অনলাইনে বাংলা শস্য বীমার স্ট্যাটাস কিভাবে চেক করবেন ?|How to Check Bangla Shasya Bima Status Online

পশ্চিমবঙ্গের যে সমস্ত কৃষকরা বাংলা শস্য বীমার জন্য আবেদন করেছেন তারা অনলাইনের মাধ্যমে তাদের শস্য বীমার স্টেটাস চেক করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকার তাদের অফিসিয়াল ওয়েবসাইট banglashasyabima.net-এর মাধ্যমে অনলাইনে বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক করা অনেকটাই সহজ করে দিয়েছে। এই পোস্টটিতে আমরা আপনাদের জানাবো যে অনলাইনে আপনি আপনার বাংলা শস্য বীমা স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং এরজন্য আপনাকে কি কি করতে হবে। আসুন তাহলে এই বিষয় সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

স্ট্যাটাস চেক করার জন্য প্রয়োজনীয় তথ্য

বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক করার জন্য আপনার এপ্লিকেশন নম্বর অথবা আপনার ভোটার ID নম্বরের প্রয়োজন হবে।

স্ট্যাটাস চেক করার পদ্ধতি

১। প্রথমে আপনাকে বাংলা শস্য বীমার অফিসিয়াল ওয়েবসাইট banglashasyabima.net এ যেতে হবে।

২। এরপর আপনি হোমপেজে থাকা “Application Status” অপশনটিতে ক্লিক করবেন।

৩। তারপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে।

৪। এই নতুন পেজটিতে আপনি আপনার আবেদন জমা দেওয়ার পরে প্রাপ্ত আবেদনের আইডি নম্বর এন্টার করবেন।

৫। তারপর আপনি ‘Search’ বাটনটিতে ক্লিক করবেন।

৬। এরপর আপনার আবেদনের স্ট্যাটাসটি আপনার কম্পিউটার স্ক্রিনের ওপর চলে আসবে।

৭। আপনি চাইলে এই পেজটির একটি প্রিন্টআউটও বার করে নিতে পারেন।

এই পদ্ধতিগুলি সঠিকভাবে অনুসরণ করে আপনি খুব সহজেই অনলাইনে আপনার আবেদন নম্বরের সাহায্যে আপনার বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক করতে পারবেন।

আর আপনি যদি কোনো কারণে আপনার বাংলা শস্য বীমা আবেদনের আইডি নম্বর ভুলে যান অথবা হারিয়ে ফেলেন, তাহলে আপনি ভোটার আইডি কার্ডের সাহায্যেও
আপনার বাংলা শস্য বীমা আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক যে ভোটার কার্ডের সাহায্যে আপনি বাংলা শস্য বীমা আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন।

ভোটার কার্ডের সাহায্যে স্ট্যাটাস চেক করার পদ্ধতি

১। এক্ষেত্রেও প্রথমে আপনাকে বাংলা শস্য বীমার অফিসিয়াল ওয়েবসাইট banglashasyabima.net এ যেতে হবে।

২। এরপর আপনাকে হোমপেজে থাকা ‘Farmer’s corner’ অপশনটিতে ক্লিক করতে হবে।

৩। এরপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে।

৪। তারপর এই নতুন পেজটিতে আবেদনের সময় জমা করা আপনার ভোটার আইডি কার্ড নম্বরটি এন্টার করবেন।

৫। এরপর আপনি যে ফসলের জন্য আবেদন করেছেন তার মৌসুম এবং বছর সিলেক্ট করবেন।

৬। তারপর আপনি ‘Search’ বাটনটিতে ক্লিক করবেন।

৭। এরপর আপনার আবেদনের স্ট্যাটাস বীমাকৃত পরিমাণ, জমির ক্ষেত্রফল এবং অন্যান্য বিবরণ আপনার কম্পিউটার স্ক্রিনে চলে আসবে।

৮। আপনি চাইলে এই পেজটির একটি প্রিন্টআউটও বের করে নিতে পারেন।

সুতরাং আপনি যদি এই পদ্ধতিগুলি সঠিকভাবে অনুসরণ করেন তাহলে আপনি খুব সহজেই অনলাইনে আপনার ভোটার আইডি কার্ডের সাহায্যে আপনার বাংলা শস্য বীমা আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন।

আপনার জন্য আরো

1.অনলাইনে জমির পর্চা কিভাবে ডাউনলোড করবেন

2.বাংলারভূমি পোর্টালের মাধ্যমে জমির রেকর্ড কিভাবে যাচাই করবেন

3.অনলাইনে কিভাবে ভূমির খতিয়ান ও দাগের তথ্য বার করবেন

4.অনলাইনে কৃষক বন্ধুর আইডি নাম্বার চেক করার পদ্ধতি

Leave a Comment