এন্ড্রয়েড ফোন থেকে কীভাবে অ্যাপ হাইড করবেন ?|How to hide apps from Android phone in Bengali 2022

অ্যাপ ডিলিট করা বা আনইনস্টল করার পদ্ধতি বেশিরভাগ এন্ড্রয়েড ব্যাবহারকারীদের জানা আছে। যে অ্যাপটি কোনো কাজে লাগে না আমরা সেটা আনইনস্টল করে দিয়ে থাকি। তবে কোনো অ্যাপ হাইড করে রাখতে গেলে কী করতে হবে ? আপনার ফোন যদি আপনার পরিবার অথবা বন্ধুরা ব্যবহার করে থাকে তাহলে আপনার গুরুত্বপূর্ণ এবং ব্যাক্তিগত তথ্য গুলি হাইড করে রাখা প্রয়োজন।

অ্যাপ লক করে অথবা ফাইল হাইড করে রাখার পরও যদি আপনার সুরক্ষিত মনে না হয় তাহলে আপনি নির্দিষ্ট অ্যাপও হাইড করে রাখতে পারবেন। আপনি এই পোস্টটি পড়লে এন্ড্রয়েড ফোনে অ্যাপ হাইড করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

এন্ড্রয়েড ফোনে অ্যাপ হাইড করার উপায় সম্পর্কে জেনে নিন।

কিছু কিছু এন্ড্রয়েড ফোনের সেটিংস থেকে অথবা হোম স্ক্রিন থেকে অ্যাপ হাইড করে রাখার ফিচার বিল্ট-ইন রয়েছে। রিয়েলমি, শাওমি, ওয়ানপ্লাস, হুয়াওয়ে ও স্যামসাং এই সমস্ত এন্ড্রয়েড ফোন গুলিতে অ্যাপ হাইড করা যাবে এই বিল্ট-ইন ফিচার ব্যবহার করে। যদি আপনার এন্ড্রয়েড ফোনে অ্যাপ হাইড করে রাখার কোনো অপশন না থাকে তাহলে আপনি এই একই কাজ কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেও করতে পারবেন যা এই পোষ্টের শেষের দিকে বলা হয়েছে। প্রথমে বিল্ট-ইন ফিচার এর মাধ্যমে বিভিন্ন এন্ড্রয়েড ফোনে অ্যাপ হাইড করার সম্পর্কে জেনে নেওয়া যাক।

রিয়েলমি / অপো

একই পদ্ধতিতে অ্যাপ হাইড করা যাবে রিয়েলমি ও অপো ফোনে। রিয়েলমি ও অপো ফোনে অ্যাপ হাইড করতে “App Lock” নামক ফিচার ব্যবহার করা হয়।

১।  প্রথমে Privacy অপশনটিতে ক্লিক করুন মোবাইলের সেটিংসে গিয়ে।

২।  এরপর  “App Lock” অপশনটিতে ক্লিক করবেন।

৩।  তারপর পাসকোড সেট করুন ফোন লক করার জন্য।

৪।  App Lock ও Hide from home screen অপশন অন করবেন তারপর  যেসব অ্যাপ গুলি হাইড করতে চান সেগুলি সিলেক্ট করুন।

অপো ও রিয়েলমি ফোনের অ্যাপ লক এর মাধ্যমে অ্যাপ হাইড করার জন্য আপনি যেই পাসকোডটি ব্যবহার করেছেন তার আগে এবং পরে হ্যাশ (#) অ্যাড করে ডায়াল করলে হাইড করা অ্যাপ অ্যকসেস হয়ে যাবে।অর্থাৎ যদি আপনি ইউটিউব 1234 পাসকোড দিয়ে লক করেন তাহলে এই লকটি ওপেন করার সময় আপনাকে ফোন অ্যাপে গিয়ে #1234# ডায়াল করতে হবে।

ভিভো

ভিভো ফোনে কীভাবে অ্যাপ হাইড করবেন ?

১।  প্রথমে আপনি ফোনের সেটিংসে গিয়ে Fingerprint, face and password অপশনে যাবেন।

২।  এবার Privacy and app encryption অপশনটি সিলেক্ট করবেন।

৩।  তারপর  Hide অ্যাপ অপশনটিতে ক্লিক করবেন।

৪।  এইবার আপনি যেসব অ্যাপ গুলি হাইড করতে চান সেগুলি লিস্ট থেকে সিলেক্ট করবেন।

৫।  তারপর সব জায়গা থেকে  অ্যাপ  হাইড করার জন্য উক্ত অ্যাপ রিসেন্ট অ্যাপ ইন্টারফেস থেকে মুছে ফেলুন।

এইবার ফোনের স্ক্রিনের ওপর আপনি যদি আঙ্গুল দিয়ে উপরের দিকে সোয়াইপ করেন তাহলে আপনার হিডেন অ্যাপটি দেখতে পারবেন। এক্ষেত্রে পাসওয়ার্ড এর প্রয়োজন হবে।

রেডমি / শাওমি

বিল্ট-ইন অ্যাপ লক ফিচার রয়েছে রেডমি ও শাওমি ফোনে যার সাহায্যে অ্যাপ হাইড করা যায়। রেডমি ফোনে অ্যাপ হাইড করবেন কীভাবে ?

