What does Google know about you? How do you control your personal information in Bengali 2022|গুগল আপনার সম্পর্কে কি কি জানে ? কিভাবে আপনার ব্যাক্তিগত তথ্য নিয়ন্ত্রণ করবেন।

বর্তমানে ইন্টারনেট ব্যাবহারকারী ব্যাক্তিরা প্রায় সবাই গুগলের উপর নির্ভরশীল। আমরা যখনই কোনো বিষয় সম্পর্কে না জেনে থাকি তখনই সেটা আমরা গুগলে সার্চ করে নিই। নিজের অজান্তেই আমরা গুগলের ওপর অনেকটা নির্ভরশীল হয়ে গেছি। যেকোনো অজানা জিনিস জানার জন্য আমরা সবসময় গুগলে সার্চ করে থাকি। গুগল আমাদের বিভিন্ন কাজে সহায়তা করে থাকে। তাই গুগলকে একটি বিশাল তথ্য দৈত্য বলা হয়। কিন্তু আপনারা কি জানেন গুগল আপনার সম্পর্কে কতটুকু জানে ?

আপনি নিজের সম্পর্কে যতটুকু জানেন, আপনার নিজের কেও আপনার সম্পর্কে ততটুকু জানেনা যতটা গুগল আপনার সম্পর্কে জানে। যেমন ধরুন – আগের বছর 1st জানুয়ারিতে আপনি কোথায় গিয়েছিলেন সেটা কি আপনার মনে আছে ? হয়তো আপনার মনে নাও থাকতে পারে। কিন্তু গুগল ওই দিনটি ঠিক মনে রেখেছে। শুধু মনেই রাখেনি সে লিখেও রেখেছে। এই পোস্টটিতে আমি আপনাদের জানাবো যে গুগল আপনার সম্পর্কে কি কি জানে। আপনারা কখনই চাইবেন না যে আপনাদের কোনো ব্যাক্তিগত তথ্য অন্য কারও কাছে যাক। আপনার সম্পূর্ণ এখতিয়ার আছে এইসব তথ্য গুলোকে না দেওয়ার। এই পোস্টটির মাধ্যমে আপনারা এটাও জানতে পারবেন কিভাবে আপনি গুগলের গুপ্তচর গিরি থেকে কিছুটা হলেও নিজেকে বাঁচাতে পারবেন।

চলুন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক গুগল আপনার সম্পর্কে ঠিক কতটুকু জানে।

আপনার ডিভাইসের সার্চ ইতিহাস

আপনারা জিমেলে নিশ্চই একটি একাউন্ট খুলেছেন এবং লগইন করেছেন। তারপর যতবার যা কিছু সার্চ করেছেন সেই সব কিছুই গুগল সেভ করে রেখেছে। আপনি কবে কোন পেইজ কতবার কতক্ষন দেখেছেন সেই সব কিছুই। আর আপনি যদি ব্রাউজার হিসাবে গুলি ক্রোম ব্যবহার করেন তাহলে তো কোনো কথাই নেই। আর যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে https://myactivity.google.com/myactivity এই পেইজ এ গিয়ে আপনি নিজেই চেক করে দেখে নিতে পারেন। যে আপনি কবে কোন ভিজিট করেছেন। আর হ্যাঁ এটাও মনে রাখবেন যে আপনি ইউটিউবে কোন কোন ভিডিও দেখেছেন সেটাও গুগল ট্র্যাক করে রেখেছে। উপরের দেওয়া লিংকটা যদি আপনারা একটু ভালো করে ঘাটাঘাটি করে দেখেন তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে।

আপনারা যদি গুগলের এই খবরদারি না চান তাহলে Activity Controls এ গিয়ে রেস্ট্রিক্টেড করে দিতে পারেন। আপনারা নিশ্চই জানতে চাইবেন যে গুগল কেন এই সব তথ্য গুলো সেভ করে রাখে। এটা খুব সহজ ব্যাপার আসলে গুগল আপনার সম্পর্কে একটি ধারণা করতে চায়। আপনাদের শখ ও পছন্দ সম্পর্কে জানতে চায়। কিন্তু আপনাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে যে এইসব জেনে তার কি লাভ ?

আপনারা ইন্টারনেটে কখন কি সার্চ করছেন, কোন কোন বিষয় দেখছেন এই সব কিছুর উপর ভিত্তি করেই গুগল আপনাকে আপনার পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখাবে। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা যাচাই করার জন্য ২/৩ দিন ধরে নানা রকমের ড্রেস, নতুন ফোন অথবা কোনো সুন্দর জায়গা নিয়ে সার্চ করে দেখুন – এরপর গুগল ক্রোম আপনাকে অনলাইন এই সব বিষয় সম্পর্কেই বিজ্ঞাপন দেখাবে। এবার হয়তো আপনারা একটু হলেও বুঝতে পারছেন যে গুগল আপনার বিষয়ে কতটুকু জানে।

