মানি ম্যানেজমেন্ট এর সেরা অ্যাপ্লিকেশন।INDmoney Review in Bengali 2022

INDmoney একটি ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি আপনার সমস্ত ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি সাহায্যে আপনি খুব সহজেই US Stock এ নিবেশ করতে পারবেন। এই অ্যাপটির সাহায্যে আপনি ইউএসএর fractional শেয়ার কিনতে পারবেন।

উদাহরণ হিসেবে বলা যায় একটি ফেসবুক শেয়ার এর বর্তমান দাম 194.25 ডলার (ভারতীয় মুদ্রায় ১৫,০৯০.৬০টাকা)। সেক্ষেত্রে আপনি যদি একটি শেয়ার কিনতে যান আপনার 15000 টাকা লাগবে কিন্তু যেহেতু আপনি এখানে ফ্রাকশনাল শেয়ার কিনতে পারবেন সেই জন্য আপনি 15000 টাকার কমেও ফেসবুক শেয়ার কিনতে পারবেন। এবং আপনার পোর্টফোলিও কে ডাইভারসিফাই করতে পারবেন একাধিক শেয়ারে নিবেশ করে। যা আপনার রিস্ক কিছুটা হলেও কমিয়ে দেবে।

 US স্টক ইনভেস্টমেন্ট ছাড়াও আপনি IND money  অ্যাপ্লিকেশন আপনার সমস্ত ইনভেস্টমেন্ট(নিবেশ) ও এক্সপেন্স (খরচা) ট্র্যাক করতে পারবেন। US স্টক ছাড়াও ইন্ডিয়ান স্টক, IPO, ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড, ফিক্সড ডিপোজিট এবং বিভিন্ন প্রকার bondএ আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন।

INDmoney অ্যাপ কি?

Table of Contents

এটি একটি সুপার মানি অ্যাপ । আশিষ কশ্যপ হলেন INDmoney অ্যাপের ফাউন্ডার এবং CEO। এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইউএস মার্কেটে নিবেশ করবার সুযোগ দেয় একই সঙ্গে আপনার যাবতীয় ইনভেস্টমেন্ট এবং খরচা ট্র্যাক করতে সহায়তা করে। তাছাড়া এই অ্যাপ্লিকেশনটি আপনাকে জীবনে গোল্ সেট করতে সাহায্য করে।INDmoney অ্যাপ ব্যবহার করা সম্পূর্ণ সুরক্ষিত কারণ এটি SEBI দ্বারা রেজিস্টার।

প্ল্যাটফর্ম – অ্যান্ড্রয়েড,ISO

অ্যাপ সাইজ – 26mb

ডাউনলোড – 10L+

রেটিং– 4.4*

INDmoney অ্যাপে একাউন্ট কিভাবে তৈরি করবেন?

  • প্রথমে প্লে-স্টোর থেকে INDmoney অ্যাপটি ডাউনলোড করুন এবং ইন্সটল করুন।
  • ইনস্টল হওয়ার পর অ্যাপে দু’তিনটে ফিচারস আপনার সামনে দেখাবে সে গুলোকে স্কিপ করে Get Started অপশনটিতে ক্লিক করুন।
  • তারপর দেখুন আপনার ফোন নাম্বার এন্টার করার একটি জায়গা আসবে সেখানে আপনার ফোন নাম্বারটি দিন।
  • এরপর আপনার মোবাইলে একটি OTP আসবে সেই OTP দিয়ে ভেরিফাই করুন।
  • তারপর আপনার নাম, ইমেইল আইডি এবং আপনার সমস্ত ডিটেইলস এক এক করে দিয়ে পূরণ করতে হবে।
  • এরপর রেফারেল কোড( BIN12LT8APL -এই কোডটি দিতে পারেন) চাইবে সেটা ওখানে দিয়ে দেবেন এবং ক্রিয়েট একাউন্ট অপশনটিতে ক্লিক করবেন।
  • এইভাবে খুব সহজেই আপনি INDmoney তে একাউন্ট খুলতে পারবেন।

INDmoney অ্যাপে KYC কিভাবে করবেন?

