PhonePe, GPay, Paytm – এ প্রতারকরা প্রতারণার জাল বিছিয়ে রেখেছে, সুরক্ষিত থাকার জন্য Bank এর এই পরামর্শ গুলি মেনে চলুন।|Fraudsters have spread fraud on PhonePe, GPay, Paytm, follow the bank’s advice to stay safe in Bengali 2022

আপনারা ঠিক কিভাবে app ব্যবহার করলে নিরাপদ থাকবেন তা জানানো হয়েছে Bank এর তরফ থেকে। খুবই সাধারণ কিছু পদ্ধতি অনুসরণ করলে আপনারা নিরাপদে থাকতে পারবেন। দিন প্রতিদিন Digital  Payments এর সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে।

বর্তমানে প্রায় বেশিরভাগ মানুষই Digital Payments উপর নির্ভরশীল হয়ে গেছে। দিন দিন অনলাইন ট্রানজেক্শন এর পরিমান বেড়ে যাওয়ার ফলে প্রতারকরাও এখন নানা ধরণের UPI Payment app এর সাহায্যে প্রতারণার ফাঁদ পাতছে। তাই আপনাদের সতর্কতা অবলম্বন করা উচিত। একটু এদিক ওদিক হলেই আপনার হাজার হাজার টাকা মার চলে যেতে পারে। তাই এই বিষয়ে একটু সচেতন থাকবেন। এইসব প্রতারকদের থেকে সুরক্ষিত থাকার জন্য আপনাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনাদের যেসকল বিষয়ে সাবধান থাকতে হবে সেবিষয়ে অনেক পরামর্শ দিয়েছে State Bank of India।

চলুন তাহলে সেই পরামর্শ গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। 

কোন কোন app এ প্রতারণার অভিযোগ বেশি ?

নির্দিষ্ট ভাবে এমন কোনো তথ্য নেই। তবে মার্কেটে যে সমস্ত app রয়েছে প্রায় সব app এই প্রতারকরা রয়েছে। আপনারা যদি একটু অসাবধান হন তাহলেই আপনার অ্যাকাউন্ট থেকে মুহূর্তের মধ্যেই টাকা হাতিয়ে নেবে তারা। তাই আপনারা অবশ্যই সচেতন থাকবেন। তা নাহলে যদি একবার আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যায় তাহলে তা ফিরে পাওয়া মুশকিল হয়ে যাবে। আবার হয় তো আপনি টাকা ফেরত নাও পেতে পারেন।

কোন app বেশি ইউজ করা হয় অনলাইন পেমেন্ট বা ট্রানজেকশন এর জন্য ?

অনেক ধরণের app এর মাধ্যমেই অনলাইন পেমেন্ট বা ট্রানজেকশন করা হয়। তারমধ্যে সব থেকে বেশি ব্যবহার করা হয় Paytm, PhonePe, Gpay এই app গুলি। এছাড়াও বর্তমানে Bank এর তরফ থেকে অনেক payment app মার্কেটে নিয়ে আসা হয়েছে।

কোন বিষয়গুলি ভালোভাবে দেখবেন

আপনারা যখন কাউকে টাকা পাঠাবেন তখন কয়েকটি বিষয় অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। সেটা হলো মূলত কোনও VPA – এ টাকা পাঠানোর সময় ভালো করে ওই VPA টি দেখে নেওয়া দরকার। এমনকি প্রত্যেকটি app এ  VPA  ভেরিফাই অপশন থাকে। যার মাধ্যমে ওই VPA যে অ্যাকাউন্টের সঙ্গে লিংক আছে সেই অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেখা যাবে। সেই জন্য কাউকে টাকা পাঠানোর আগে অবশ্যই VPA ভেরিফাই করে নেবেন।

UPI PIN কখন ইউজ করবেন ?

UPI PIN সব জায়গায় ইউজ করার প্রয়োজন হয় না। আপনি যখন কোন ব্যাক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন তখন কোনও ভাবে UPI PIN দেওয়ার দরকার হয় না। শুধুমাত্র APP PIN ইউজ করেই আপনি আপনার অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে কিনা দেখতে পারবেন। এর জন্য আপনাকে কোন UPI PIN ইউজ করতে হবে না।

UPI PIN কখনই OTP নয়

অনেক সময় প্রতারকরা প্রতারণা করার জন্য বিভিন্ন নম্বরে ফোন করে এবং আপনাদের ভুল ভাবে পরিচালিত করার চেষ্টা করে। তারা আপনাদের বলে যে ফোনের OTP – ই UPI PIN, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল কথা। তাই আপনারা কোনো ভাবেই এই ফাঁদে পা দেবেন না। না হলে আপনারা চরম বিপদে পড়তে পারেন। কারণ আপনি যদি আপনার OTP অন্য কাউকে শেয়ার করেন তাহলে সেই ব্যাক্তি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে পারবে।

স্ক্যানারের সঠিক ব্যবহার করুন

মূলত কাউকে টাকা পাঠানোর জন্য আমরা স্ক্যানার ব্যবহার করে থাকি। এছাড়া অন্য কোনো কাজের জন্য স্ক্যানার ব্যবহার করা হয় না। সেকারণে অনেকসময় প্রতারকরা ভুয়ো QR কোড তৈরি করে স্ক্যান করার আবেদন করে থাকে। তাই আপনারা যদি ভুল করে ওই QR কোড স্ক্যান করেন তাহলে আপনারা অনেক বড় বিপদে পড়তে পারেন।

অফিসিয়াল সোর্স থেকেই সবসময় কাজ করবেন

অনেক সময় আমাদের অনলাইনে বিভিন্ন কাজ করার প্রয়োজন হয়। তারজন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে হয়। সেক্ষেত্রে এই ধরণের তথ্য শেয়ার করার সময় আমাদের খেয়াল রাখা প্রয়োজন যে আমরা কোথায় তথ্য শেয়ার করছি। সবসময় সিকিওর সাইটেই সব তথ্য শেয়ার করা উচিত। এছাড়াও আপনারা যদি app আপডেট করতে চান তাহলে  Google Play Store বা App স্টোর থেকে আপডেট করবেন। আপডেট করার জন্য কোনো রকম থার্ড পার্টি APP ব্যবহার করবেন না।

আপনার জন্য আরো

1.ফেসবুকে ইনকাম নিয়ে সুসংবাদ দিলেন মার্ক জুকারবার্গ

2.ATM বুথে ছেঁড়া নোট পেলে করণীয় ?

3.অনলাইনে ক্রেডিট কার্ড ব্যবহার করতে যেসব সতর্কতা গুলি অবলম্বন করা প্রয়োজন

4.গুগল আপনার সম্পর্কে কি কি জানে ? কিভাবে আপনার ব্যাক্তিগত তথ্য নিয়ন্ত্রণ করবেন।

Leave a Comment