২০২২ এর ৫ টি সেরা apps এর বিষয়ে জেনে নিন।|Top 5 Social Apps for Android in Bengali 2022

যেমন ধরুন আপনারা সবাই জানেন যে এখনকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপারটা খুবই প্রচলিত। দিন প্রতিদিন এর গতিবিধি বেড়েই চলেছে। যার ফলে আপনারা আপনাদের স্মার্টফোনে বিভিন্ন রকম নতুন নতুন Social Apps দেখতে পারেন। এরকম অনেক ধরনের Social Apps আছে যার মাধ্যমে আপনারা যে কোনো জায়গার মানুষের সাথে যোগাযোগ করে নিজেদের বক্তব্য শেয়ার করতে পারবেন। যদিও এন্ড্রয়েড এবং আইওএস প্লাটফর্ম গুলিতে বিভিন্ন ধরণের সোশ্যাল apps আছে যা মানুষকে এন্টারটেন করার জন্য উপযুক্ত। কিন্তু এমনও কিছু সোশ্যাল apps আছে যেগুলির ফিচার ভালো থাকার কারণে মানুষ সেগুলিকে বেশি পছন্দ করে। এই পোস্টটি থেকে আপনারা এরকমই কিছু জনপ্রিয় Social Apps এর বিষয়ে জানতে পারবেন।

চলুন তাহলে সেই ৫ টি সেরা apps এর বিষয়ে জেনে নেওয়া যাক –

ফেসবুক

বিশ্বের সর্বপ্রথম Social Media প্লাটফর্ম হিসাবে Facebook জনপ্রিয়তা অর্জন করেছে। 4th ফেব্রুয়ারি 2004 সালে ফেসবুককে প্রথম ওয়েবসাইট রূপে রিলিজ করা হয়েছিল। এরপর যখন এন্ড্রয়েড এর প্রচলন শুরু হয় তখন Facebook কে Social প্লাটফর্ম হিসাবে লঞ্চ করা হয়। ফেসবুকের নির্মাতা হলেন মার্ক জুকারবার্গ, যিনি বর্তমানে ফেসবুকের  CEO। ফেসবুক একাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে একটি ইউজার নাম এবং একটি পাসওয়ার্ড জেনারেট করতে হয় তারপর আপনি এখানে আপনার পরিচিত, প্রিয়জন, বন্ধু – বান্ধব, আত্মীয়স্বজন সবাইকে ফ্রেন্ড রিকিউয়েস্ট পাঠাতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। Facebook এর মাধ্যমে আপনারা বিশ্বের সব জায়গার মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন কারণ এখানে আপনি 112 টি ভাষা পেয়ে যাবেন। Facebook এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে প্রায় 5 বিলিয়ন এর বেশি মানুষ এই apps ডাউনলোড করেছে।

হোয়াটস্যাপ

Whatsapp হলো আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ apps। 2009 সালে Whatsapp ডেভেলপ করা হয়েছিল তারপর Facebook এর মাধ্যমে এই apps কিনে নেওয়া হয়েছিল। হোয়াটস্যাপ হলো এমন একটি Social chating app যা এন্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোস সব কিছু অপারেটিং সিস্টেমে কাজে আসে। whatsapp এর মাধ্যমে আমরা যে কোনো ব্যাক্তির সাথে কথা বলতে পারি, কোনো দরকারি ফটো বা ডকুমেন্ট শেয়ার করতে পারি এবং ভিডিও কলিংও করতে পারি। বর্তমানে প্রায় 5 বিলিয়ন এন্ড্রয়েড ইউজার Whatsapp ব্যবহার করেন।

