AC, TV, Firdge বাজ পড়ে পুড়তে পারে ! কিভাবে বিপদ থেকে বাঁচবেন

কয়েকদিন ধরে যেমন ঝড়-বৃষ্টি হচ্ছে তেমনি বিভিন্ন জাগায় বাজও পড়ছে। এই বাজ পরার ফলে বাড়িতে থাকা বিদ্যুতিক যন্ত্রপাতি বা ইলেক্ট্রিক জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভবনা থাকে।

দিন দিন যা গরম বারছিলো তাতে এই ঝড়-বৃষ্টি অনেকটা শান্তি দিয়েছে দেশবাসীকে। আকাশ মেঘলা থাকলে যেমন আরাম দেয়, তেমনি কিছুটা অস্বস্তিও বাড়ায়।

এই ঝড়-বৃষ্টির ফলে গত কয়েকদিনে বিভিন্ন জাগায় বাজ পড়েছে। আর এই যে বাজ পড়ে, তার এতটাই জোর যে ঘরে থাকা বিদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেক্ট্রিক জিনিসপত্র নষ্ট করে দিতে পারে।

তাই বাজ পড়ে যাতে বিদ্যুতিক যন্ত্রপাতি বা ইলেক্ট্রিক জিনিসপত্র পুড়ে না যায়, তার দিকে নজর দিতে হবে। কিভাবে এই বিপদ থেকে বাঁচবেন সেটা জানাও দরকার।

বাজ পড়লেই সবার আগে এসি, টিভি, ফ্রিজকে বিদ্যুৎ থেকে আলাদা করে দিন। সুইচ বন্ধ করুন ও প্লাগ খুলেও রাখতে পারেন।

বাড়িতে আর্থিং করা আছে বলে, বাজ পড়লে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন,বা এসিতে কোনো ক্ষতি হবে না এই ভাবনাটা একে বারে ভুল। আর্থিং করা থাকলেও অনেক সময় বিপদ ঘটতে পারে।

বাজ পরার সময় টিভি, ফ্রিজ বা এসি শুধু নয়, আপনার বাড়িতে যদি ওয়াইফাই থাকে তাহলে সেটিও বন্ধ করে দিন। তা না হলে খারাপ হতে পারে রাউটার।

বজ্রপাতের সময় আপনার ফোন চার্জে বসানো থাকলে তাড়াতাড়ি প্লাগ থেকে খুলে আলাদা করে দিন। আপনার মোবাইলে চার্জ না থাকলেও বাজ পরার সময় মোবাইল চার্জে দেওয়া উচিত নয়।

যদি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় তবে ঘরে থাকা ল্যাপটপ ও কম্পিউটার প্লাগ থেকে খুলে নিন। আপনার যদি ল্যাপটপ চালানো খুবই প্রয়োজন হয়ে থাকে তাহলে ব্যাটারিতে চালাতে পারেন, কিন্তু এটা দেখবেন যে কোনো বিদ্যুৎ সংযোগ না থাকে।

আপনাদের জন্য আরো

1.পুরোনো Computer এর নতুন কিছু ব্যবহার জেনে নিন

2.অনলাইনে গুগল ক্রোমে সেফ ব্রাউজিং ব্যবহার করে নিরাপদ থাকার উপায় জেনে নিন 

3.অনলাইন পেমেন্ট হবে না, Google Wallet নতুন সুবিধা চালু হলো

4.YouTube ইন্টারনেট ছাড়াই দেখা যায় জানেন কি? জেনে রাখুন টাকা বাঁচবে

Leave a Comment