IMEI Number কি?*#06# নম্বর দিয়ে কি কি করা যায়?| What can you do with IMEI number?

হে বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি মোবাইলের IMEI Number নিয়ে আলোচনা করব।

আইএমইআই নাম্বার টা অনেকেই শুনে থাকবেন। আমরা যখন কোন নতুন মোবাইল কিনি তখন প্যাকেজিং এর উপর কিছু স্টিকার মারা থাকে যার ওপর IMEI নাম্বার টি লেখা থাকে। এছাড়া আপনি নিজেও মোবাইলের আইএমইআই নাম্বার দিয়ে চেক করে দেখতে পারেন। এই IMEI নাম্বার টি আসলে কি, এর কাজ কি এবং এটা দিয়ে কি করা হয় সেই সম্পর্কে আসুন বিস্তারিত জেনে নেয়া যাক।

IMEI Number কি?

আই এম আই এর পুরো কথা হল ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। এটি প্রত্যেক মোবাইলের ভিন্ন ভিন্ন হয়।মোবাইল কোম্পানির কাছে আপনার মোবাইলের সমস্ত তথ্য আইএমইআই নম্বরের দ্বারা সংরক্ষিত থাকে। যখন আপনার ফোনে কোন রকম প্রবলেম হয় তখন আপনি যখন কাস্টমার সার্ভিস সেন্টারে নিয়ে যান তখন তারা আইএমইআই নম্বরের দিয়ে আপনার ফোনটি ওয়ারেন্টি আছে কিনা সেটা চেক করে নেয়।

IMEI নাম্বার টি 15  সংখ্যার হয়। বর্তমানে আইএমইআই নম্বরের সঙ্গে আপনার ডিভাইস এর সফটওয়্যার ভার্শন সংরক্ষণ করার জন্য আরো একটি সংখ্যার যোগ হয় এবং পুরো নাম্বারটি 16 ডিজিটের হয়। 16 ডিজিটের এই আইএমইআই নম্বর কে IMEISV ও বলা হয়।

IMEI Number কিভাবে চেক করবেন?

আপনার IMEI নম্বরটি আপনি বিভিন্নভাবে চেক করতে পারেন। তার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতিটি হলো ফোনের ডায়াল অপশনে যান সেখানে *#06# নম্বরটি টাইপ করে ডায়াল করুন তাহলেই আপনার মোবাইলের IMEI নম্বরটি আপনার স্ক্রিনে দেখতে পাবেন।

এছাড়া আপনি যখন মোবাইল কিনবেন তখন সেই বক্সের উপর এবং যে ওয়ারেন্টি কার্ড থাকবে তার উপরও আইএমইআই নাম্বার টি লেখা থাকে। তাছাড়া আপনি মোবাইলের সেটিং এ গিয়ে সেখান থেকে অ্যাবাউট সেকশনে গিয়ে স্ট্যাটাস অপশনে ক্লিক করলে আপনি আপনার আইএমইআই নম্বর টি দেখতে পাবেন।

IMEI Number প্রয়োজনীয়তা

অনেক নকল ফোন এবং অবৈধ মোবাইল চিহ্নিতকরণের জন্য আইএমইআই নম্বর খুবই গুরুত্বপূর্ণ। অনেক নকল ফোনের আইএমইআই নম্বর থাকে না। আবার কিছু কিছু ফোনে যে আইএমইআই নম্বর দেওয়া থাকে সেটি করাপ্টেড হয়। সেই জন্য আপনার ফোন আসল কিনা সেটা চেক করবার জন্য আপনি IMEI.info এই ওয়েবসাইটে গিয়ে আপনার নম্বরটি ভ্যালিড কিনা সেটা চেক করতে পারেন।

বর্তমানে বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে আইএমইআই নাম্বার ভেরিফাই করার অপশন থাকে তাই কেনার আগে আইএমইআই ভেরিফাই করে আসলটা নেবেন।

IMEI Number কি কাজে লাগে?

এটি হলো আপনার মোবাইলের একটি আইডেন্টিটি স্বরূপ। ধরুন আপনার মোবাইল ফোনটি কোন সময় যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সে ক্ষেত্রে আপনি আপনার মোবাইলটি এই আইএমইআই নম্বর দিয়ে ট্র্যাক করতে পারেন। সেই জন্যই আপনার মোবাইল নম্বর যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় আপনি যখন থানায় ডাইরি লেখাতে জান তখন তারাও আপনার মোবাইলের আইএমইআই নম্বর টি চেয়ে থাকে।

উপসংহার

আপনি আপনার সুবিধার্থে আপনার আইএমইআই নম্বর টি সংরক্ষণ করে রাখতে পারেন যদি ভবিষ্যতে কখনো আপনার ফোনটি চুরি হয় সেক্ষেত্রে আপনার আইএমইআই নম্বরটি অনেক কাজে লাগবে।

FAQ.

প্রশ্ন: IMEI নম্বর দিয়ে ফোন ট্র্যাক করা কি সম্ভব ?

উত্তর: হ্যাঁ,IMEI নম্বর দিয়ে ফোন ট্র্যাক করা সম্ভব।

প্রশ্ন: IMEI নম্বর দিয়ে ফোন হ্যাক করা কি সম্ভব?

উত্তর: না,শুধুমাত্র আই এম ই আই নম্বর দিয়ে আপনার ফোন হ্যাক করা সম্ভব নয়।

প্রশ্ন: কোন ফোনে কি দুটো IMEI নাম্বার হতে পারে?

উত্তর: হ্যাঁ, কোন ফোনে যদি দুটো সিম থাকে তাহলে সেই ফোনের দুটো IMEI নাম্বার থাকে।

প্রশ্ন:IMEI নম্বর দিয়ে কি মোবাইলের লোকেশন বের করা যায়?

উত্তর: আপনার ফোনটি যদি চালু থাকে তাহলে IMEI নম্বর দিয়ে লোকেশন ট্র্যাক করা সম্ভব ।

প্রশ্ন: ফোন থেকে IMEI নম্বর কিভাবে চেক করা যায়?

উত্তর: আপনার ফোনে ডায়াল অপশনে গিয়ে *#06# টাইপ করে ডায়াল করলেই আপনার IMEI নম্বরটি দেখতে পাবেন।

আপনার জন্য আরো

1.স্মার্টফোন ভালো রাখার উপায়গুলি জেনে নিন

2.ইন্টারনেট কানেকশন ছাড়া কিভাবে UPI পেমেন্ট করবেন ?

3.জেনে নিন Android ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফোটো ও ভিডিও রিকভার করার উপায়

4.এন্ড্রয়েড ফোন থেকে কীভাবে অ্যাপ হাইড করবেন ?

Leave a Comment