ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন চালু করার নিয়ম।|Rules for launching Facebook two-step verification in Bengali 2022

আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে ফেসবুক টু স্টেপ ভেরিফিকেশন বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি অন না করলে হ্যাকাররা আপনার ফেসবুক আইডিটি হ্যাক করে নিতে পারবে। আর আপনি যদি এই অপশনটি অন করে রাখেন তাহলে কেও যদি আপনার ফেসবুক আইডিটি ওপেন করতে যায় তাহলে আপনার ফোনে একটি OTP চলে আসবে। তাই অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি অন করে রাখুন। আপনারা যদি টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি কিভাবে অন করতে হয় সেটি না জানেন তাহলে এই পোস্টটি পড়লে আপনারা এই বিষয় সম্পর্কে জানতে পারবেন।

চলুন তাহলে জেনে নেওয়া যাক এই অপশনটি কিভাবে অন করতে হবে –

টু স্টেপ ভেরিফিকেশন কি ?

টু স্টেপ ভেরিফিকেশন হলো টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) এর একটি সহজ নাম। এই বিষয়টি কি সেটা জানার আগে আমাদের মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (MFA) বিষয়টি সম্পর্কে জেনে নিতে হবে। আসলে মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন হলো কোনো একটি ডিজিটাল একাউন্টে প্রবেশের জন্য ব্যবহারকারীকে বিভিন্ন উপায়ে যাচাই করার প্রক্রিয়া।

এটি কোনো ব্যবহার করবেন ?

এখন তাহলে আপনারা নিশ্চই বুঝতে পেরেছেন যে টু-স্টেপ বা টু-ফ্যাক্টর ভেরিফিকেশন বিষয়টি আসলে কি এবং কোনো এই ভেরিফিকেশনটি গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার কোনো অনলাইন একাউন্টে এই টু-স্টেপ ভেরিফিকেশনটি অন করে রাখেন তাহলে সেটি শুধুমাত্র পাসওয়ার্ড দিয়েই লগইন করা যাবে না। পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথেই একটি কোডের প্রয়োজন হবে। অর্থাৎ আপনার পাসওয়ার্ড যদি কেও কোনো ভাবে জেনেও যায় তবুও সে আপনার আপনার একাউন্টে লগইন করতে পারবে না। কারণ আপনার একাউন্টটি লগইন করার জন্য তাকে আপনার ফোন আসা কোডটিও জানতে হবে। সুতরাং ফোনটি যেহেতু সব সময় আপনার কাছেই থাকবে তাই তার কোড জেনে নেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অথএব আপনার অনলাইন একাউন্টটি সুরক্ষিত থাকবে।

ফেসবুক টু স্টেপ ভেরিফিকেশন অন করার নিয়ম

আপনাদের ফেসবুক একাউন্ট নিরাপদ ভাবে রাখার জন্য ফেসবুকে টু-স্টেপ ভেরিফিকেশন অপশনটি চালু করা হয়েছে। তাই আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন তারা অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে এই টু-স্টেপ ভেরিফিকেশন অপশনটি অন করতে হয়। চলুন তাহলে কিভাবে ফেসবুক টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশনটি অন করতে হবে সেটা জেনে নেওয়া যাক।

  • এই অপশনটি অন করার জন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুক একাউন্টে লগইন করতে হবে।
  • তারপর আপনার ফেসবুক অ্যাপ বা ব্রাউজার থেকে ফেসবুক Settings & Privacy তে ট্যাব করে Settings এ এন্টার করতে হবে।
  • এরপর Security & Login এ প্রবেশ করতে হবে।
  • তারপর নিচের দিকে কিছুটা স্ক্রল করে ‘Use two-factor authentication’ এর পাশে থাকা Edit অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার ফেসবুক পাসওয়ার্ড প্রদান করে আপনি আপনার যে নম্বরে টু-ফ্যাক্টর অথেনটিকেশন কোড পেতে চান, সেই নম্বরটি প্রদান করে টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশনটি অন করতে পারবেন।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন সম্পর্কে জরুরি বিষয়