ইনস্টাগ্রাম

এন্ড্রয়েড ফোন ইউজাররা প্রায় সবাই ইন্সটাগ্রাম এর নাম শুনেছেন এমন খুব কম ব্যাক্তিই আছে যারা ইনস্টাগ্রামের নাম শোনেনি। ইনস্টাগ্রাম হলো বিশ্বের অনেক গুলো জনপ্রিয় app এর মধ্যে অন্যতম একটি প্রচলিত Social App। 2010 সালের 6th অক্টোবর ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রাম লঞ্চ করা হয়েছিল। ইনস্টাগ্রাম এ 33 রকমের ভাষা রয়েছে। ইনস্টাগ্রামের সব থেকে ভালো বিষয়টি হলো যে এটি এন্ড্রয়েড এর সাথে সাথে আইওএস ও উইন্ডোজ সব ধরণের অপারেটিং সিস্টেমে কাজ করে। ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করার জন্য আপনার মোবাইল নম্বর অথবা জিমেল আইডি দিয়ে লগইন করতে হয়। এরপরে আপনারা আপনাদের বন্ধু – বান্ধবদেরকে Follow করতে পারবেন এবং তাদের সাথে চ্যাট ও ভিডিও কলিং করতে পারবেন। এছাড়াও আপনারা এখানে ইনস্টাগ্রাম রিল্স ও বানাতে পারেন।

ইউটিউব

ইউটিউব হলো একটি ভিডিও শেয়ারিং অ্যাপ যেখানে এন্ড্রয়েড ইউজাররা প্রতিদিন প্রায় বিলিয়ন ঘণ্টা ধরে ভিডিও দেখেন। ইউটিউবের অ্যালগরিদম এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এতে আপনি যা সার্চ করছেন তার উপর ভিত্তি করে এটি আপনাকে ভিডিও দেখাবে। এখানে আপনি আপনার নিজস্ব চ্যানেলও তৈরি করতে পারেন। যেখানে আপনি ভিডিও আপলোড করে নিজের প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে পারবেন এবং এর থেকে আপনি টাকাও ইনকাম করতে পারবেন।

আপনার আপলোড করা ভিডিওতে যত বেশি ভিউস হবে সেই অনুযায়ী আপনি টাকা ইনকাম করতে পারবেন। তবে যখন আপনার এক হাজার জন সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন ইউটিউব আপনার ভিডিওর অ্যাড দেওয়া শুরু করবে। এটি গুগলের পরে দ্বিতীয় বৃহত্তম সার্চের মাধ্যম হিসাবেও পরিচিত। এখানে আপনি এমন কিছু বিষয়ের ওপর ভিডিও বানান যে বিষয় গুলো মানুষের কাজে আসতে পারে। যেখান থেকে তারা নিজেদের ছোটোখাটো সমস্যা গুলো দূর করতে পারবে যেমন ধরুন – বিনোদন, অ্যাডভেঞ্চার, পেইন্টিং, ডান্সিং, লার্নিং, রান্নাবান্না ইত্যাদি বিভিন্ন ধরণের বিষয় নিয়ে আপনারা ভিডিও বানাতে পারেন। 

টেলিগ্রাম

এই অ্যাপটি অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপের মতোই। এই মেসেজিং অ্যাপ এর সিকিউরিটি সব থেকে বেশি ভালো হয়। টেলিগ্রামের মাধ্যমে আপনারা সবার সাথে চ্যাট করতে, ফটো, ভিডিও, স্টিকার, অডিও সব কিছুই শেয়ার করতে পারবেন। এখানে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট কল করা যায়। এখানে দুজন স্মার্টফোন ইউজার নিজেদের ইচ্ছে মতো এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট কল করতে অথবা গোপন চ্যাট করতে পারবে। কিন্তু ডেস্কটপ ক্লাইন্ট ফিচারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকে না এবং এটি কোনো রকম গ্রুপ, সাবগ্রুপ বা চ্যানেলের জন্যও উপলব্ধ নয়। তবে টেলিগ্রাম একের পর এক স্মার্টফোন ইউজারকে নানা রকম কাজে সাহায্য করেছে।

আপনার জন্য আরো

1.ছাত্রদের জন্য পাঁচটি সেরা অ্যাপ্লিকেশন

2.৫ টি সেরা সেলফি app এর বিষয়ে জেনে নিন।

3.আপনার স্মার্টফোনের জন্য একটি সঠিক চার্জার কিভাবে কিনবেন

4.গুগলে জিমেল আইডি ব্যাবহারে কি কি সতর্কতা অবলম্বন করবেন ?

Leave a Comment