হোয়াটসঅ্যাপের নতুন ফিচার WhatsApp পোল তৈরি করার পদ্ধতিটি

অ্যান্ড্রয়েড এবং IOS ব্যবহারকারীদের জন্য পোল ফিচারটি অবশেষে নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ l
Whatsapp ব্যবহারকারীরা গ্রুপ চ্যাট এর পাশাপাশি নরমাল চ্যাটিং এও পোল ফিচারটি আপনি ব্যবহার
করতে পারবেন। বর্তমানে এই ফিচারটি আপনারা শুধুমাত্র মোবাইলেই ব্যবহার করতে পারবেন
হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনে এই ফিচারটি খুব শীঘ্রই আসতে চলেছে।
এই ফিচারটি সাধারণত অন্যান্যদের মতামত জানার জন্য ব্যবহার করা হয়ে থাকে

আসুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা whatsapp এর এই পোল ফিচারটি ব্যবহার করবেন


Whatsapp পোল ফিচারটি আপনি বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারেন। আপনি যদি একজন ক্রিয়েটার হয়ে
থাকেন সে ক্ষেত্রে আপনি বিভিন্ন ভাবে পোল ক্রিয়েট করতে পারেন আপনার ফ্যানদের জন্য এছাড়াও
কোন স্থানে বেড়াতে যাওয়ার পূর্বে বন্ধুদের গ্রুপে পোল তৈরি করতে পারেন। আপনি যদি একজন ইউটিউব
ক্রিয়েটার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার দর্শক বন্ধুদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত নিতে পারেন
এই ফিচারটির মাধ্যমে।


হোয়াটসঅ্যাপ পোল তৈরি করবার পদ্ধতি

  • প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে।
  • এরপর আপনি যে গ্রুপ অথবা যে পার্সোনাল চ্যাটে পোল তৈরি করতে চান সেই গ্রুপে বা চ্যাটিং প্রবেশ করুন।
  • তারপর ক্যামেরার আইকনটির পাশে থাকা এটাচমেন্ট আইকনটিতে ক্লিক করুন।
  • তারপর পোল আইকনটি সিলেক্ট করুন।Poll আইকনটিতে আপনি কোলের প্রশ্ন এবং অপশন লেখার সুযোগ পাবেন সেখানে সর্বোচ্চ ১২টি অপশনদিতে পারবেন।
  • তারপর Poll অপশন টির ডান দিকে থাকা আইকনটিতে ট্যাপ করে আপনি অপশনের অর্ডার পরিবর্তনকরতে পারবেন।
  • অপশন এবং প্রশ্ন সেট করা হয়ে গেলে sen d বাটনটিতে ক্লিক করতে হবে। এভাবেই খুব সহজে আপনারা whatsapp এ পোল তৈরি করতে পারবেন।

এইভাবে এই ফিচারটি ব্যবহার করে আপনারা অন্যান্য বন্ধু অথবা অন্যদের মতামত নিতে পারবেন। তখনই
নতুন কেউ এই poll টিতে ভোট করবে তখনই তা অটোমেটিক আপডেট হয়ে যাবে। ব্যবহারকারীরা ভিউ ভোট
অপশনটিতে ক্লিক করে কোন সম্পর্কিত তথ্য বিস্তারে দেখতে পাবেন।

আপনার জন্য আরো

1.হোয়াটসঅ্যাপ একাউন্ট কি কি কারণে বন্ধ হতে পারে তা জেনে নিন ?

2.আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার থেকে কীভাবে বাঁচাবেন ?

3.হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হওয়া ম্যাসেজ সহজে কীভাবে পড়বেন ?

4.হোয়াটসঅ্যাপ এ নম্বর সেভ না করে কল ও ম্যাসেজ করার উপায়

Leave a Comment