ফেসবুকে ইনকাম নিয়ে সুসংবাদ দিলেন মার্ক জুকারবার্গ|Facebook Earning update in Bengali 2022

মেটার সিইও মার্ক জুকারবার্গ Facebook Earning update নিয়ে একটি সুসংবাদ দিলেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্রিয়েটারদের কাছ থেকে আরো একটি বছর কোনরকম কমিশন নেবে না ফেসবুক। নির্দিষ্ট কিছু পরিষেবা থেকে অর্জিত সম্পূর্ণ টাকায় পেয়ে যাবে ক্রিয়েটারা।

জুকারবাগ জানান 2024 সাল পর্যন্ত কোন ধরনের লাভের অংশ ফেসবুক নেবে না ক্রিয়েটারদের কাছ থেকে। আগে যার মেয়াদ ছিল 2023 সাল পর্যন্ত সেটা আরো এক বছর বাড়ানো হলো। ফেসবুকের এই সিদ্ধান্ত পেইড অনলাইন ইভেন্ট, লাইভ স্ট্রিম ব্যাচ, নিউজলেটার এবং সাবস্ক্রিপশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

অর্থাৎ উপরিউক্ত ক্ষেত্র থেকে অর্জিত সম্পূর্ণ টাকায় পেয়ে যাবে ক্রিয়েটাররা। কিন্তু ফেসবুকের অন্যান্য ভিডিও প্রোডাক্ট এবং যে রিলস রয়েছে তার উপর যে এডভারটাইজিং রেভিনিউ হয় এই নিয়ম তার উপর প্রযোজ্য নয়।

এছাড়াও ফেসবুকের ক্রিয়েটারদের জন্য আরও বিভিন্ন মনিটাইজেশন আপডেট মার্ক জুকারবাগ ঘোষণা করেছেন। তারমধ্যে স্টার ফিচার, ইন অ্যাপ টিপিং সিস্টেম ফিচারটি আরো এক্সপেন্ড করা হবে বলে জানানো হয়েছে যাতে আরো একাধিক ক্রিয়েটর এই অপশনটি ব্যবহার করতে পারে। ফেসবুকে যে রিলস প্রোগ্রাম রয়েছে আরো ব্যবহারকারীর কাছে উন্মুক্ত করার কথা জানানো হয়েছে।

ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামে NFT সাপোর্ট বাড়াতে চলেছে মার্ক জুকারবার্গ। আগের মাস থেকে ইনস্টাগ্রামে এই ফিচারটি নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে। এই ফিচারটি কেউ আরো ব্যবহারকারীদের কাছে খুলে দেয়া হচ্ছে। তবে কাদের জন্য 61 আসতে চলেছে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট করে বলেনি জুকারবাগ।

ইনস্টাগ্রাম এবং ফেসবুকের স্টোরিতে NFT ইন্টিগ্রেশন এর পরিকল্পনার বিষয়েও আলোকপাত করেছে মেটা।

উপরিক্ত সমস্ত আপডেট দিয়ে তাদের মাথায় রেখে করা হয়েছে যা মেটার বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট এর উপর নির্মিত।

ফেসবুকের এই সমস্ত পদক্ষেপ দেখে বোঝা যাচ্ছে যে শর্ট ভিডিওর যে ট্রেন্ড এসেছে সেই প্রতিযোগিতায় নিজেদের এগিয়ে রাখতে চায় মেটা। সেই জন্যই এই সমস্ত ক্রিকেটার নির্ভর ফিচারগুলো লঞ্চ করছে মেটা। যাতে ক্রিয়েটাররা ফেসবুক কোম্পানির স্বপ্নের মেটাভাস তৈরি করতে পারে, যা থেকে প্রায় 48 শতাংশ লাভের অংশ নিতে পারে Meta। আপনারা কি মেটার এই ফিচারগুলো ব্যবহার করছে ব্যবহার করলে ফিচার গুলির মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।

FAQ.

প্রশ্ন: ফেসবুক থেকে টাকা আয় করার কি কি উপায় রয়েছে?

উত্তর: ফেসবুক থেকে টাকা আয় করার বিভিন্ন পদ্ধতি রয়েছে যেমন facebook পেজ বানিয়ে সেখানে ফেসবুক অ্যাড চালানো, ভিডিও পোস্ট করে, কোন ইভেন্টের সাহায্যে এছাড়া কোন প্রোডাক্ট বিক্রি করে আপনি facebook থেকে টাকা ইনকাম করতে পারবেন।

প্রশ্ন: ফেসবুক ভিডিও মনিটাইজ করার জন্য কি কি রিকোয়ারমেন্ট রয়েছে?

উত্তর: ১.আপনার ভিডিওতে সাত দিনের মধ্যে ৬০০০০০ মিনিট ওয়াচ টাইম থাকার প্রয়োজন।
২.কমপক্ষে পাঁচটি একটিভ ভিডিও থাকা প্রয়োজন।
৩. আপনার পেজটিতে ১০ হাজার ফলোয়ার থাকতে হবে।

প্রশ্ন: facebook 1000 ভিউতে কত টাকা পেমেন্ট করে?

উত্তর: ফেসবুক কত ঘিরে কত টাকা দেবে সেটা নির্ভর করে আপনার ভিডিও ক্যাটাগরি এবং আপনার ভিডিওতে যে অ্যাড শো করা হবে তার ওপর, তবে ফেসবুক গড অ্যাভারেজ ৮.৭৫ ডলার পেমেন্ট করে ১০০০ ভিউতে ।


প্রশ্ন: ফেসবুকের মিনিমাম উইথড্রো লিমিট কত?

উত্তর: ১০০ ডলার।

প্রশ্ন: ক্রিয়েটরদের কোন কোন পরিষেবার জন্য ফেসবুক কোনরকম কমিশন বর্তমানে নেয় না?

উত্তর: অনলাইন ইভেন্ট,লাইভ স্ট্রিম ব্যাচ, নিউজলেটার এবং সাবস্ক্রিপশনের উপর আগামী ২০২৪ সাল পর্যন্ত কোন রকম কমিশন নেবেনা ফেসবুক।

আপনার জন্য আরো

1.আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে কী কী করবেন ?

2.হোয়াটসঅ্যাপ এ নম্বর সেভ না করে কল ও ম্যাসেজ করার উপায়

3.মানি ম্যানেজমেন্ট এর সেরা অ্যাপ্লিকেশন

4. CoinDCX একাউন্ট কিভাবে বানাবেন ?

Leave a Comment