Learn how to recover deleted photos and videos from Android phone in Bengali 2022|জেনে নিন Android ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফোটো ও ভিডিও রিকভার করার উপায়।|

সাধারণ মানুষরা আগে যখন ফিচার ফোন ব্যবহার করতো তখন তারা তাদের কন্ট্যাক্ট যাতে কোনো ভাবে ডিলিট না হয়ে যায় সেটা নিয়ে চিন্তিত থাকতেন। কিন্তু এখন প্রায় অধিকাংশ মানুষের কাছেই অ্যান্ড্রয়েড ফোন রয়েছে এবং তারা সবাই তাদের সব রকম ডেটা নিয়েই সতর্ক থাকেন।

এর মধ্যে প্রায় প্রত্যেকের কাছেই তাদের কন্ট্যাক্ট, হোয়াটস্যাপ ও ম্যাসেজ ছাড়াও ফটো ও ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখন আর সাধারণ মানুষরা হোয়াটস্যাপ ও কন্ট্যাক্ট নিয়ে খুব একটা বেশি চিন্তা করেন না কারণ এই সব কিছুর ব্যাকআপ গুগলেই থেকে যায়। কিন্তু কোনো কারণে ভিডিও ও ফটো ডিলিট হয়ে গেলে সমস্যায় পড়তে পারেন। অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও ও ফটো ব‍্যাক‌আপের জন্য গুগল ফটো অ্যাপের অপশন থাকলেও সব স্মার্টফোন ইউজাররা এতে ব্যাকআপ করেন না কারণ এতে প্রচুর পরিমানে ইন্টারনেট লাগে। এই রকম পরিস্থিতিতে যদি আপনার কোনো ফটো ডিলিট হয়ে যায় তাহলে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন।

কিন্তু কিছু পদ্ধতি আছে যার সাহায্যে আপনারা অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনাদের ডিলিট হয়ে যাওয়া ফটো রিকভার করতে পারবেন। চলুন তাহলে সেই পদ্ধতি গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক – অ্যান্ড্রয়েড ফোনের গ‍্যালারি অথবা গুগল ফোটো অ্যাপ থেকে ফটো দেখা এবং ডিলিট করা যায় এছাড়াও এখান থেকে খুব সহজেই ফটো রিকভার যায়।

গুগল ফোটো অ্যাপ থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো কিভাবে রিকভার করবেন তা জেনে নিন –

  • প্রথমত আপনি গুগল ফটো অ্যাপ ওপেন করুন।
  • তারপর বামদিকের ওপরে থাকা মেনু অপশনে ক্লিক করবেন।
  • এরপর আপনি নিচে গিয়ে বিন অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। এখানে সব ডিলিট হয়ে যাওয়া ফটো দেখতে পাওয়া যাবে।
  • এইবার আপনি যে সমস্ত ফটো গুলি রিকভার করতে চান সেগুলিকে সিলেক্ট করুন তারপর রিস্টোর করে দিন।

এই সমস্ত কিছু করার পর আপনার ফটো গ্যালারিতে চলে আসবে। আর হ্যা এই কথাটি মাথায় রাখবেন যে ডিলিট করা ফটো মাত্র ১ মাসের মধ্যেই রিকভার করা যায়। যদি ১ মাসের বেশি হয়ে যায় তাহলে কিন্তু ফটো এখান থেকে চলে যাবে এবং আপনার ফটো ফিরে পাওয়া কঠিন হয়ে যাবে। এই সমস্যা সমাধানের জন্যও আলাদা পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আপনি অনেক দিন পরেও আপনার ফটো রিকভার করতে পারবেন।

আপনি যদি গুগল ফটোর বদলে আপনার গ্যালারি থেকে ফটো ডিলিট করে থাকেন এবং তা অনেক দিন হয়ে গিয়ে থাকে তাহলে সেই ফটো রিকোভার করতে গেলে অন্য পদ্ধতি অনুসরণ করতে হবে। এই সমস্যা সমাধানের জন্য আপনাকে থার্ড পার্টি App এর সাহায্য নিতে হবে। ডিলিট হয়ে যাওয়া ফটো রিকভার করার জন্য DiskDigger Photo Recovery অ্যাপ অত্যন্ত কার্যকরী আর এটা ব্যবহার করাও খুব সহজ।

এই App এর সাহায্যে কিভাবে ফটো রিকোভার করবেন তা জেনে নিন –

  • সবার প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে DiskDigger Photo Recovery অ্যাপটি ইন্সটল করবেন।
  • তারপর App টি ইন্সটল করা হয়ে গেলে টস ওপেন করুন।
  • এবার আপনি এখানে ২ টি অপশন দেখতে পাবেন। একটি হলো রুট ফোনের জন্য আর আরেকটি হলো আনরুট ফোনের জন্য। আপনি প্রথমে আনরুট অপশনটিতে ট্যাব করবেন।
  • তারপর ট্যাব করার পর স্ক‍্যান শুরু করলে App টি ইমেজ এবং মিডিয়া ফাইলের অনুমতি চাইবে। এবার এখানে অ্যালাউ করলে স্ক‍্যান শুরু হয়ে যাবে এবং আপনার ফোনের ডিলিট হয়ে যাওয়া সব ফটো স্ক্রিনে চলে আসবে।
  • এবার আপনি এখান থেকে ফটো সিলেক্ট করে করে ফোন মেমরি অথবা মেমরি কার্ডে ট্রান্সফার করতে পারবেন।

এইবার আপনারা জেনে নিন কিভাবে ভিডিও রিকভার করতে হয় ?

আপনারা অ্যান্ড্রয়েড ফোনে Diskdigger App এর সাহায্য না নিয়ে মোবিসেভার সাহায্য নিতে পারেন। এই App টি ফটোর পাশাপাশি ভিডিও রিকভার করতে পারে। কিভাবে এই App টির সাহায্যে ডিলিট  হয়ে যাওয়া ভিডিও রিকভার করবেন তা জেনে নিন –

  • প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে Ease Use Mobisaver Recover Files , SMS এবং Contacts App ডাউনলোড করবেন।
  • তারপর আপনি এখানে নিচের দিকে ফটো এবং ভিডিওর অপশন দেখতে পাবেন দিয়ে সেই অপশনের ওপর ক্লিক করবেন। এরপর এখানে স্ক্যান শুরু হয়ে যাবে এবং সমস্ত ডেটা স্ক্রিনে চলে আসবে।
  • এবার আপনি ডিলিট হয়ে যাওয়া ভিডিও সিলেক্ট করে রিকভার করে নেবেন।

এছাড়াও আপনি যদি Factory Data Reset বা Memory Card Format করে থাকেন তাহলে আপনার ডিলিট হয়ে যাওয়া ফটো ও ভিডিও রিকভার করতে গেলে অনেক সমস্যা হবে।

আপনার জন্য আরো

1.গুগল আপনার সম্পর্কে কি কি জানে ? কিভাবে আপনার ব্যাক্তিগত তথ্য নিয়ন্ত্রণ করবেন

2.গুগল পাসওয়ার্ড ম্যানেজার কি ? ব্যবহারের নিয়ম ও সুবিধা গুলি জেনে নিন

3.কোন Email কে PDF আকারে কিভাবে সেভ করবেন?

4.কীভাবে নিজের ফোন নম্বর টেলিগ্রাম থেকে হাইড করবেন ? তা জেনে নিন

Leave a Comment