ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে পাওয়া যাচ্ছে OnePlus Nord N20 SE তারাতারি জেনে নিন ফোনটির দাম কত ?

OnePlus Nord N20 SE ফোনটি চলতি বছর আগস্ট মাসে প্রকাশে এসেছিল বিশ্বের বেশ কয়েকটি দেশে। এখনও পর্যন্ত ভারতে এই স্মার্টফোনটি অনুষ্ঠাকিন ভাবে লঞ্চ হয়নি। কিন্তু দুটি জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্টের সাইটে এই নতুন OnePlus Nord N20 SE স্মার্টফোনটির নাম দেখা গিয়েছে। এই স্মার্টফোনটিতে একটি Media Tech হেলিও G35 প্রসেসর রয়েছে। এছাড়াও ফোনটিতে একটি 6.56 Inch HD+ ডিসপ্লে রয়েছে। এই নতুন স্মার্টফোনটিতে রয়েছে একটি Dual Rear ক্যামেরা সেটআপ। রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। এছাড়াও ফোনটিতে একটি 5000mah এর ব্যাটারি ও 33wt এর SuperVOOC ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে। Oppo A77 4G স্মার্টফোনটি ভারতে প্রায় আগস্ট মাসের শেষের দিকে লঞ্চ হয়েছিল। এই OnePlus Nord N20 SE স্মার্টফোনটি তারই রিব্র্যান্ডেড মডেল হিসেবে মার্কেটে আসতে চলেছে।

OnePlus Nord N20 SE স্মার্টফোনটির স্পেসিফিকেশন :-

  • এই স্মার্টফোনটি পরিচালিত হবে Android 12 বেসড OxygenOS 12-র সাহায্যে।
  • ফোনটির ডিসপ্লের উপরের দিকে থাকবে ওয়াটার ড্রপ স্টাইলের একটি Notch ডিজাইন এবং সেখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
  • 64GB স্টোরেজ রয়েছে এই স্মার্টফোনটিতে। এছাড়াও মাইক্রো SD কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজের পরিমান বাড়ানোও যাবে।

OnePlus Nord N20 SE ফোনটির সম্ভাব্য দাম :-

অ্যামাজন -এ এই ফোনটির 4GB RAM এবং 64GB স্টোরেজ মডেলটির দাম 14,588 টাকা দেখা গিয়েছে। আর অপরদিকে ফ্লিপকার্টে এই ফোনটির দাম রয়েছে 14,799 টাকা। এই স্মার্টফোনটি Oasis Blue রঙের শেডে ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে। আর অ্যামাজন থেকে পাওয়া যাবে Celestial Black রঙে।

আপনার জন্য আরো

1.এক ধাক্কায় 5,000 টাকা কমে গেলো OnePlus 10 Pro 5G ফোনের দামটি

2.Oppo A17k স্মার্টফোনটিতে রয়েছে 500 টাকার ছাড়।

3.অতি কম মূল্যে দুর্দান্ত ব্যাটারির সাথে চলে এলো Realme c33

4.Snapdragon 8 Gen 2 সহ Motorola Moto X40 স্পেসিফিকেশন: এই বছরের শেষে লঞ্চ হতে চলেছে

Leave a Comment