বিদ্যুৎ খরচ ৫০ শতাংশ বাঁচান ! BLDC ফ্যানের সুবিধা কি জেনে নিন

প্রতিনিয়ত যেভাবে গরম পড়ছে, তাতে মানুষ অস্বস্তিকর পতিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতে মানুষ যেমন বাড়িতে এসি লাগাচ্ছে তেমনি ফ্যানও কিনছে। তাই বাজারে পাওয়া যাচ্ছে BLDC ফ্যান। অন্যান্য সাধারণ ফ্যান গুলো থেকে সেভাবে ঠিক করে ঠান্ডা পাওয়া যায় না। কিন্তু BLDC ফ্যান থেকে যেমন ঠান্ডা পাওয়া যায়, তেমন আবার ইলেকট্রিক বিলও কম আসে।

BLDC ফ্যান কী?

সাধারণ যেসব সিলিং ফ্যান গুলো হয় মূলত সেগুলোতে ব্রাশলেস ডিসি মোটর থাকে। DC মোটর এবং BLDC মোটর এর মধ্যে তফাৎ বিদ্যুৎ খরচের, এটায় এর মূল ব্যাপার। সিলিং ফ্যানে থাকে এক ধরণের স্থায়ী ম্যাগনেট যার থেকে খুব বেশি হিট তৈরী হয় না। অন্যদিকে সাধারণ সিলিং ফ্যানে ফ্রিকশন এর জন্য অত্যাধিক পরিমানে হিট সৃষ্টি করে। তাই এই সবের থেকে BLDC ফ্যান এগিয়ে থাকে।

BLDC ফ্যানে কত ওয়াট শক্তি খরচ হয় ?

সাধারণ যেসব DC মোটর এর ফ্যান আছে সেগুলোতে গড়ে 70-80 ওয়াট শক্তি খরচ হয়। অন্যদিকে BLDC ফ্যানে 30 ওয়াট পর্যন্ত শক্তি খরচ হয়। অর্থাৎ 50 শতাংশ কম বিদ্যুৎ খরচ করে। এর ফলে ইলেকট্রিক বিলে অনেকটা বড় পরিবর্তন দেখা যায় মাসের শেষে। BLDC ফ্যান বছরে ন্যূনতম 1500 থেকে 1600 টাকা সঞ্চয় করতে সাহায্য করে থাকে।

DC আর BLDC এর পার্থক্য

সাধারণ ফ্যান 1 স্পিডে চালালে যেখানে 18 ওয়াট শক্তি খরচ করে, আর সেখানে 8 ওয়াট শক্তি খরচ করে BLDC ফ্যান। আবার সাধারণ ফ্যান 5 স্পিডে চালালে 78 ওয়াট শক্তি খরচ করে। সেখানে BLDC ফ্যান 30 ওয়াট পর্যন্ত শক্তি খরচ করে থাকে। তাই BLDC ফ্যান ব্যবহার করলে, একটানা ফ্যান চালানোর জন্য ইলেকট্রিক বিল নিয়ে চিন্তা করতে হবে না।

BLDC ফ্যানে বিদ্যুৎ খরচ এর পাশাপাশি, আওয়াজও কম হয়। যেখানে সাধারণ ফ্যানে তৈরি হয় অনেক আওয়াজ। BLDC ফ্যানে আওয়াজ না হওয়ার কারণ এই ফ্যানে রয়েছে ব্রাশলেস প্রযুক্তি এবং এই ফ্যান থেকে খুব ভালো কুলিংও পাওয়া যায়।

BLDC ফ্যানের আধুনিক ফিচার

সাধারণ ফ্যানে বছরে 1.6 টন কার্বন তৈরি হয়, গবেষণায় দেখা গেছে। কিন্তু BLDC ফ্যান সেখানে 60 শতাংশ কার্বন উৎপাদন কমিয়ে দেয়। বর্তমানে বেশিরভাগ BLDC ফ্যানে রয়েছে Power saving mode যা অন করে রাখলে কমানো যায় বিদ্যুৎ খরচ, এর পাশাপাশি আর একটি সুবিধাও রয়েছে রিমোট কন্ট্রোলের।

আপনাদের জন্য আরো

1.অনলাইনে বাংলা শস্য বীমার স্ট্যাটাস কিভাবে চেক করবেন ?|How to Check Bangla Shasya Bima Status Online

2.অনলাইনে জমির পর্চা কিভাবে ডাউনলোড করবেন ?|How to Download Land Deed Online ?

3.বাংলারভূমি পোর্টালের মাধ্যমে জমির রেকর্ড কিভাবে যাচাই করবেন ?|How to verify land records through Banglarbhumi portal ?

4.পুরনো কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট তৈরি করার অনলাইন পদ্ধতি

Leave a Comment