এই টু-ফ্যাক্টর অথেনটিকেশন ফিচারটি অন করার পর আপনাকে যেতে কোনো রকম সমস্যায় না পড়তে হয়, তারজন্য কিছু বিষয় সম্পর্কে জেনে রাখা প্রয়োজন। টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশনটি এতটাই নিরাপদ যে ফেসবুক একাউন্টের মালিক নিজেও লগইন করতে গিয়ে সমস্যায় পড়তে পারে। টু-ফ্যাক্টর ভেরিফিকেশন অপশনটির এরকম নিরাপত্তার কারণে আপনি যদি কোনো সময় আপনার ফোন নম্বরটি পরিবর্তন করেন তাহলে ফেসবুক লগইন করতে গেলে আপনি সমস্যায় পড়তে পারেন। তারজন্য আপনি যদি আপনার ফোন নম্বরটি পরিবর্তন করেন তাহলে অবশ্যই তা ফেসবুক টু-ফ্যাক্টর অথেনটিকেশনেও পরিবর্তন করে দেবেন। আপনি যখন ফেসবুক একাউন্টটি লগইন করতে যাবেন তখন যদি আপনার ফোন নম্বরের সাথে ফেসবুক টু-ফ্যাক্টর অথেনটিকেশনের নম্বর আপডেট না থাকে তাহলে আপনি চরম সমস্যায় পড়তে পারেন।

ফেসবুক টু-ফ্যাক্টর অথেনটিকেশন বন্ধ করার পদ্ধতি

যদি ফেসবুক টু-ফ্যাক্টর ভেরিফিকেশন আপনার কোনো রকম কাজে না আসে, তাহলে আপনি খুব সহজেই এই অপশনটি বন্ধ করতে পারবেন। ফেসবুক টু-ফ্যাক্টর অথেনটিকেশন বন্ধ করার জন্য প্রথমে Security & Login এ প্রবেশ করে Settings এ প্রবেশ করতে হবে। তারপর ‘Use two-factor authentication’ এর পাশে থাকা Edit এ ট্যাব করবেন। এরপর আপনার ফেসবুক পাসওয়ার্ডটি প্রদান করে টু-ফ্যাক্টর অথেনটিকেশন বন্ধ করতে Turn Off এ ক্লিক করবেন। এক্ষেত্রে পরেরবার আপনি যখন ফেসবুক লগইন করবেন তখন আর  টু-ফ্যাক্টর ভেরিফিকেশন কোডের প্রয়োজন হবে না। 

ফেসবুক টু-ফ্যাক্টর অথেনটিকেশন সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

১। টু-ফ্যাক্টর অথেনটিকেশন আসলে দরকারি কি ?

হ্যাঁ অবশ্যই টু-ফ্যাক্টর অথেনটিকেশন ফেসবুক একাউন্টের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আমাদের অনেক ব্যাক্তিগত তথ্য থাকে সেটা নিরাপদ রাখার জন্য টু-ফ্যাক্টর অথেনটিকেশন সেট করার খুবই দরকার।

২। টু-ফ্যাক্টর অথেনটিকেশন কোড না আসলে কি করবো ?

যদি কোনো কারণে আপনার ফোন টু-ফ্যাক্টর অথেনটিকেশন কোড এর মেসেজ না আসে, সেক্ষেত্রে আপনি রিকভারি কোড ব্যবহার করে লগইন করতে পারবেন। আশা করি এই পোস্টটি পড়ার পর আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি অন করতে হবে, এই বিষয়টি আসলে কি এবং এটি আপনাদের কি কাজে আসতে পারে এই সমস্ত ব্যাপারে। এছাড়াও এই বিষয় সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।

আপনার জন্য আরো

1.আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে কী কী করবেন ?

2.ফেসবুকে ইনকাম নিয়ে সুসংবাদ দিলেন মার্ক জুকারবার্গ

3.ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

4.আপনিও শিউরে উঠবেন ফেসবুক সম্পর্কে এই আশ্চর্য্য জনক তথ্যগুলি জানলে

Leave a Comment