  • প্রথমে আপনার আধার কার্ড এবং প্যান কার্ড সঙ্গে রাখুন। কারন আপনার KYC করতে এই দুটো প্রয়োজন হবে।
  • অ্যাপ টি ওপেন করুন এবং ভেরিফাই ইওর প্রোফাইল অপশনটিতে ক্লিক করুন।
  • তারপর আপনার প্যান কার্ডের ডিটেলস চাইলে সেটা দেবেন। তারপর আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে। তারপর আপনার আধার কার্ড আপলোড করতে হবে এড্রেস ভেরিফাই করার জন্য।
  • এরপর Sign on screen অপশনটিতে ক্লিক করুন।
  • একটা সেলফি তুলতে হবে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর ভিডিও করার জন্য পারমিশন চাইবে সেটা এলাও করে দিন তারপর ডিসপ্লে তে যে নাম্বার গুলো দেখাবে সেই নাম্বার গুলো আপনাকে বলতে হবে এবং রেকর্ড করতে হবে।
  • তারপর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড দিতে হবে এবং ভেরিফাই ইওর KYC ডিটেলস এর উপর ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে e-sign করে  সাবমিট করতে হবে। পরবর্তী 48 ঘন্টার মধ্যে আপনার প্রোফাইল ভেরিফাই হয়ে যাবে।

INDmoney অ্যাপ কী সুরক্ষিত?

INDmoney অ্যাপ এবং ওয়েবসাইট বিশপফক্স(Bishopfox) এর সিকিউরিটি ব্যবহার করে। বিশপফক্স একটি নামী কোম্পানি যা বিভিন্ন কোম্পানিকে সুরক্ষা প্রদান করে থাকে। বিশ্বের বড় বড় কোম্পানি যেমন আমাজন, গুগোল, কয়েনবেস এই সমস্ত প্ল্যাটফর্ম গুলিকে সুরক্ষা প্রদান করে থাকে Bishopfox।

এছাড়াও এটি SEBI দ্বারা রেজিস্টার করা। তাই এটি সুরক্ষিত আপনার ব্যাংক একাউন্ট, ক্রেডিট কার্ড এবং অন্যান্য পার্সোনাল ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে।

INDmoney অ্যাপের বৈশিষ্ট্য এবং সুবিধা

১.INDmoney অ্যাপের মাধ্যমে US স্টকে নিবেশ

আপনি অ্যাপেল,টেসলা,ফেসবুক, গুগল এর মত আমেরিকান স্টকে মাত্র 1 ডলার দিয়ে আপনার ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। এবং এর  ইন্টারফেস খুবই সহজ সরল সকলের ব্যবহারযোগ্য।

আপনি খুব সহজেই আপনার টাকা প্রথমে IND-SBM সেভিং একাউন্টে জমা করে সেখান থেকে আপনার US স্টক একাউন্টে ট্রান্সফার করতে পারবেন কোনরকম এক্সট্রা চার্জ ছাড়াই।

এছাড়া আপনি UPI এর সাহায্যে আপনার ট্রেডিং একাউন্টে টাকা ডিপোজিট করতে পারবেন।

US Stock একাউন্ট একটি জিরো ব্যালেন্স এর অ্যাকাউন্ট তাই একাউন্ট ব্যালেন্স ম্যানেজ করার আপনার কোন প্রয়োজন নেই।

এছাড়া INDmoney অ্যাপ ব্যবহার করে আপনি যত ইনভেস্টমেন্ট করবেন তার উপর কোন brokerage  চার্জ দিতে হবে না।

এখানে কোনো রকম লুকোনো চার্জ নেওয়া হয় না টাকা ডিপোজিট করতে। যেখানে অন্যান্য এক্সচেঞ্জ বা অ্যাপ ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ট্রানজেকশন চার্জ নিয়ে থাকে।INDmoney সেখানে খুব অল্প পরিমাণ ট্রানজেকশন চার্জ নেয়। তবে GST চার্জ দিতে হয়।

INDmoney অ্যাপ থেকে যখন আপনি টাকা তুলবেন সেই চার্জ আগের তুলনায় অনেক কমিয়ে দিয়েছে। আগে এই চার্জ ছিল কুড়ি ডলার যা বর্তমানে 5 ডলারে দাঁড়িয়েছে ।তাও আপনি যদি 2 হাজার ডলারের কম উইথড্র করেন সেক্ষেত্রে এই চার্জ নেওয়া হবে কিন্তু আপনি যদি 2 হাজার ডলারের বেশি টাকা একসঙ্গে তোলেন তাহলে কোনরকম চার্জ নেয়া হবে না।

