বর্তমানে স্মার্টফোন গরম হয়ে যাওয়া ব্যাপারটা খুবই সাধারণ একটা বিষয়। বেশি পরিমানে গেমস খেলার জন্য ও অ্যাপস ব্যবহারের কারণে ফোন গরম হয়ে যায়। তবে এই স্মার্টফোন গরম হয়ে যাওয়া খুব একটা ভালো বিষয় নয়। এই পোস্টটি থেকে আপনারা জানতে পারবেন কেন স্মার্টফোন বেশি গরম হয়ে যায় এবং স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে গেলে কি কি করা উচিত সেই সব সম্পর্কে।
কেন Smartphone বেশি গরম হয়ে যায় ?
বিভিন্ন ধরণের কারণে ফোন গরম হয়ে যেতে পারে। যেমন ধরুন অনেকক্ষন ধরে ফোন ব্যবহার করা, পাওয়ার-ইনটেনসিভ অ্যাপ ব্যবহার অথবা এরই সাথে অনেক রকমের অ্যাপ ব্যবহার ইত্যাদি এই সব নানা রকম কারণে স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যায়। স্মার্টফোন গরম হয়ে যাওয়ার সাধারণ কিছু কারণ হলো :
ভুল সেটিংস
আপনার ফোনের ব্রাইটনেস সব সময় যদি ফুল করা থাকে বা এনিমেটেড ওয়ালপেপার কিংবা উইজেটস ব্যবহার করেন তাহলে ফোন গরম হয়ে যেতে পারে। ফোনের হার্ডওয়্যার যেহেতু এই সব বাড়তি ফিচারের জন্য বেশি ব্যাবহৃত হয়, তাই ভুল সেটিংস এর কারণে ফোন গরম হয়ে যেতে পারে।
দীর্ঘক্ষণ গেমিং
ফোনের সিপিইউ এবং জিপিউ গেম খেলার সময় সব বেশি থেকে ব্যবহার হয়, তাই অনেকক্ষন ধরে গেম খেলার জন্য ফোন গরম হয়ে যায়।
স্ট্রিমিং
নেটফ্লেক্স, ইউটিউব, হটস্টার, আমাজন প্রাইম ইত্যাদি স্ট্রিমিং প্ল্যাটফর্মে অনলাইন স্ট্রিমিং এর সময় ফোন গরম হতে পারে। যেহেতু অনলাইনে কনটেন্ট স্ট্রিমিং করার সময় ইন্টারনেট ব্যবহার করা হয় এবং ফোনের ভিডিও ও অডিও সহ অনেক রকম ফিচার ব্যবহৃত হয়। এইসব বিভিন্ন কারণে ফোনে কনটেন্ট স্ট্রিমিং করার সময় ফোন গরম হয়ে যেতে পারে।
পরিবেশ
আপনি যদি সূর্যের নীচে অনেকক্ষন ধরে ফোন ব্যবহার করেন তাহলে পরিবেশের উষ্ণতার কারণেও ফোন গরম হয়ে যায়। এছাড়াও সফটওয়্যার সম্পর্কিত কিছু কারণের জন্যও ফোন গরম হয়ে যায়।
সফটওয়্যার আপডেট
ফোন আপডেট করার সময়ও ফোন গরম হয়ে যায়। কিন্তু হ্যাঁ সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফোনের অনেক সমস্যা ঠিক করা যায়, যার ফলে সঠিক সময়ে ফোন আপডেট না করলে ফোন গরম হয়ে যেতে পারে।
আউটডেটেড অ্যাপ
