Vivo X90 Pro+ স্মার্টফোনটি নিয়ে আসতে চলেছে 80W ফার্স্ট চার্জিং সহ একটি দুর্দান্ত ক্যামেরা

খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে Vivo X90 Pro+স্মার্টফোনটি। জানা যাচ্ছে যে,এই ফোনটিতে থাকছে একটি পাওয়ারফুল ক্যামেরা। আসুন জানা যাক এই ফোনটির ক্যামেরা এবং ফিচার্সগুলি সম্পর্কে।

জানা যায় যে, টেক কোম্পানি Vivo তার নতুন সিরিজটির ওপর কাজ করছে , যেটির নাম Vivo X90 Pro+ এটিও জানা যাচ্ছে এই স্মার্টফোনটি ডিসেম্বর লঞ্চ হতে চলেছে। এই নতুন মডেলটিতে 80W ফার্স্ট চার্জিং সাপোর্ট -এর সাথে একটি পাওয়ারফুল ক্যামেরা থাকছে। এছাড়াও সামনে এল এই নতুন ডিভাইসটির মডেল নাম্বার এবং স্পেসিফিকেশন। এর মধ্যে একটি মডেল হল Vivo V2227A , যা চায়না কম্পালসারি সার্টিফিকেট সাইডে দেখা গিয়েছিলো। জানা যাচ্ছে যে Vivo X90 Pro+ হ্যান্ডসেটটি একটি চায়না বৈকল্পিক হতে পারে।

Vivo X90 Pro+ ডিভাইসটির ফিচার্সগুলি সম্পর্কে জানা যাক

টিপস্টার আনভিন 3C তালিকাটি দেখে এই ডিভাইসটি সম্পর্কে বলেছেন যে, এই স্মার্টফোনটিতে থাকছে 80W ফার্স্ট চার্জিং সাপোর্ট। কিছুদিন আগে একটি প্রতিবেদনে এই তালিকাভুক্ত মডেল এবং Vivo X90 Pro সিরিজটির স্পেসিফিকেশন সামনে এসেছে। এই নতুন লাইনআপ এর সবচেয়ে শক্তিশালী ডিভাইসে Qualcomm-এর লেটেস্ট প্রসেসর থাকবে।

জানা যাক Vivo X90 Pro+ স্পেসিফিকেশনগুলি সম্পর্কে

এই ডিভাইসটিতে রয়েছে 6.78 ইঞ্চি Samsung E6 E6 AMOLED ডিসপ্লে। ডিভাইসটিতে পাওয়া কার্ভড ডিসপ্লে 2K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ থাকবে। ডিভাইসটিতে চোখের সুরক্ষার জন্য, এটিতে 1440Hz হাই-ফ্রিকোয়েন্সি ডিমিং চিপ থকবে। এটিও জানা যাচ্ছে যে, ফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট থকবে। যদি ফোনটির ক্যামেরাসম্পর্কে বলা হয় ,তবে ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যেটিতে 50MP মেন ক্যামেরা ছাড়াও রয়েছে 48MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল শুটার, 50MP পোর্ট্রেট সেন্সর এবং 64MP পেরিস্কোপ লেন্স। ক্যামেরাটিতে 3.5x অপটিক্যাল জুম এবং 10x হাইব্রিড জুম সাপোর্ট থাকবে। এই ডিভাইসটির সাথে Vivo V2 ইমেজ সিগন্যাল প্রসেসর ডিভাইস থাকবে।

যদি এই নতুন স্মার্টফোনটির ব্যাটারি সম্পর্কে বলা হয় ,তবে স্মার্টফোনটিতে 4,700mAh ব্যাটারির সাথে 80W তারযুক্ত ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে এছাড়া 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে। কোম্পানি উচ্চ-গতির LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ ডিভাইসটিতে থাকবে।

আপনার জন্য আরো

1.50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 6 জিবি RAM যুক্ত স্মার্টফোন মাত্র 8200 টাকায়

2.Snapdragon 8 Gen 2 সহ Motorola Moto X40 স্পেসিফিকেশন: এই বছরের শেষে লঞ্চ হতে চলেছে

3.Realme 10 4G সিরিজ : লঞ্চের আগেই দেখা যাচ্ছে Realme 10 4G ডিভাইসটির লাইভ শট

4.Realme এক্সচেঞ্জ অফার : রেয়ালমির 18,000 টাকার স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র 849 টাকায়

Leave a Comment