নতুন বছর শুরু হওয়ার আগেই Facebook নিয়ে আসতে চলেছে কিছু নতুন পরিবর্তন। কি পরিবর্তন আনতে চলেছে Facebook -এর এই নতুন আপডেটটি।

নতুন বছর শুরু হতেনাহতেই Facebook -এ চলে আসছে নতুন কিছু পরিবর্ত। খুব তাড়াতাড়িই এই পরিবর্তনটি Facebook -এ আসতে চলেছে। জানা যাচ্ছে যে ,Facebook -এর এই নতুন আপডেটটি 1 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে। সেক্ষেত্রে, আর মাত্র কিছু দিনের মধ্যেই Facebook ব্যাবহারকারীরা এই আপডেটটি ব্যবহার করতে সক্ষম হবেন। Facebook -এর এই নতুন পরিবর্তনটি নিয়ে টেক সাইটে বিভিন্ন রিপোর্টও প্রকাশিত হয়েছে।

কি পরিবর্তন হবে Facebook -এর নতুন আপডেটটিতে

সোশ্য়াল মিডিয়ার এই অ্যাপটি অর্থাৎ Facebook -এর এই অ্যাপটি খুব শীঘ্রই প্রোফাইল বিভাগ থেকে ‘ইন্টারেস্টেড ইন’ ও ‘রিলিজিয়াস ভিউজ’ কনট্যাক্টস অ্যান্ড বেসিক ইনফো থেকে সরিয়ে দিতে চলেছে। এই পরিবর্তন সম্পর্কে Facebook তার ব্যবহারকারীদের কাছে বার্তা প্রকাশ করেছে। এই বার্তা থেকেই জানা যাই যে ,Facebook -এর এই পরিবর্তনটি আগামী 1 ডিসেম্বর থেকে Facebook প্রোফাইলে দেখা যাবে। Facebook ব্যবহারকারীদের অ্যাকাউন্টের বায়ো ও প্রোফাইলে সাধারণত ধর্ম, রাজনৈতিক মতামত, ঠিকানা ও আগ্রহের বিষয়ের তথ্য দেখা যায়। Facebook -এ এমন ব্যবহারকারীরাও আছেন যারা এই সমস্ত তথ্য গোপন রাখেন।

দেখা যাক টেক নিউজে Facebook -এর এই পরিবর্তন সম্পর্কে কি বলা হয়েছে

সোশ্য়াল মিডিয়ার এই অ্যাপটি অর্থাৎ Facebook অ্যাপটির এই পরিবর্তন সম্পর্কে প্রথম দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট ম্যাট নাভারার পোস্ট থেকে। ম্যাট নাভারা তার একটি টুইটের হ্যান্ডেলে এই পরিবর্তনের স্ক্রিনশট শেয়ার করেছেন। তবে এই পরিবর্তনের জন্য কোম্পানির তরফ থেকে কোনও রকম আনুষ্ঠানিক ঘোষণা করেনি। Facebook -এর মিডিয়া রিপোর্ট অনুসারে, কোম্পানির মুখপাত্র জানিয়েছেন যে ,এই পরিবর্তনটি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহারটি আরও সহজ করার জন্য এই পরিবর্তন নিয়ে আশা হচ্ছে।

আপনি আপনার Facebook আপডেট থেকে এই তথ্য গুলি ডাউনলোড করতে পারেন

এক্ষেত্রে আপনি আপনার এই তথ্যটি Facebook থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই তথ্যটি ডাউনলোড করার জন্য আপনাকে আপনার Facebook প্রোফাইলের About বিভাগটিতে যেতে হবে। তার পরে আপনি আপনার Facebook অ্যাপটির মৌলিক তথ্যে গিয়ে এই বিবরণগুলি ডাউনলোড করতে পারবেন।

আপনার জন্য আরো

1.Realme এক্সচেঞ্জ অফার : রেয়ালমির 18,000 টাকার স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র 849 টাকায়।

2.অতি কম মূল্যে দুর্দান্ত ব্যাটারির সাথে চলে এলো Realme c33

3.Vivo X90 Pro+ স্মার্টফোনটি নিয়ে আসতে চলেছে 80W ফার্স্ট চার্জিং সহ একটি দুর্দান্ত ক্যামেরা

4.আকর্ষণীয় ফিচারের সাথে খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে Xiaomi 13

Leave a Comment