হোয়াটসঅ্যাপ এ নম্বর সেভ না করে কল ও ম্যাসেজ করার উপায়|How to send a WhatsApp message without saving a phone number in Bengali 2022

সারাবিশ্বে অসংখ্য মানুষ হোয়াটসঅ্যাপ এপ্লিকেশন ব্যবহার করেন। এটি একটি জনপ্রিয় ম্যাসেজিং পরিষেবা। এমন মানুষ খুব কমই আছে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেনি। বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের জন্য  এই ম্যাসাজিং প্লাটফর্ম টি বেশি ব্যবহৃত হয়। হোয়াটসঅ্যাপ এ চ্যাট করতে হলে আপনাকে নম্বর সেভ করতে হয় ,তাই পরিচিত ব্যাক্তির সঙ্গেই আমরা চ্যাট করে থাকি। 

কিন্তু মাঝে মধ্যে আমাদের নম্বর সেভ না করে কোনো ব্যাক্তিকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ বা কোনো ডকুমেন্ট পাঠানোর প্রয়োজন হতে পারে। হোয়াটসঅ্যাপে কাউকে কল করতে বা ম্যাসেজ করতে হলে আগে থেকে মোবাইল নম্বর সেভ করতে হয়।  যে বিষয়টি খানিকটা হলেও বিরক্তিকর। বিশেষ করে যখন দ্বিতীয় বার নম্বরটি আপনার কোনো প্রয়োজনে আসবে না তখন নম্বর টি সেভ করে রাখা সময় নষ্ট করা হবে। তাই শুধু একবার মাত্র মেসেজে পাঠানোর জন্য মোবাইল নম্বর সেভ করা কোনো ভালো উপায় নয় বলেই আমার মনে হয়।

তো এখন প্রশ্ন হচ্ছে এমন কোনো উপায় আছে যাতে করে নম্বর সেভ না করেই মেসেজে বা কল করা যায়। তো এর উত্তর হলো খুব সহজে ইন্টারনেট ব্রাউজারের সাহায্যে হোয়াটসঅ্যাপে যে কোনো নম্বরে কল বা মেসেজ করা যেতে পারে। এমনকি আপনি তাকে ভিডিও কল ও করতে পারবেন।   আপনি ক্লিক টু চ্যাট ফিচার এর মধ্যমে wa. Me/  শর্টলিংক ব্যবহার করে কল বা চ্যাট করতে পারেন।

কারো নম্বর সেভ না করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার পদ্ধতি এই পদ্ধতিটি আপনি হোয়াটসঅ্যাপ সাপোর্টেড যে কোনো ডিভাইস যেমন আইফোন ,এন্ড্রোইড ,কম্পিউটার সমস্ত জায়গায়  ব্যবহার করতে পারবেন।

নম্বর সেভ না করে চ্যাট শুরু করার জন্য –

  • প্রথমে আপনার ডিভাইস এ যেকোনো একটি ব্রাউজার খুলুন।
  • তারপর এড্রেস বারে  wa.me /নম্বর  লিখে উক্ত লিংকে প্রবেশ করতে হবে। যেমন ধরুন আপনি যদি 918888888888 নম্বরটির সাথে চ্যাট করতে চান তাহলে এড্রেস বারে আপনাকে । wa.me /918888888888 লিখে এন্টার করতে হবে।
  • এক্ষেত্রে উল্লেখ্য যে মোবাইল নম্বর লেখার ক্ষেত্রে অবশ্যই কান্ট্রি  কোড দিতে হবে। যেমন ভারতবর্ষে কোনো নম্বরের সাথে চ্যাট করতে হলে কান্ট্রি কোড + ৯১ দিতে হবে। আবার বাংলাদেশে কোনো নম্বরে মেসেজে করতে হলে +৮৮ কোডটি  নম্বরের আগে লিখতে হবে।
  • তারপর আপনার সামনে একটি হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট খুলবে ,সেখানে একটি সবুজ রঙের বাটন দেখতে পাবেন।
WhatsApp message without saving a phone number
Whatsapp chat without saving number

সেই বাটন এর উপর “চ্যাট করা চালিয়ে যান” লেখা থাকবে তার উপর আপনাকে ক্লিক করতে হবে।তাহলেই আপনি ওই নম্বরটির সাথে চ্যাট করতে পারবে।

  • একই ভাবে আপনি যেকোনো নম্বর এ কল ও করতে পারবেন। হোয়াটসঅ্যাপ চ্যাট স্ক্রিন এর উপরের দিকে ডানপাশে কল করার জন্য অপসন দেখতে পাবেন সেখানে ক্লিক করলেই হবে।

এছাড়া WhatsDirect  এর মতো এপ্লিকেশন ব্যবহার করেও উপরিউক্ত সমস্ত কাজ খুব সহজে করতে পারবেন। এই এপ্লিকেশন টি ব্যবহার করে আপনি নম্বর সেভ না করেও চ্যাট করতে পারবেন।

FAQ.

প্রশ্ন: হোয়াটসঅ্যাপে কোন মেসেজ ডিলিট করে দিলে সেটি কি পুরোপুরি ডিলিট হয়ে যায়?

উত্তর: আপনি যখন whatsapp থেকে মেসেজগুলি ডিলিট করেন সেগুলি অদৃশ্য হয়ে যায় ঠিকই কিন্তু সেগুলো গুগল ড্রাইভ অথবা আই ক্লাউডে স্টোর থাকে।

প্রশ্ন: হোয়াটসঅ্যাপে চ্যাট গুলি, ডিলিট করে দিলে সেগুলো কি পুনরায় ফিরিয়ে আনা সম্ভব?

উত্তর: হ্যাঁ বিভিন্ন অ্যাপ্লিকেশনের সাহায্যে এটা করা সম্ভব।

প্রশ্ন: কেউ কি আমার whatsapp চ্যাট ট্র্যাক করতে পারে?

উত্তর: হ্যাঁ, বিভিন্ন পদ্ধতি এবং স্পাই এপ্লিকেশন রয়েছে যেগুলির সাহায্যে আপনার হোয়াটসঅ্যাপ এক্টিভিটি ট্র্যাক করা যায়।

প্রশ্ন: কেউ কি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক করতে পারে?

উত্তর: হ্যাঁ, আপনি সতর্কতা অবলম্বন না করলে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হতে পারে।

প্রশ্ন: whatsapp হ্যাক হওয়া থেকে কিভাবে রক্ষা করব?

উত্তর: হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের সিকিউরিটি ফিচার আছে সেগুলির সাহায্যে আপনি আপনার whatsapp অ্যাকাউন্টটিকে সিকিউর করতে পারেন। যেমন- টু স্টেপ অথেন্টিকেশন।

আপনার জন্য আরো

1.WhatsApp এ পাঠানো যাবে হাই কোয়ালিটি Video খুব শীঘ্রই আসতে চলেছে নতুন ফিচার

2.WhatsApp আসতে চলেছে নতুন ফিচার, পাঠাতে পারবেন ভিডিও মেসেজ

3.WhatsApp  New feature  এখন থেকে অন্য ব্যবহারকারীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারবেন জানুন বিস্তারিত

4.Whatsapp chat Lock: whatsapp নিয়ে আসলো নতুন ফিচার, কেউ দেখতে পারবে না আপনার পার্সোনাল মেসেজ, জানুন বিস্তারিত

Leave a Comment