ডিজিটাল ওয়ালেট Facebook Pay এর নাম Meta Pay করে দেওয়া হলো, জানুন এবার কি কি পরিবর্তন হবে ?

Facebook Meta Pay

Meta নিজের ডিজিটাল প্লাটফর্ম Facebook Pay এর নাম পরিবর্তন করে Meta Pay করে দিয়েছে, আর Metaverse এর জন্য একটি ডিজিটাল ওয়ালেটও লঞ্চ করা হয়েছে। Metaverse এর মাধ্যমে সহজে পেমেন্ট করার এই রাস্তাটি বানানোর জন্য কোম্পানি একটি বড় পদক্ষেপ নিয়েছে। কোম্পানির সিআইও মার্ক জুকারবার্গ এই বিষয় নিয়ে একটি ঘোষণা করেছেন, তিনি লিখেছেন যে আজ তিনি Facebook Pay এর নাম পরিবর্তন করে Meta Pay করে দিয়েছেন। এতে আপনারা আগের মতোই টাকা ট্রান্সফার করতে পারবেন, শপিং করতে পারবেন। এরই সাথে আপনারা WhatsApp , Facebook , Messenger , Instagram এ যেই fund raising campaign চালানো হয় তার জন্য খুব সহজেই ডোনেশন করতে পারবেন।

এছাড়াও তিনি বলেছেন যে আগের যে সমস্ত সুবিধা গুলো ছিল তারই সাথে নতুন কিছু সুবিধাও যোগ করা হয়েছে। এবার আপনাকে Metavrese এর জন্য একটি ওয়ালেট দেওয়া হবে যা সুরক্ষিত ভাবে আপনার পরিচয়, আপনি যা কিছু কিনবেন তার সমস্ত খোঁজখবর আর আপনি কিভাবে পেমেন্ট করছেন এই সব কিছু গোপনীয় ভাবে রাখবে।

মার্ক জুকারবার্গ কি বলেছেন তা জেনে নিন ?

মার্ক জুকারবার্গ বলেছেন যে ভবিষ্যতে অনেক ধরণের ডিজিটাল জিনিস তৈরী হবে যেগুলো আপনারা নিজেরাই বানাতে এবং কিনতে পারবেন। যেমন ধরুন – ডিজিটাল পোষাক , আর্ট , মিউজিক , ভিডিও আরোও অনেক কিছু। এরজন্য অনারশিপ এর প্রমান জরুরি। এতে Metaverse ওয়ালেট আপনাদের সাহায্য করবে। আপনাকে শুধু Metaverse এ সাইন ইন করার জন্য সক্ষম হতে হবে, তারপর আপনি যে সমস্ত জিনিস গুলো কিনেছেন সেগুলো আপনি একই জায়গায় পেয়ে যাবেন। এই ধরণের Interoperability মানুষের জন্য আরোও ভালো অভিজ্ঞতা আর ক্রিয়েটারদের জন্য বিশাল সুযোগ প্রদান করবে। আপনি যত বেশি জায়গায় আপনার ডিজিটাল জিনিস গুলো ব্যবহার করবেন, ততো বেশি আপনি তাদের মূল্যবান হবেন, যার ফলে ক্রিয়েটারদের জন্য একটি বড় মার্কেট তৈরী করবে। আগেই এই পরিবর্তনের ঘোষণা করেছিলেন এর আগেই মে মাসে কোম্পানি ঘোষণা করেছিল যে Facebook Payও Meta ব্র্যান্ডিং কে গ্রহণ করছে আর খুব শীঘ্রই এর নাম পরিবর্তন করে Meta Pay করা হবে। 2019 সালের নভেম্বর মাসে Facebook নিজের app ইকোসিস্টেম – Facebook , Messenger , Instagram ও Whatsapp জুড়ে কাজ করার জন্য নিজের পেমেন্ট সিস্টেম চালু করেছিল এবং এর নাম দিয়েছিলো Facebook  Pay।

আপনার জন্য আরো

1.আপনিও শিউরে উঠবেন ফেসবুক সম্পর্কে এই আশ্চর্য্য জনক তথ্যগুলি জানলে

2.ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

3.যে কোনো সমস্যার সমাধানে ফেসবুকের সাথে কিভাবে যোগাযোগ করবেন ?

4.আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে কী কী করবেন ?

Leave a Comment