Messho অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা কি সুরক্ষিত?|Messho app review in Bengali 2022

বর্তমানে কাজের অবস্থা খুবই খারাপ আপনি যদি চান বাড়িতে বসে অনলাইনে কিছু টাকা ইনকাম করতে সে ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি থাকলেও আপনার হাতে টাকা আসতে বেশ কিছু দিন সময় লেগে যায়। সেই দিক থেকে আপনি যদি ইনস্ট্যান্ট টাকা ইনকাম করতে চান সে ক্ষেত্রে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা রিসেলিং করতে পারেন। আজকে আমি এমন একটি রিসেলিং প্লাটফর্ম (Messho) সম্পর্কে আপনাদের জানাবো যেখান থেকে আপনারা কোনরকম ইনভেস্টমেন্ট ছাড়াই খুব সহজে প্রথম দিন থেকেই ইনকাম শুরু করতে পারেন।

Messho অ্যাপ কি?

মিশো একটি অনলাইন রিসেলিং প্লাটফর্ম । এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি অনলাইনে জামা কাপড় ,ইলেকট্রনিক জিনিস পত্র এবং যাবতীয় জিনিস কিনতে পারেন এবং রিসেল করতে পারবেন। অর্থাৎ এই অ্যাপটিতে যে প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলিতে আপনি আপনার মার্জিন যুক্ত করে পুনরায় সেটিকে বিক্রি করতে পারেন।

Messho অ্যাপে একাউন্ট কিভাবে বানাবেন?

১. প্রথমে প্লে স্টোরে গিয়ে আপনাকে Messho অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে এবং ইন্সটল করতে হবে।

২. তারপর অ্যাপ্লিকেশনটি ওপেন করুন এবং ভাষা সিলেক্ট করুন।

৩. তারপর আপনার মোবাইল নাম্বারটি এন্টার করুন দেখুন একটি ওটিপি আপনার মোবাইল নাম্বারে আসবে সেটা টাইপ করুন এবং সাবমিট করে দিন।

৪. এরপর আপনার Messho অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। আপনি অ্যাকাউন্ট অপশন এ গিয়ে আপনার ব্যাংক একাউন্ট এড করতে পারবেন।

Messho অ্যাপ এর ইতিহাস 

এই এপ্লিকেশনটি প্লে স্টোরে 16 ই ফেব্রুয়ারি 2017 সালে লঞ্চ করা হয়েছিল। এই অ্যাপ্লিকেশনটি অনেকেই খুব পছন্দ করছেন কারণ এই অ্যাপ্লিকেশন থেকে বাড়ি বসে টাকা ইনকাম করা সম্ভব সেই কারণেই অ্যাপ্লিকেশনটি রেটিং ও খুবই ভালো। বর্তমানে প্রায় 10 কোটিরও বেশি লোক এই অ্যাপটি ব্যবহার করছেন।

Messho অ্যাপ ব্যবহার করা কি সুরক্ষিত?

হ্যাঁ এই অ্যাপটি সুরক্ষিত। কিন্তু আপনি যখন এই অ্যাপ্লিকেশন থেকে কোন প্রোডাক্ট কিনবেন সেটা আপনার আমার মত কোন সাধারণ ব্যক্তি বিক্রি করছে সে ক্ষেত্রে প্রোডাক্টটি সম্পর্কে যদি আপনার কোন সমস্যা হয় সেটা রিটার্ন করতে পারেন।

Messho অ্যাপ থেকে কিভাবে আয় করা যায়?

