিকার

খবর পাওয়া গেছে গত সপ্তাহে নাকি দিল্লি থেকে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ওই তিনজনের বিরুদ্ধে
অভিযোক করা হয়েছে এই যে, তারা নাকি সাধারণ মানুষদেরকে ফাঁসিয়ে ATM মেশিন থেকে চালাকি করে তাদের টাকা অন্যায়ভাবে নিজেদের হস্তগত করছে। এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে জাগায় জাগায় বাড়ছে আতঙ্ক। এমন ঘটনা আপনার সাথে ঘটার আগে সাবধান হোন।

প্রতারোকরা কিভাবে পাতছে ফাঁদ জেনে নিন

প্রতারকরা জালিয়াতি করে ATM মেশিন থেকে কার্ড রিডার বের করে রেখে দিচ্ছে। এরপর সাধারণ গ্রাহকরা টাকা তুলতে গিয়ে ATM মেশিনে কার্ড ঢোকালেই কার্ড ভিতরে গিয়ে আটকে যাচ্ছে। সেইসময় বন্ধু সেজে সেখানে উপস্থিত হয় জালিয়াতরা। তারপর জালিয়াতিরা গ্রাহকদের বলে এই সমস্যার সমাধান হবে পিন কোর্ড দিয়ে এন্টার বোতাম টিপে দিলেই।

প্রতারকদের করা এই ফাঁদে আপনি যদি পরেন, তাহলে আপনি শেষ। এরপর প্রতারকরা আপনাকে পরামর্শ দেবে ব্যাঙ্ককের এই বিষয়টা নিয়ে থানায় অভিযোগ জানানোর জন্য। এবার আপনি যখন থানায় অভিযোগ জানানো নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, ঠিক তখনি প্রতারকরা জালিয়াতি করে ATM থেকে টাকা তুলে নেবে।

জালিয়াতি থেকে বাঁচার উপায়

ATM এ টাকা তোলার সময় নিজেকে সবসময় সতর্ক রাখুন। ATM ব্যবহার করার আগে ভালোভাবে আশেপাশে দেখে নিন কোনো সন্দেহজনক ব্যাপার আছে কি। সাথে এটাও দেখবেন যে ATM এর সাথে অন্য কোনো তার অথবা কোনো যন্ত্র লাগানো আছে নাকি। যদি এমন কোনো তার বা যন্ত্র দেখতে পান তাহলে অতি শিগ্রহ পুলিশের সাথে যোগাযোগ করুন। এই জালিয়াতি থেকে আপনি বাঁচুন ও অন্য কেউ বাঁচান।

ATM এ পিন এন্টার করার সময় সবসময় হাত দিয়ে কি-প্যাডটি ঢেকে রেখে পিন নাম্বার এন্টার করুন। এমনভাবে পিন এন্টার করলে ATM এ যদি ক্যামেরা থাকে তাহলে আপনার পিন দেখা সম্ভব হবে না। যদি আপনার তেমন কোনো ব্যাপার থাকে থাকে তাহলে আপনি ব্যাঙ্কের ভেতরে থাকা ATM থেকে টাকা তুলুন।

নিজেদের ব্যাঙ্ক একাউন্টের ডিটেলস নিয়মিত দেখা দরকার সব ঠিক আছে কিনা। ব্যাঙ্কের লেনদেন নিয়ে আপনার যদি কোনো সন্দেহ হয় তাহলে সতর্ক হন ও পুলিশের সাথে যোগাযোগ করুন। প্রতারকদের করা জালিয়াতি থেকে নিজেদেরকে সতর্ক রাখতে নিজেদের ফোনের SMS অ্যালার্ট অপশনটি অন করে রাখুন।

আপনাদের জন্য আরো

1.উইন্ডোজ 11 স্বয়ংক্রিয় আপডেট নিষ্ক্রিয় করার 5 টি উপায়

2.অতিরিক্ত গরম হয়ে যাওয়া ল্যাপটপ ঠাণ্ডা রাখার উপায়।

3.ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই দেখে নেবেন।

4.কম্পিউটারকে ভাইরাস থেকে সুরক্ষিত রাখার উপায়।

Leave a Comment