১।  প্রথমে আপনাকে Settings থেকে Apps মেন্যুতে যেতে হবে।

২।  তারপর App লক অপশনে ক্লিক করবেন।

৩।  এইবার পাসকোড দিতে হবে হাইড করা অ্যাপের জন্য।

৪।  তারপর Hidden Apps অপশনটিতে ক্লিক করুন।

৫।  এবার আপনি যেসব অ্যাপ গুলিকে হাইড করবেন সেগুলিকে সিলেক্ট করুন।

৬।  এরপর আপনার নির্দিষ্ট অ্যাপটি হাইড করা যাবে।

এইবার আপনার হাইড করে রাখা অ্যাপটি অ্যাকসেস করার জন্য ফোন স্ক্রিনের উপর আঙ্গুল দিয়ে বিপরীত দিকে সোয়াইপ করতে হবে।

ওয়ানপ্লাস

Hidden Space নামক একটি ফিচার রয়েছে ওয়ানপ্লাস ফোনে যার সাহায্যে অ্যাপ হাইড করে রাখা যায়। বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে পাসওয়ার্ড ও সেট করা যায় এই ফিচারের মাধ্যমে। কীভাবে ওয়ানপ্লাস ফোনে  অ্যাপ হাইড করবেন ?

১।  প্রথমে অ্যাপ ড্রয়ার অপশনটি ওপেন করুন এবং ডানদিকে সোয়াইপ করবেন।

২।  এবার অ্যাপ এড করার জন্য + আইকনে ক্লিক করবেন।

৩। তারপর চেকমার্ক অপশনে ক্লিক করে কনফার্ম করে দিন।

৪।  এরপর আপনি ডান দিকের টপ কর্নারে থাকা থ্রি ডট অপশনে ক্লিক করুন।

৫।  এইবার আপনি সর্বোচ্চ নিরাপত্তার জন্য পাসওয়ার্ড সেট করুন Enable password অপশন ব্যবহার করে।

৬।  আপনি যদি পরবর্তীকালে হাইড করে রাখা অ্যাপ পুনরায় এক্সেস করতে চান তাহলে আগে আপনাকে  মেন্যুতে গিয়ে অ্যাপটি আনহাইড করতে হবে।

স্যামসাং

একই পদ্ধতি অনুসরণ করে প্রায় সব স্যামসাং ফোনেই অ্যাপ হাইড করা যায়। স্যামসাং ফোনে অ্যাপ হাইড করতে গেলে কী করতে হবে ? জেনে নিন

১। প্রথমে আপনাকে অ্যাপ ড্রয়ারে প্রবেশ করতে হবে।

২।  তারপর আপনাকে Home screen settings / Settings ওপেন করতে হবে।

৩।  এরপর Hide apps অপশনটি সিলেক্ট করবেন।

৪।  তারপর যে অ্যাপটি আপনি হাইড করতে চান সেই অ্যাপটি সিলেক্ট করবেন এবং Apply / Done অপশনটিতে ক্লিক করে কনফার্ম করবেন।

এই একই পদ্ধতিতে পরে আপনি হাইড করে রাখা অ্যাপগুলি পুনরায় এক্সেস করতে পারবেন।

হুয়াওয়ে

Private Space নামক একটি প্রাইভেট ফোল্ডার আছে হুয়াওয়ে ফোনে যেখানে ফিংগারপ্রিন্ট এর মাধ্যমে অ্যাপ সহ বিভিন্ন ফাইল ও লক করা যায়। কিন্তু হোমস্ক্রিন থেকে অ্যাপ সরাসরি প্রাইভেট স্পেসে হাইড করা যাবে না। বরং আপনাকে নতুন করে অ্যাপগুলো ডাউনলোড করতে হবে প্রাইভেট স্পেসে ব্যবহার করার জন্য। প্রাইভেট স্পেস ওপেন করতে গেলে কী করতে হবে ? জেনে নিন –

১।  প্রথমত আপনাকে Settings এ গিয়ে  Security & privacy অপশনটি সিলেক্ট করতে হবে।

২।  তারপর আপনাকে Private Space অপশনটিতে গিয়ে সেটাপটি সম্পন্ন করতে হবে।

৩। এইবার প্রাইভেট স্পেসে গিয়ে আপনি সেইসব অ্যাপগুলি ডাউনলোড করুন যেগুলি আপনি হাইড করে ব্যবহার করতে চান।

৪। আবার আপনি যদি পুনরায় অ্যাপগুলি এক্সেস করতে চান তাহলে আপনাকে প্রাইভেট স্পেসে গিয়ে এক্সেস করতে হবে।

থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে কীভাবে অ্যাপ হাইড করবেন ?

থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে সেই সব ফোনেও অ্যাপ হাইড করা যায় যে সমস্ত ফোন গুলিতে অ্যাপ হাইড করার কোনো অপশন থাকে না। আবার বিভিন্ন ধরণের লঞ্চারের মধ্যেও অ্যাপ হাইড করা যায়। অ্যাপেক্স লঞ্চার, নোভা লঞ্চার, ইউ লঞ্চার এই সমস্ত অ্যান্ড্রয়েড লঞ্চার গুলি অ্যাপ হাইড করে রাখার ফিচার প্রদান করে। এছাড়াও বিভিন্ন প্রকার অ্যাপ ব্যবহার করে অ্যাপ ড্রয়ার অথবা অ্যাপ হোমস্ক্রিন থেকে অ্যাপ হাইড করা যেতে পারে। কিছু প্রকার থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেও অ্যাপ হাইড করা যায় যেমন – হাইডইউ, হাইডার, ডায়ালার লক, ইত্যাদি।

উপরের নিয়মগুলো সময়ের সাথে সাথে ফোন কোম্পানির আপডেটের কারণে কিছুটা পরিবর্তন হতে পারে। তবে মেইন প্রসেস গুলি একই রকম থাকবে আশা করা যায়। এই পোস্টটি পড়ার পর আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন।

FAQ.

প্রশ্ন : আপনি কীভাবে আপনার লুকানো অ্যাপ্লিকেশন গুলি খুঁজে পাবেন ?

উত্তর : ১। প্রথমে আপনার হোম স্ক্রিনের নীচে-মাঝে বা নীচে-ডান কোনায় ‘অ্যাপ ড্রয়ার’ আইকনে ট্যাপ করবেন।
২। তারপর মেন্যু আইকনটিতে ক্লিক করবেন।
৩। এরপর মেন্যু থেকে ‘Show hidden applications’ এ ট্যাপ করবেন।
৪। এইবার যদি উপরের অপশন গুলির মধ্যে কোনটিই না
থাকে তাহলে হয়তো আপনার কোনো অ্যাপ হাইড নাও থাকতে পারে।

প্রশ্ন : অ্যাপ ড্রয়ার কী ?

উত্তর : অ্যাপ ড্রয়ার হলো একটি মেন্যু যাতে ডিভাইসে ইনস্টল করা সমস্ত অ্যাপ্লিকেশন রয়েছে। অ্যাপ ড্রয়ারটি হোম স্ক্রীন এর থেকে আলাদা কারণ এতে প্রত্যেকটি ইনস্টল করা অ্যাপ রয়েছে এবং যা কাস্টমাইজ করা যায় না।

প্রশ্ন : থার্ড পার্টি অ্যাপ এর সাহায্যে কী অ্যাপ হাইড করা যায় ?

উত্তর : হ্যাঁ থার্ড পার্টি অ্যাপ এর সাহায্যে অ্যাপ হাইড করা যায়।

প্রশ্ন : হাইড করা অ্যাপস গুলি দেখতে কেমন ?

উত্তর : এটি সাধারণত তিনটি বিন্দু বা একটি গিয়ার আইকনের মতো দেখতে।

প্রশ্ন : রেডমি / শাওমি ফোনে কীভাবে অ্যাপ হাইড করা যায় ?

উত্তর : রেডমি / শাওমি ফোনে বিল্ট-ইন অ্যাপ লক ফিচার রয়েছে যার সাহায্যে অ্যাপ হাইড করা যায়।

আপনার জন্য আরো

1.স্মার্টফোন কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নিন। তাতে আপনিই লাভবান হবেন 

2.IMEI নম্বর কি? মোবাইলের IMEI নম্বর দিয়ে কি কি করা যায়?

3.নিজের ইমেল আইডি ভুলে গেলে তা কীভাবে উদ্ধার করবেন ?

4.চার্জ দেওয়াকালীন কি ফোন ব্যবহার করা উচিত ? তথ্য সহ সঠিক বিষয়টি জেনে নিন

Leave a Comment