পুরাতন কম্পিউটার বা ল্যাপ্টপ কেনার আগে যা জানা প্রয়োজন|What you need to know before buying an old computer or laptop in Bengali 2022

নতুন কম্পিউটার বা ল্যাপটপ কেনার পাশাপাশি পুরোনো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বা কম্পিউটার কেনা আজকালকার দিনে তেমন অস্বাভাবিক ব্যাপার নয়। এখন সারা বিশ্বে এই পুরোনো কম্পিউটার বা ল্যাপটপের প্রচুর চাহিদা রয়েছে কারণ অপেক্ষাকৃত কম মূল্যে এই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বা কম্পিউটার গুলি পাওয়া যায়। কিন্তু ব্যবহার করা কম্পিউটার বা ল্যাপটপ কেনার আগে আপনাদের কিছু বিষয় সম্পর্কে জেনে নেওয়া দরকার।

এখানে ৭ টি  বিষয় সম্পর্কে আলোচনা করা হলো চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই বিষয়গুলি কি

বিশ্বাস এবং ভরসা যোগ্য আপনার চেনা পরিচিত কোনো ব্যাক্তির কাছ থেকে কিনুন

কোনো কম্পিউটার বিক্রেতা হোক বা সাধারণ কেও হোক না কেন, আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের চেনা পরিচিত কারোর কাছ থেকে পুরোনো কম্পিউটার বা ল্যাপটপ কেনার। এছাড়াও আপনারা যদি কোনো বিশ্বাস যোগ্য প্রতিষ্ঠান থেকে পুরোনো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বা কম্পিউটার কেনেন এবং তাতে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনারা সহজেই তাদের সাথে যোগাযোগ করে কথা বলতে পারবেন। এছাড়াও আপনি যদি কোনো ব্যাক্তির কাছ থেকে ব্যবহার করা কম্পিউটার বা ল্যাপটপ কেনেন তাহলে অবশ্যই আপনি সেই ব্যাক্তির কাছ থেকে জেনে নেবেন যে কোনো রকম সমস্যা হলে আপনি তার সাথে দেখা করতে পারবেন কিনা। আপনাদের পক্ষে কোনো ব্যাক্তির চেয়ে কোনো প্রতিষ্ঠান থেকে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার বা ল্যাপটপ কেনা বেশি সুরক্ষিত হবে।

কারণ কোনো প্রতিষ্ঠান কোনো সময় চাইবে না যে গ্রাহকরা তাদের প্রতিষ্ঠান সম্পর্কে কোনোরকম খারাপ ধারণা করুক। তারজন্য আপনারা যখন কোনো সেকেন্ড হ্যান্ড কম্পিউটার বা ল্যাপটপ কিনবেন চেষ্টা করবেন কোনো প্রতিষ্ঠান থেকে কেনার।

নিজের প্রয়োজন অনুযায়ী কম্পিউটার কিনুন

সব কম্পিউটার একই ধরণের হয় না। একেক রকমের কম্পিউটার একেক রকম কাজের জন্য ডিজাইন করা হয়। আপনারা সাধারনত কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস ইত্যাদি প্রোগ্রামগুলোকে উইজ করে থাকেন। সুতরাং সেক্ষেত্রে আপনাদের অধিক মূল্যের গেমিং ডেক্সটপ কম্পিউটার কাজে আসবে না। আবার ধরুন যে, আপনি কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান তাহলে আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী একটি কম্পিউটার সিলেক্ট করে নিতে হবে। কম্পিউটারটি নতুন হোক বা পুরোনো, কম্পিউটারটি কেনার আগে অবশ্যই ভালো করে যাচাই করে দেখে নেবেন। আর এটাও দেখে নেবেন যে আপনার প্রয়োজন কতটা এবং কোন ডিভাইসটি আপনার সেই প্রয়োজনটি মেটাতে পারবে।

মূল্যের পার্থক্য যাচাই করে নেবেন

আপনারা সবাই এই বিষয়টি নিশ্চই জানেন যে একটি নতুন কম্পিউটারের তুলনায় একটি পুরোনো কম্পিউটার এর মূল্য কম হয়। পুরোনো কম্পিউটারটি কেনার আগে অবশ্যই আপনাকে ইন্টারনেটে গিয়ে সার্চ করে দেখে নিতে হবে যে সেই কম্পিউটারটির আসল মূল্য ঠিক কত আছে। এছাড়াও আপনি যার কাছ থেকে সেকেন্ড হ্যান্ড কপম্পিউটারটি কিনছেন তার কাছ থেকে অবশ্যই জেনে নেবেন যে সে কম্পিউটারটি কথা থেকে কিনেছেন।

