Whatsapp : ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তার বিটা ইউজারদের নিরাপত্তার জন্য খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ ওয়েবে আনতে চলেছে ‘স্ক্রিন লক’ ফিচার। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তার বিটা ইউজারদের জন্য খুব তাড়াতাড়ি এই নতুন ফিচারটির জন্য পরীক্ষা নিরীক্ষা শুরু করবে বলে জানা যায়।
whatsapp New Web ফিচার : হোয়াটসঅ্যাপ হল বিশ্বের একটি অন্যতম জনপ্রিয় ইস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপটি তার ইউজারদের সুবিধার জন্য প্রতিনিয়ত কিছুনা কিছু নতুন ফিচার হোয়াটসঅ্যাপে লঞ্চ করে। যে ইউজাররা হোয়াটসঅ্যাপটি তাদের স্মার্টফোনে ব্যবহার করে থাকেন ,তাদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপটি সর্বদায় সুরক্ষিত, কারণ সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য স্ক্রিন লক এর সুবিধা থাকে। তবে এই ফিচারটি হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্শনটিতে নেয়। তাই যদি কখনও ইউজার তার হোয়াটসঅ্যাপ একাউন্টটি তার ডেস্কটপ বা ল্যাপটপে লগ-ইন করে থাকে ,সেক্ষত্রে হোয়াটসঅ্যাপ ইউজাররা তার ডিভাইসটি চালু করে কিছু সময়য়ের জন্য সে তার ডিভাইস থেকে দূরে থাকতে পারে ,এক্ষেত্রে দেখা যেতে পারে যে কেউ চাইলে আপনার হোয়াটসঅ্যাপ একাউন্টটি চেক করতে পারবে। এই সমস্যাটি দূর করার জন্যই হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সানে ‘স্ক্রিন লক’ ফিচারটি শুরু হতে চলেছে। আর এটিও জানা যায় যে , এই ফিচারটি হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে। একথা জানা যায় হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo- র তরফ থেকে। এই সংস্থা জানিয়েছে, হোয়াটসঅ্যাপের বিটা ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সানের এই নতুন ফিচারটির জন্য পরীক্ষা নিরীক্ষা শুরু করবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ বিটা ইউজারদের জন্য ওয়েব ভার্সানের স্ক্রিন লক ফিচারের টেস্টিং শুরু হবে।
এই ফিচারটি চালু হয়ে যাওয়ার পর ইউজাররা যতবার হোয়াটসঅ্যাপ একাউন্টটি তার ডেস্কটপ বা ল্যাপটপে লগ-ইন করবে তার জন্য প্রয়োজন হবে পাসওয়ার্ডের । তবে এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ সংস্থা শুধুমাত্র পাসওয়ার্ডের উপরেই নির্ভর নয়। এই ফিচারটির সাথে বিভিন্ন ধরনের বায়োমেট্রিক সাপোর্টও যোগ হতে পারে। হোয়াটসঅ্যাপের স্ক্রিন লকটি ফিঙ্গারপ্রিন্টের সাহায্যেও হয়তো ইউজাররা ব্যবহার করতে পারবেন। তবে এই পরিষেবা আইফোন বা ম্যাকের ক্ষেত্রে সম্ভব নয়।
হোয়াটসঅ্যাপে চালু হল পোল অপশন
সম্প্রতি হোয়াটসঅ্যাপে চালু হয়েছে পোল অপশন। অর্থাৎ এই অপশনটির সাহায্যে ইউজাররা কোনও বিষয়ে ভোট দেয়ার সুযোগ পাবেন। এই সুবিধা থাকছে অ্যান্ড্রয়েড ও আইফোন এই দুটি ভার্সানে। ব্যক্তিগত চ্যাট হোক বা গ্রুপ চ্যাট যেকোনও অপশনে পোল তৈরি করা যাবে এই পোল অপশন-এর সাহায্যে। তবে আপনার আইফোন বা অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটটিতে হোয়াটসঅ্যাপের লেটেস্ট আপডেটেড ভার্সানটি থাকতে হবে। নাহলে এই সুবিধাটি পাওয়া যাবে না। জানা যায় যে, একটা পোলের জন্য ইউজাররা ১২টি অপশন রাখতে পারবে। যদি আপনি একই অপশন দুবার টাইপ করে ফেলেন তাহলে হোয়াটসঅ্যাপের তরফ থেকে আপনার কাছে একটি সতর্কবার্তা আসবে।
হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপ কম্পানিয়ন মোড
অন্যদিকে হোয়াটসঅ্যাপে আরও চালু হতে চলেছে কম্পানিয়ন মোড। এই ফিচারটি হোয়াটসঅ্যাপের সব ইউজারদের জন্যই খুব তাড়াতাড়ি চালু করা হবে। জানে গিয়েছে যে ,এই ফিচারটি নিয়ে পরীক্ষা নিরীক্ষাও
শুরু হয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে এই কম্পানিয়ন মোড নিয়ে টেস্টিং চলছে বলে জানা গেছে।
আপনার জন্য আরো
1.হোয়াটসঅ্যাপ একাউন্ট কি কি কারণে বন্ধ হতে পারে তা জেনে নিন
2.আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার থেকে কীভাবে বাঁচাবেন
3.হোয়াটসঅ্যাপ এ নম্বর সেভ না করে কল ও ম্যাসেজ করার উপায়
4.Whatsapp নিয়ে এল নতুন ফিচার , যার সাহায্যে কল লিঙ্ক -এ ভিডিও কল করা আরো সহজ হয়ে উঠলো