Messho একটি রিসেলিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি সাহাযে আপনি টাকা ইনকাম করতে পারবেন অ্যাপ্লিকেশনটিতে যে প্রোডাক্ট গুলি আছে সেগুলি বিক্রি করে। তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বিক্রি করবেন এবং কাদের বিক্রি করেন। এর জন্য আপনি একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন এবং ফেসবুকে অনেক গ্রুপ থাকে সে গ্রুপগুলো কেউ জয়েন করতে পারেন তারপর মিশু অ্যাপ্লিকেশনটি থেকে প্রোডাক্টের ফটো শেয়ার করতে পারেন। এবং যারা আপনার প্রোডাক্ট কিনতে চাইবেন তাদের এড্রেসটি নিয়ে সরাসরি তাদের ঠিকানায় প্রোডাক্ট পৌঁছে দিতে পারবেন। এক্ষেত্রে বলে রাখি আপনি শুধুমাত্র কাস্টমারের এড্রেসটা নিয়ে সেটিকে অ্যাপ্লিকেশনে গিয়ে আপনার মার্জিন নিয়ে অর্থাৎ আপনি যে টাকা প্রফিট করতে চান সেই এমাউন্টটা অ্যাড করে আপনাকে সেই প্রোডাক্টটি অর্ডার করে দিতে হবে। আপনার কাজ শেষ সেই প্রোডাক্টটি যখন কাস্টমারের কাছে ডেলিভারি হয়ে যাবে এবং কাস্টমার যখন তার পেমেন্ট করে দেবে। আপনার মার্জিন রাখা টাকা আপনার ব্যাংকের একাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তবে এই টাকা সঙ্গে সঙ্গে পাবেন না। এটি আপনার ব্যাংকের একাউন্টে পাঠানো হবে কিছুদিন পর।

messho app review
messho app review

উপসংহার

আপনি যদি একজন স্টুডেন্ট হন অথবা কোন গৃহবধূ অথবা যেই হোন আপনার যদি অল্প কিছু সময় থাকে আপনি মিশো অ্যাপ্লিকেশন টি ব্যবহার করে বেশ কিছু টাকা আয় করতে পারেন।

তবে এ ক্ষেত্রে আপনাকে সঠিক মার্জিন রাখতে হবে যাতে আপনার প্রোডাক্ট বিক্রি হয় এবং ভালো কোয়ালিটির প্রডাক্ট রিসেল করতে হবে যাতে আপনার কাস্টমারের প্রোডাক্টটি পছন্দ হয়।

মিশু অ্যাপ্লিকেশন সম্পর্কে যদি কোন রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন।

FAQ.

প্রশ্ন:আমি কি Messho অ্যাপ্লিকেশন থেকে অনলাইন রিসেলিং করতে পারি?

উত্তর:হ্যাঁ অবশ্যই,প্রথমে আপনাকে messho অ্যাপ্লিকেশনে একটি অ্যাকাউন্ট বানাতে হবে তারপরে আপনি এই অ্যাপ্লিকেশন থেকে রিসেলিং করতে পারবেন।

প্রশ্ন:Messho অ্যাপ্লিকেশনে রিসেল করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?

উত্তর:এই অ্যাপ্লিকেশনে রিসেল করার জন্য কোন ডকুমেন্টের প্রয়োজন হয় না শুধু আপনার ফোন নাম্বার দিয়ে লগইন করলে হয়, শুধু আপনার টাকা রিসিভ করবার জন্য একটি ব্যাংকের অ্যাকাউন্ট প্রয়োজন।

প্রশ্ন:Messho অ্যাপ্লিকেশনটি কি টাকা ইনকামের জন্য ভালো?

উত্তর:আপনার যদি কোন রকম পুঁজি না থাকে সেক্ষেত্রে কোনরকম ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে অনলাইন টাকা ইনকাম করার যাত্রা শুরু করতে পারেন।

প্রশ্ন:Messho অ্যাপটি কোন দেশে তৈরি

উত্তর:এটি একটি ভারতীয় কোম্পানি।ভারতবর্ষে এটি নির্মাণ করা হয়।

প্রশ্ন:Messho অ্যাপ্লিকেশনটির সিইও কে?

উত্তর:নিকিতা দাওদা

আপনার জন্য আরো

1.Android ফোনের জন্য ৫ টি সেরা ফটো এডিটিং অ্যাপ

2.Cred app review in Bengali

3.Top 5 Social Apps for Android in Bengali 

4.৫ টি সেরা সেলফি app এর বিষয়ে জেনে নিন

Leave a Comment