আপনি কোথায় কোথায় যাচ্ছেন

আপনার এন্ড্রয়েড ফোনের লোকেশন অন রেখে আপনারা নিজেরাই গুগলকে এই ইনফরমেশন দিয়ে দিচ্ছেন যে -আপনি কোথায় কোথায় যাচ্ছেন, কতক্ষন থাকছেন এই সব কিছুই গুগল জানতে পেরে যাচ্ছে। রাস্তায় কেমন ট্রাফিক রয়েছে, আপনি যেই জায়গায় যাচ্ছেন সেখানে পৌঁছাতে ঠিক কতটা সময় লাগবে এই সব ইনফরমেশনই গুগল ম্যাপ আমাদের দেখাচ্ছে এবং তার অনেকটাই আমাদের মোবাইল ডিভাইস থেকে নিয়ে আমাদের দিচ্ছে। এখান থেকেই গুগল আপনার রেগুলার জীবন যাপনের পছন্দ – অপছন্দের একটা ধারণা করে ফেলে। আপনার মোবাইলের লোকেশন হিস্ট্রি থেকেই গুগল সব ইনফরমেশন পেয়ে যায়। আপনাদের যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে ফোনে লোকেশন অফ করেই রাখবেন।

আপনার এন্ড্রয়েড ডিভাইসের ফটো গ্যালারি

যেদিন আপনি নতুন এন্ড্রয়েড ফোন কিনেছেন সেদিন থেকে আপনি ফোনে যত গুলো ছবি তুলেছেন সেই সব ছবি গুলো গুগল যত্ন সহকারে Google Photos এ সেভ করে রেখে দিয়েছে। আপনারা Google Photos এ গিয়ে চেক করে দেখে নিতে পারেন। ধরুন আপনি হয়তো আপনার ফোনটি কোনো ভাবে হারিয়ে ফেলেছেন, তারপর আপনি একটি নতুন ফোন কিনেছেন। নতুন ফোন কেনার পর আপনার জিমেল আইডি যদি একই থাকে তাহলে আপনি আপনার হারিয়ে যাওয়া ফোনের সমস্ত ছবি ফেরত পেয়ে যাবেন। তাই আপনারা ফোনে কোনো রকম ব্যাক্তিগত ছবি তুলবেন না। কারণ গুগল চাইলেই আপনার ফটো দেখে নিতে পারে। আপনার ফোনে তোলা আপনার ব্যাক্তিগত ছবি কুক্ষিগত করার জন্য শুধুমাত্র আপনার ইমেল আইডি ও পাসওয়ার্ডই যথেষ্ট। তাই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন।

এক্ষেত্রে আপনি যদি গুগল ড্রাইভে আপনার ছবি আপলোডের অপসন বন্ধ করে রাখেন তাহলে সব থেকে ভালো হয়। এর ফলে গুগল আপনার ছবি অটো আপলোড করা থেকে বিরত থাকবে। এমনকি গুগল যদি চাই আপনার ফোনের ক্যামেরা কিংবা মাইক্রোফোনের নিয়ন্ত্রণও করতে পারে। আপনারা অনেক apps কেই এই পারমিশন দেন ইন্সটল করার সময়। গুগল আপনার বিষয়ে ঠিক কতটুকু জানে ? এই প্রশ্নের উত্তরে ফটো গ্যালারি অংশটা খুবই গুরুত্বপূর্ণ।

আপনার এন্ড্রয়েড ডিভাইসের সর্ট ম্যাসেজ এবং ফোন কল

আপনারা হয়তো জানেন না যে গুগল চাইলেই আপনার ফোনের ম্যাসেজ পড়তে পারবে, আবার আপনার ফোনের কল হিস্ট্রিও দেখতে পারবে। এমনকি আপনার ভয়েস কলও শুনতে পারবে। যেমন ধরুন আপনার এন্ড্রয়েড ডিভাইসের app – গুগল চাইলেই আপনার ডিভাইসে আপনি কোন কি কি app ইন্সটল করেছেন তা জেনে নিতে পারবে। আপনি কোন কোন app কতক্ষন ব্যবহার করছেন , আপনার ফোন থেকে কোন app কি কি তথ্য নিচ্ছে এই সবই জানতে পারবে। অর্থাৎ আপনার অজান্তেই গুগল আপনার সবধরণেরই খবর রাখে। বলা যেতে পারে যে গুগল সবসময়ই আপনাকে চোখে চোখে রাখছে। গুগল নিজের ব্যাবসায়িক সুবিধার জন্য আপনার একটি প্রোফাইল তৈরী করে রেখেছে। গুগল ভয়েস এসিস্টেন্ট তাকে দেওয়া সব ইন্সট্রাকশন যত্ন সহকারে সেভ করে রেখেছে আপনার অজান্তেই। আপনারা যদি চান https://myactivity.google.com/myactivity এই লিংক থেকে কন্ট্রোল করতে পারেন।