এছাড়া এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি US IPO এবং US ETF এ ইনভেসমেন্ট করতে পারেন।

২.INDmoney সুপার সেভার ২-in-১ একাউন্ট

INDmoney SBM (State Bank of Mauritius)

ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে অ্যাপ ব্যবহারকারীদের একটি সুপার সেভিং অ্যাকাউন্ট খুলে দেয়। যা ব্যবহারকারীদের বিভিন্ন সুবিধা দিয়ে থাকে যেমন-

  • জিরো ব্যালেন্সের সেভিং একাউন্ট
  • জিরো ফরেক্স কনভার্শন চার্জ
  • ফিক্স ডিপোজিটে হাই ইন্টারেস্ট রেট
  • ওয়েলথ মানেজমেন্ট একাউন্ট আপনাকে US Stock trading একাউন্ট এর সুবিধা দেয়।

SBM ব্যাংক RBI দ্বারা রেগুলেটেড সেই জন্য এই ব্যাংকের সুরক্ষা নিয়ে আপনাদের চিন্তা করার কোন প্রয়োজন নেই ।

৩. ভারতীয় স্টক মার্কেট বিশ্লেষণ

INDmoney আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনাকে ইন্ডিয়ান স্টকের অ্যানালিসিস করে তার বিভিন্ন খবর ও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে থাকে। ইন্ডিয়ান স্টক এর যাবতীয় গুরুত্বপূর্ন তথ্য গুলি পাওয়ার জন্য আপনাকে আপনার Zeeodha or Groww একাউন্টটিকে INDmoney সঙ্গে যুক্ত করতে হবে।

আপনি যে যে ইন্ডিয়ান স্টকে নিবেশ করেছেন সেই সমস্ত স্টক গুলি একটি আলাদা সেকশনে  দেখাবে । এছাড়া আপনি স্টক গুলিকে সেক্টর ও পারফর্মেন্স অনুযায়ী আলাদা আলাদা ফিল্টার করতে পারবেন।

এছাড়া আপনি INDmoney অ্যাপ্লিকেশন থেকে কোন স্টকের PE Ratio,Profit,EPS, ভ্যালুয়েশন অ্যানালিসিস, স্টক মোমেন্টাম, ROE ইত্যাদি চেক করতে পারবেন।

এছাড়া এই অ্যাপ্লিকেশনে একটি ইনবিল্ট এ আই বেস Robo অ্যাডভাইজারি সিস্টেম রয়েছে যা আপনাকে স্টক কিনতে এবং বিক্রি করতে সহায়তা করে যাতে আপনার লস কম হয়।

তাছাড়াও আপনি ইন্ডিয়ান আইপিওতে INDmoney থেকে এপ্লাই করতে পারেন।

৪. মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট

এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি বিভিন্ন প্রকার মিউচুয়াল ফান্ডে সরাসরি বিনিয়োগ করতে পারবেন কোনো রকম কমিশন ছাড়াই। এখানে বিভিন্ন প্রকার ক্যাটাগরি রয়েছে তার মধ্যে থেকে আপনার পছন্দমত যে কোন ক্যাটাগরিতে আপনি নিবেশ শুরু করতে পারেন। যেমন –

  • ইনডেক্স ফান্ড
  • লার্জ ক্যাপ ফান্ড
  • মিডক্যাপ ফান্ড
  • স্মল ক্যাপ ফান্ড
  • গভারমেন্ট সেক্টর ফান্ড
  • ট্যাক্স সেভিংস ফান্ড
  • কর্পোরেট বন্ড ফান্ড

এছাড়াও আপনি মিউচুয়াল ফান্ডের একটি বাস্কেট তৈরি করতে পারেন আপনার ওয়েলথ ক্রিয়েশন এর জন্য। আপনি আপনার গোল অনুযায়ী এবং রিস্ক অনুযায়ী আপনার ইনভেস্টমেন্ট করতে পারেন।

