How to hide files and folders on computer without software in Bengali 2022|কিভাবে কম্পিউটারে সফটওয়্যার ছাড়াই ফাইল ও ফোল্ডার হাইড করবেন ?

আমরা আমাদের ফোন, ল্যাপটপ বা কম্পিউটারের প্রাইভেসির জন্য কত কিছুই করে থাকি। আমাদের ফোন, কম্পিউটার বা ল্যাপটপে আমাদের অনেক প্রয়োজনীয় ব্যাক্তিগত তথ্য থাকে যেমন ধরুন কোনো ম্যাসেজ, ফটো, ভিডিও, অডিও এই সমস্ত কিছু। আর আমরা কখনই চাইবো না যে আমাদের এই সমস্ত ব্যাক্তিগত তথ্য গুলো অন্য কেউ দেখে ফেলুক। এইজন্য আমরা আমাদের সব তথ্য ফোনের Memory Card-এ থাকা ফাইল, ফোল্ডার, ভিডিও ও অডিও হাইড করে রাখার জন্য নানা ধরণের apps লকার ইউজ করে থাকি। আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু প্রায় ৭০% apps লকার কোনো পাসওয়ার্ড ছাড়াই ওপেন করা যায়। এতে কি হবে ? এর ফলে আপনার ব্যাক্তিগত তথ্য সহজেই দেখা যাবে।

কম্পিউটারে ও ল্যাপটপে কি ফাইল ও ফোল্ডার হাইড করা যায়?

কেনো করা যাবে না, নিশ্চই করা যাবে। আমি আমার সমস্ত গুরুত্বপূর্ন তথ্য নিজের কম্পিউটারে সেভ করে রেখেছি। অন্য কেউ বুঝতেও পারবে না যে কোথায় কি রয়েছে। এটাই সব থেকে ভালো উপায় কারণ আমি যদি পিসিতে কোনো রকম লকার সফটওয়্যার ইউজ করি এবং এর মধ্যে যদি কোনো কিছু হাইড করি, তাহলে সবার মনে প্রশ্ন হতে পারে যে কেনো আমি লকার app ইউজ করি। কিন্তু আমি যদি কোনো লকার app না ইউজ করি তাহলে কারোর মনে কোনো প্রশ্নই আসবে না।

ফাইল ও ফোল্ডার হাইড করার জন্য কি কোনো সফটওয়্যার লাগবে?

এক কোথায় বলা যেতে পারে না। এই পোস্টটি থেকে আপনারা জানতে পারবেন যে কোনো সফটওয়্যার ছাড়াই ফাইল ও ফোল্ডার কিভাবে হাইড করা যায়। এক্ষেত্রে আপনার পিসি অথবা ল্যাপটপের প্রয়োজন হবে।

  • প্রথমে আপনি যেই ফাইল ও ফোল্ডার গুলো হাইড করতে চান সেগুলোকে সিলেক্ট করে নেবেন। তারপর আমি এখানে কিছু ফোল্ডার সিলেক্ট করেছি আর এই ফোল্ডারের মধ্যে রয়েছে কিছু ভিডিও।
  • এরপর আপনি উপরের রিবন থেকে View এ ক্লিক করবেন। তারপর ডান দিকে থাকা “Hide Selected Items” এ ট্যাব করবেন।
  • তারপর নতুন ডায়লগ বক্স ওপেন হবে। এবার এখানে আপনি “ Apply changes to the selected items, subfolders or files” সিলেক্ট করে Ok তে ট্যাব করবেন।
  • এবার আপনি খেয়াল করে দেখবেন যে ফোল্ডারের আইকন এবং এর ভিতরে থাকা সমস্ত ফাইল গুলো ঝাপসা হয়ে গেছে। তারপর আবার আপনি View তে ক্লিক করে “Hidden Items” এ টিক মার্ক দেওয়া থাকলে সেটা তুলে দেবেন। তারপর দেখবেন যে সমস্ত ফাইল ও ফোল্ডার হাইড হয়ে গেছে।

হাইড তো না হয় করা গেলো কিন্তু এবার শো করবো কিভাবে ?

কোনো ব্যাপার নয় একদমই সহজ। আপনার ফাইল ও ফোল্ডার শো করানোর জন্য “View” তে ক্লিক করে “Hidden Items” এ টিক মার্ক টা তুলে দেবেন আর ঝাপসা অবস্থাকে ঠিক করার জন্য ফোল্ডার সিলেক্ট করে  “Hide Selected Items” এ ট্যাব করবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কম্পিউটারে যেকোনো ফাইল ও ফোল্ডার হাইড করতে হয়। এই বিষয়ে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানবেন।

FAQ.

প্রশ্ন : সহজ কথাই কম্পিউটার কী ?

উত্তর : কম্পিউটার হল একটি ইলেক্ট্রনিক ডিভাইস যা তথ্য এবং ডাটা ম্যানিপুলেট করে। এতে ডেটা সংরক্ষণ, পুনরুদ্ধার এবং প্রক্রিয়া করার ক্ষমতা রয়েছে।

প্রশ্ন : প্রধান ৪ টি কম্পিউটার কী কী ?

উত্তর : ১। সুপারকম্পিউটার, ২। মেইনফ্রেম কম্পিউটার,
৩। মিনিকম্পিউটার, ৪। পার্সোনাল কম্পিউটার।

প্রশ্ন : RAM এবং ROM ফুলফর্ম কী ?

উত্তর : RAM এর ফুলফর্ম হল – Random Access Memory এবং ROM এর ফুলফর্ম হল – Read Only Memory।

প্রশ্ন : RAM কেনো ব্যবহার করা হয় ?

উত্তর : সহজে অ্যাক্সেসের জন্য কম্পিউটারের ডেটা রাখার জন্য এটি একটি স্বল্পমেয়াদী মেমরি হিসাবে ব্যবহৃত হয়।

প্রশ্ন : ROM এর সাইজ কী ?

উত্তর : একটি ROM চিপ অনেক MB ডেটা সঞ্চয় করে, সাধারণত প্রতি চিপে 4 থেকে 8 MB। যেখানে একটি RAM চিপ প্রতি চিপে 1 থেকে 256 GB পর্যন্ত একাধিক GB ডেটা সঞ্চয় করতে পারে।

আপনার জন্য আরো

1.কম্পিউটারের লগইন পাসওয়ার্ড ভুলে গেছেন জানুন লক খোলার উপায়

2.মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা

3.উইন্ডোস কম্পিউটারের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই সেটিংগুলো চালু করুন

4.কম্পিউটারের গতি বাড়ানোর 10 টি সুপার হট টিপস

Leave a Comment