আপনার পার্সোনাল ইনফরমেশন

আমরা যখন কোনো জিমেল একাউন্ট খুলি খোলার সাথে সাথেই আমরা আমাদের নাম , মোবাইল নম্বর, জন্ম তারিখ, বাড়ির এড্ড্রেস ইত্যাদি এই সমস্ত তথ্য আমরা গুগলকে দিয়ে থাকি। যদিও আপনাদের কাছে এগুলো সাধারণ বিষয় মনে হবে কিন্তু আপনারা বিশ্বাস করুন আর নাই বা করুন শুধুমাত্র এই সব তথ্য দিয়েই গুগল কোটি কোটি টাকা ইনকাম করছে। যদি আপনাদের কাছেও ৫/৬ লক্ষ এক্টিভ ইমেল এড্রেস এবং ফোন নম্বর থাকে তাহলে আপনিও মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনারা হয়তো ভাবছেন কিভাবে ? ম্যাসেজ / ইমেল / ভয়েস কল করে অর্থাৎ ডিজিটাল মার্কেটিং করে।

পরিশেষে

গুগলের অনেক ছোট ছোট ফিচার বা apps বা Widget রয়েছে যেগুলো আমরা ইউজ করে থাকি সেগুলোও তাদের প্রয়োজন মতো ইনফরমেশন নিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে। কিছু দিন আগে আমি আমার ফোনে একটা নোটিফিকেশন দেখলাম, আমার ফোন আমাকে ইনফর্ম করছে যে কয়েক ঘন্টার পর আমার ফ্লাইট আছে, আমাকে এয়ারপোর্টে যেতে বলছে আর রাস্তায় প্রচুর পরিমানে ট্রাফিক রয়েছে। আপনাদের এই কথাটা শুনে নিশ্চই খুব অবাক লাগছে। আমি যখনই অনলাইনে আমার ফ্লাইটের টিকিট কেটেছি এয়ারলাইন্স থেকে তখনই আমাকে বুকিং কনফরমেশন একটা মেইল দিয়েছিলো। পিডিএফ ফাইল এটাচমেন্ট হিসাবে। সেই এটাচমেন্ট থেকেই গুগল আমার ফ্লাইটের ইনফরমেশন নিয়ে আমাকে জানাচ্ছে। তাহলে ভাবতে পারছেন আপনারা যে গুগল আমাদের ঠিক কতটা নজরে নজরে রাখে।

এছাড়াও গুগল মাঝে মধ্যেই আমাদের জানিয়ে দেয় যে আগামীকাল হয়তো ওয়েদার খারাপ থাকবে আমরা যেন বাইরে বেরোলে ছাতা নিয়ে বেরোয়। গুগল কি করে জানলো যে আমি কালকে কোথাও যাবো ? কারণ সে তো আমাদের প্রত্যেক দিনের এক্টিভিটির খবর রাখছে, ডাটা এনালাইসিস করছে প্রতিনিয়ত। গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক হাই এবং তার এনালিটিক্যাল পাওয়ার অনেক বেশি। রেগুলারই গুগল আমাদের নিয়ে এনালাইসিস করেই যাচ্ছে। আমরা প্রায় সবাই গুগলের মার্কেটিং প্রোডাক্ট।

এই বিষয় সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।

FAQ.

প্রশ্ন : Google আমার সম্পর্কে কী জানে তা আমি কীভাবে খুঁজে পাব ?

উত্তর : Google আপনার সম্পর্কে যা জানে তা দেখার জন্য আপনাকে https://myactivity.google.com/myactivity এই পেজে যেতে হবে।

প্রশ্ন : Google কি সত্যিই আপনাকে ট্র্যাক করে?

উত্তর : হ্যাঁ সত্যিই Google আপনাকে ট্র্যাক করে।

প্রশ্ন : কেনো Google আপনার সব কিছু ট্র্যাক করে ?

উত্তর : Google বলে যে এটি ম্যাপ, সার্চ এবং অন্যান্য Google সার্ভিস গুলিতে “ভালো সুপারিশ এবং আরও ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা প্রদান করার জন্য অ্যাপগুলি থেকে আপনার অবস্থান ট্র্যাক করে ৷

প্রশ্ন : Google কী আপনার লোকেশন হিস্ট্রি সেভ করে রাখে ?

উত্তর : যখন আপনি লোকেশন হিস্ট্রি চালু করেন, তখন Google আপনার অবস্থানের ডেটা এবং স্থানগুলিকে আপনার Google অ্যাকাউন্টে সেভ করে রাখে।

প্রশ্ন : আপনার ফোন বন্ধ থাকলে পুলিশ কি ট্র্যাক করতে পারে ?

উত্তর : আপনার ফোন বন্ধ থাকলে পুলিশ আপনার ফোনটি ট্র্যাক করতে পারবে না।

আপনার জন্য আরো

1.গুগল পাসওয়ার্ড ম্যানেজার কি ? ব্যবহারের নিয়ম ও সুবিধা গুলি জেনে নিন।

2.গুগল ম্যাপ কী ইন্টারনেট ছাড়া ব্যবহার করা সম্ভব ?

3.গুগোল স্ট্রিট ভিউ ব্যবহার করার নিয়ম

4.গুগলে জিমেল আইডি ব্যাবহারে কি কি সতর্কতা অবলম্বন করবেন 

Leave a Comment