আপনি যখন কোন মিউচুয়াল ফান্ড সিলেক্ট করেন তা থেকে কতটা রিটার্ন আসতে পারে তার একটা আনুমানিক ধারণা INDmoney আমদের দেয়।

৫. ক্রেডিট কার্ড ট্রাকিং

INDmoney আপনার ক্রেডিট কার্ড এর খরচ ট্রাক করে এবং আপনাকে বিল পেমেন্ট এর জন্য সঠিক সময়ে মনে করিয়ে দেয়। CRED অ্যাপ্লিকেশনে আপনারা যেমন দেখতে পান ডিউ ডেট এবং কত পেমেন্ট করতে হবে সেই সব INDmoney করে থাকে।

৬. ক্রিপ্টো ইনভেস্টমেন্ট ট্রাকিং

আপনি আপনার পছন্দের ক্রিপ্টোকারেন্সি এই অ্যাপ্লিকেশনের সাহায্যে ট্র্যাক করতে পারবেন।

আপনি যেকোন অ্যাপ্লিকেশন ব্যবহার করেই বিটকয়েন,ইথেরিয়াম কিনুন না কোনো এই অ্যাপ্লিকেশন থেকে সমস্ত ক্রিপ্টোকারেন্সি ট্র্যাক করা যাবে।

৭.INDmoney প্রিমিয়াম পরিষেবা

আপনি যদি আরো সহায়তা চান এবং INDmoney  প্রিমিয়াম পরিষেবা নিতে চান তারও ব্যবস্থা এখানে রয়েছে। এখানে বিভিন্ন এক্সপার্ট রয়েছে যারা আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের এবং আপনার টাকাপয়সা ম্যানেজমেন্ট, টেক্স প্ল্যানিং এছাড়াও লাইফ ও হেলথ ইন্সুরেন্স করতে সহায়তা করে।

এছাড়াও আপনার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর জন্য আলাদা ড্যাশবোর্ড দেয় যার সাহায্যে আপনি আপনার ফ্যামিলির ইনভেসমেন্ট ও এক্সপেন্স ট্র্যাক করতে পারবেন।

এই অ্যাপ্লিকেশনের প্রিমিয়াম প্ল্যান 399/মাস থেকে শুরু হয় এবং সর্বোচ্চ 5999/মাস পর্যন্ত যায়। আপনার মাসিক প্ল্যান কত হবে তা নির্ভর করে আপনার পোর্টফোলিও সাইজের উপর।

আপনার ইনভেস্ট এর অ্যামাউন্ট যদি 50 লাখের কম হয় তাহলে আপনি ” IND GOLD” প্ল্যানন্টি সাবস্ক্রাইব করতে পারেন। যার জন্য প্রতিমাসে আপনাকে ৩৯৯ টাকা দিতে হবে।

তাদের প্রিমিয়াম সার্ভিস কেমন সেই বিষয়ে ডিটেলস বলতে পারছিনা কারণ আমি কোনদিনও তাদের প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করিনি। তবে তাদের যে ফ্রি সার্ভিস রয়েছে তা যথেষ্ট ভালো।

INDmoney Mini Save

INDmoney একটি নতুন অপশন এড করা হয়েছে সাহায্যে আপনি আপনার অতিরিক্ত কিছু টাকা সঞ্চয় করে সেগুলিকে ইনভেস্ট করতে পারবেন। এই অপশনটি মিনি সেভ নামে পরিচিত এই অপশনটি আপনি চালু করলে আপনি যখনই নিকটবর্তী স্টোরে পেমেন্ট করবেন অথবা কোন খাবার অর্ডার করবেন অথবা অনলাইন ফ্লাইট বুকিং করবেন সেই সময় আপনার বিল অ্যামাউন্ট যদি 152 টাকা হয় তাহলে 155 টাকা রাউন্ড ফিগার করে কাটবে অর্থাৎ অতিরিক্ত তিন টাকা সঞ্চয় হবে এইভাবে আপনার যখন ১০০০ টাকা হবে তখন সেটি আপনার সেট করা নির্দিষ্ট স্টকে অটোমেটিক বিনিয়োগ হয়ে যাবে।