ল্যাপটপের ক্ষেত্রে ব্যাটারি লাইফ চেক করে নেবেন

অনেক ব্যাক্তি আছেন যারা তাদের ল্যাপটপের ব্যাটারি ঠিকমতো কাজ না করার কারণে তাদের ল্যাপটপটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই আপনারা যখন কোনো পুরোনো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনবেন,কেনার আগে অবশ্যই ভালো করে যাচাই করে নেবেন যে ল্যাপটপটির ব্যাটারি ঠিকঠাক করছে কিনা। মানুষ নিজের সুবিধার জন্য ল্যাপটপ কিনে থাকে, কারণ ল্যাপটপ সহজেই সব জায়গায় বহন করে নিয়ে যাওয়া যায়। সুতরাং আপনারা যে পুরোনো ল্যাপটপটি কিনবেন, সেটার ব্যাটারি ব্যাকআপ কেমন হবে সেটা অবশ্যই জেনে নেবেন।

কম্পিউটার বা ল্যাপটপটি অন করে দেখে নেবেন

ল্যাপটপ, কম্পিউটার কিংবা অন্য যেকোনো ধরণের ইলেকট্রিক প্রোডাক্ট কেনার আগে অবশ্যই সেটি অন করে দেখে নেবেন। আপনারা যদি কিছু সময় ধরে প্রোডাক্টটি অন করে ভালো করে দেখে যাচাই করে নেন, তাহলে আপনারা বুঝতে পারবেন সেই প্রোডাক্টটির মধ্যে কোনো সমস্যা আছে কিনা।

রিফান্ড করার জন্য বলবেন

যদি আপনি কোনো ব্যাক্তির কাছ থেকে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার বা ল্যাপটপ কিনে থাকেন তাহলে পরবর্তীকালে যদি আপনি মনে করেন যে প্রোডাক্টটি ফেরত দিয়ে আপনি টাকা ফেরত নেবেন সেটা আর হবে না। আর আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে পুরোনো ল্যাপটপ বা কম্পিউটার কিনে থাকেন, তাহলে সেই প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কেনা প্রোডাক্টটি রিপ্লেস অর্থাৎ রিফান্ডের সুবিধা দেবে কিনা সেটা জেনে নিতে পারেন।

অভিজ্ঞ ব্যাক্তিদের সাহায্য নেওয়া

আমাদের চেনা জানার মধ্যে কিছু এমন ব্যাক্তি থাকে যারা তথ্য প্রযুক্তি বিষয় সম্পর্কে জানে। তাই আপনারা যখন কোনো সেকেন্ড হ্যান্ড কম্পিউটার বা ল্যাপটপ কিনবেন, কেনার আগে অবশ্যই তাদের সাথে আলোচনা করে প্রোডাক্টটি কেনার সিদ্ধান্ত নেবেন।

FAQ.

প্রশ্ন : বর্তমানে সব থেকে ভালো ব্র্যান্ডের ল্যাপটপ কোন গুলি ?

উত্তর : বর্তমানে সব থেকে ভালো ব্র্যান্ডের ল্যাপটপ গুলি
হল – Apple, HP, Lenovo, Dell, Asus , Microsoft Surface , MSI , Acer।

প্রশ্ন : ল্যাপটপের জন্য কত পরিমান RAM ভালো ?

উত্তর : ল্যাপটপের জন্য 4GB RAM যথেষ্ট হওয়া উচিত।
কিন্তু আপনি যদি চান যে আপনার PC গেমিং, গ্রাফিক ডিজাইন এবং প্রোগ্রামিংয়ের মতো আরও বেশি চাহিদাপূর্ণ কাজগুলি একবারে সম্পন্ন করতে পারে, তাহলে আপনার ল্যাপটপের RAM কমপক্ষে 8GB থাকা উচিত।

প্রশ্ন : একটি ল্যাপটপ সাধারণত কত দিন ইউজ করা যায় ?

উত্তর : সাধারণত 3 – 5 বছর পর্যন্ত ইউজ করা যায়।

প্রশ্ন : Dell আর HP কম্পিউটার এর মধ্যে কোনটা বেটার ?

উত্তর : সাধারণত Dell কম্পিউটার HP এর থেকে ভালো।

আপনার জন্য আরো

1.আপনার ল্যাপটপ বা কম্পিউটার ভাইরাস আক্রান্ত কিনা কিভাবে জানবেন ?

2.উইন্ডোস কম্পিউটারের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই সেটিংগুলো চালু করুন

3.গেমিং কম্পিউটার কেনার সময় যা খেয়াল রাখতে হবে

4.কিভাবে কম্পিউটারে সফটওয়্যার ছাড়াই ফাইল ও ফোল্ডার হাইড করবেন ?

Leave a Comment