কোনো অ্যাপে যদি বাগ বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে ফোনের প্রসেসর ওভারহিট হওয়ার জন্য ফোন গরম হয়ে যেতে পারে। দীর্ঘদিন ধরে অ্যাপ আপডেট না করলে এই রকমের সমস্যা হতে পারে। স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে গেলে কি কি করা উচিত ফোন খুব বেশি গরম হয়ে গেলে প্রথমে ফোনের বাইরে লাগানো কভারটি খুলে ফেলবেন, এতে আটকে থাকা গরম ভাব বেরিয়ে যাবে। এরপর কিছুক্ষনের জন্য মোবাইল ডাটা, বুলুটুথ,ওয়াই-ফাই ইত্যাদি ব্যাটারি-ড্রেইনিং ফিচার অফ করুন এবং এয়ারপ্লেন মোড অন করে দিন। তারপর আপনার ফোনটি একটি ঠান্ডা জায়গায় রেখে দিন, কিন্তু হ্যাঁ ভুলেও যেন আবার ফ্রিজে ঢুকিয়ে দেবেন না। স্বাভাবিকভাবে ফোন ০ – 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কাজ করে থাকে। এর থেকে বেশি তাপমাত্রার পরিবেশে রাখলে ফোন গরম হয়ে যেতে পারে। ফোন খুব বেশি গরম হয়ে গেলে কোনো ফ্যানের সামনে এটি রাখতে পারেন তারাতারি ফোনের তাপমাত্রা কমানোর জন্য।
এইবার চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোন গরম হলে অথবা ফোন গরম হওয়া থেকে রক্ষা করতে গেলে কি কি করা প্রয়োজন সেই বিষয়ে।
Smartphone ব্যবহার কম করা
আপনার ফোন যদি সব সময় ব্যবহার করে থাকেন, তাহলে তা একটু হলেও কমিয়ে ফেলুন কারণ অতিরিক্ত ফোন ব্যবহার করাই হলো ফোন গরম হওয়ার মূল লক্ষণ। তাই ফোনকে গরম হওয়া থেকে বাঁচাতে গেলে আপনাকে ফোন ব্যাবহার করা কমাতে হবে।
স্টোরেজ খালি করা
বর্তমানে বেশিরভাগ ফোনে স্টোরেজ খালি করার এবং অপ্রয়োজনীয় অ্যাপ ও ফাইল মুছে ফেলার জন্য বিভিন্ন উপায় রয়েছে। ফোনের ইন্টারনাল স্টোরেজ খালি থাকলে এবং অ্যাপ ঠিকঠাক চলার মতো যথেষ্ট পরিমান স্পেস থাকলে ফোন বেশ ভালোভাবেই চলবে এছাড়াও অধিক ব্যাটারি ব্যাকাপ পাওয়া যায়।
ফোন রিস্টার্ট করা
সফটওয়্যার সংক্রান্ত কোনো ছোটোখাটো সমস্যার জন্য ফোন গরম হয়ে গেলে রিস্টার্ট করে ফোন গরম হওয়া থেকে বাঁচানো যেতে পারে।
স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে রাখা
সর্বক্ষণ ফোন স্ক্রিনের ব্রাইটনেস পুরোপুরি বাড়িয়ে না রাখায় ভালো আর সেটার প্রয়োজনও তেমন একটা হয় না। তাই ব্যাটারি এবং নিজের দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য ফোনের ব্রাইটনেস সব সময় কমিয়ে রেখে ফোন ব্যবহার করুন।
অব্যবহৃত অ্যাপ ক্লোজ করা
আপনি যেসব অ্যাপ গুলো ব্যবহার করছেন না সেই অ্যাপ গুলো ব্যাকগ্রাউন্ডে অন না রেখে বন্ধ করে দিলে ফোন গরম হওয়া কিছুটা আটকানো যাবে। সকল স্মার্টফোন ব্যাবহাকারীর ফোন গরম হওয়া থেকে বাঁচানোর জন্য কিছু কাজ প্রতিনিয়ত করা উচিত। ফোন গরম হওয়া থেকে রক্ষা করার জন্য এই সব নিয়ম গুলো মেনে চলুন :
অ্যাপ আপডেট করা