INDmoney অ্যাপের সুবিধা

  • এটি একটি ওয়ান স্টপ সলিউশন যার সাহায্যে আপনি আপনার সমস্ত ইনভেসমেন্ট, এক্সস্পেন্স অর্থাৎ খরচা, আপনার ক্রেডিট কার্ড এবং আপনার যাবতীয় ইন্সুরেন্স সমস্ত কিছু ট্র্যাক করতে পারবেন।
  • এই অ্যাপটির সাহায্যে আপনি লোন নিতে পারবেন।
  • ব্যাংক একাউন্ট খুলতে পারবেন জিরো ব্যালেন্সে।
  • কোনরকম কমিশন ছাড়াই US স্টকে ইনভেস্টমেন্ট করতে পারবেন।
  • ফিক্স ডিপোজিটে হাই ইন্টারেস্ট পাবেন।
  • খুব কম চার্জে US অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করতে পারবেন।
  • সুরক্ষিত একটি প্লাটফর্ম

INDmoney অ্যাপের অসুবিধা

  • প্রিমিয়াম পরিষেবা আরও উন্নত করার প্রয়োজন।
  • কাস্টমার পরিষেবা আরও উন্নত করার প্রয়োজন।
  • ইনহাউজ কোন চ্যাটিং প্লাটফর্ম নেই।

উপসংহার

এটি একটি অল ইন ওয়ান সুপার মানি অ্যাপ্লিকেশন।যার সাহায্যে আপনি আপনার সমস্ত ইনভেসমেন্ট আপনার সমস্ত খরচা এক জায়গাতেই ট্র্যাক করতে পারবেন।

আপনি যদি US স্টক ইনভেস্টমেন্ট করতে চান সে ক্ষেত্রে এটি একটি খুবই ভালো প্ল্যাটফর্ম কারণ এখানে কোন রকম কমিশন নেয়া হয় না এবং টাকা তোলার যে চার্জ নেওয়া হয় তাও খুবই কম।

এছাড়া আপনি যদি 2000 ডলারের বেশি টাকা একসঙ্গে তোলেন সে ক্ষেত্রে কোনরকম চার্জ নেয়া হয় না।

এছাড়া তাদের REWARD এর যে পরিসেবা রয়েছে তাও যথেষ্ট ভালো।

তাদের প্রিমিয়াম পরিষেবা কতটা ভালো সেটা আমার জানা নেই তবে তাদের কাস্টমার পরিষেবা আরও উন্নত করার চেষ্টা করা উচিত। সময়ের সঙ্গে সঙ্গে তারা তাদের পরিষেবা যথেষ্ট উন্নত করেছে এবং ভবিষ্যতে আরও উন্নত করে বলে আমার ধারণা।

FAQ.

প্রশ্ন:INDmoney সঙ্গে যোগাযোগ কিভাবে করবেন?

উত্তর: [email protected] or [email protected] জিমেইল একাউন্টের সাহায্যে করতে পারেন।

প্রশ্ন:US স্টক একাউন্টে টাকা ডিপোজিট করার জন্য কতদিনের ব্যাংকের স্টেটমেন্ট প্রয়োজন?

উত্তর: ১ বছর।

প্রশ্ন:ব্যাংকের স্টেটমেন্ট ছাড়া কি অন্য ডকুমেন্ট সাবমিট করে টাকা ডিপোজিট করা যাবে?

উত্তর: হ্যাঁ,আপনাকে এক বছরের ITR ফাইল সাবমিট করতে হবে।

প্রশ্ন:INDmoney অ্যাপ থেকে টাকা উইড্রো করতে কত চার্জ দিতে হয়?

উত্তর: 5 ডলার দিতে হয় যদি আপনার উইথড্র অ্যামাউন্ট 2000 ডলারের কম হয়।

প্রশ্ন:INDmoney কি ভারতীয় অ্যাপ?

উত্তর: হ্যাঁ,এটি একটি ভারতীয় স্টার্টআপ।

আপনার জন্য আরো

1.Crypto Exchange CoinDCX Review in Bengali

2.আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে কী কী করবেন ?

3.কম্পিউটারের গতি বাড়ানোর 16 টি সুপার হট টিপস

4.ফ্রি ওয়াইফাই ব্যবহারের আগে কী কী বিধি নিষেধ মানা উচিত জেনে নিন

Leave a Comment