অ্যাপ আপডেটের ফলে যে সমস্ত সমস্যা গুলো অ্যাপে থাকে সেগুলো ঠিক হয়ে যায়। তাই আপনার ফোনে থাকা অ্যাপগুলো রেগুলার মনে করে আপডেট করে নেবেন, এ থেকে আপনি বিভিন্ন ধরণের সমস্যা থেকে মুক্ত থাকবেন। আপনি যখন কোনো অ্যাপ ব্যবহার করছেন তখন যদি আপনার ফোন গরম হয়ে যায় তাহলে আপনি ওই অ্যাপটি একবার আনইন্সটল করে পরীক্ষা করে দেখতে পারেন আসল সমস্যাটা কোথায়।
ফোন সঠিকভাবে চার্জ করুন
যখন আপনি ফোন চার্জে দেবেন তখন আপনার ফোনের যেই অরিজিনাল চার্জার সেটাই ব্যবহার করে ফোন চার্জ দিন। ট্রাস্টেড ব্র্যান্ডেড বা ম্যানুফ্যাকচারার চার্জার ব্যবহার করার চেষ্টা করুন। এছাড়াও ফোন চার্জে দেওয়ার সময় কোনো খোলা জায়গায় চার্জ দিলে ফোন অনেকটা কম গরম হয়। তাই চার্জের সময় কখনই ফোন বালিশের নীচে অথবা অন্য কোনো কিছুর নীচে চাপা দিয়ে রাখবেন না।
সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলুন
চার্জ দেওয়ার ফোন সরাসরি সূর্যের নীচে অথবা জানালার পাশে রেখে চার্জ দেবেন না। যদি সূর্যের আলো সরাসরি ফোনে লাগে তাহলে ফোনের হার্ডওয়্যার গরম হয়ে যেতে পারে এর ফলে ফোনও গরম হয়ে যায়। তাই সূর্যের আলো এড়িয়ে চলাই ভালো।
আপনার ফোন গরম হয়ে গেলে আপনি কি করেন তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান।
FAQ.
প্রশ্ন : দীর্ঘক্ষণ গেমিং এর ফলে কী ফোন গরম হয়ে যায় ?
উত্তর : হ্যা গরম হয়ে যায় কারণ গেম খেলার সময় ফোনের সিপিইউ এবং জিপিইউ বেশি ইউজ করা হয়।
প্রশ্ন : ফোন গরম হওয়া থেকে রক্ষা করতে গেলে কী করতে হবে ?
উত্তর : যতটা পারবেন ফোন কম ইউজ করবেন।
প্রশ্ন : ফোনের স্ক্রিন ব্রাইটনেস বাড়িয়ে রাখলে কী ফোন গরম হয়ে যায় ?
উত্তর : হ্যা গরম হয়ে যায়, তাই অযথা ফোনের ব্রাইটনেস পুরোপুরি বাড়িয়ে রাখবেন না।
প্রশ্ন : ফোনে কোনো রকম সমস্যা হলে কী করবেন ?
উত্তর : ফোনে কোনো রকম সমস্যা হলে আপনারা সফটওয়্যার আপডেট করে নিতে পারেন।
প্রশ্ন : স্বাভাবিকভাবে ফোন কত ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ব্যবহার করা উচিত ?
উত্তর : ফোন সাধারণত ০ – ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যবহার করা উচিত। এর থেকে বেশি তাপমাত্রার পরিবেশে ফোন গরম হয়ে যেতে পারে।
আপনার জন্য আরো
1.হোয়াটসঅ্যাপ এ নম্বর সেভ না করে কল ও ম্যাসেজ করার উপায়
2.IMEI নম্বর কি? মোবাইলের IMEI নম্বর দিয়ে কি কি করা যায়?
3.ফ্রি ওয়াইফাই ব্যবহারের আগে কী কী বিধি নিষেধ মানা উচিত জেনে নিন