ফ্লিপকার্টে iPhone 12 স্মার্টফোনটির উপর চলছে অ্যাপেল ডে’জ সেল অফার, তবে দেখে নেওয়া যাক iPhone 12 এর উপর কত টাকার ডিসকাউন্ট রয়েছে।

আসুন জানা যাক iPhone 12 এর সম্পর্কে: iPhone 12 স্মার্টফোনটিতে থাকছে এ14 বায়োনিক চিপসেট। এর সাথেই ফোনটিতে থাকছে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ। এছাড়াও ফোনটির সাথে রয়েছে 2815 এমএএইচ ব্যাটারি। ফোনটিতে আরো থাকছে আইওএস 16 সাপোর্ট।

iPhone 12 এর উপর ফ্লিপকার্ট অ্যাপেল ডে’জ সেল অফার

iPhone 12 স্মার্টফোনটিতে ফ্লিপকার্টে চলছে অ্যাপেল ডে’জ সেল অফার ,অর্থাৎ iPhone 12 ফোনটিতে এখন ফ্লিপকার্টে রয়েছে দারুন ডিসকাউন্ট। এখন iPhone 12 ফোনটির দাম রয়েছে 51 হাজার টাকা থেকে 56 হাজার টাকার মধ্যে। তবে ফোনটি এখন ফ্লিপকার্টে অ্যাপেল ডে’জ সেলে 47 হাজার টাকায় পাওয়া যাচ্ছে। তবে ফোনটিতে থাকছে দারুন এক্সচেঞ্জ অফার,অর্থাৎ এই এক্সচেঞ্জ অফারে iPhone 12 ফোনটি 30 হাজার টাকায় পাওয়া যাবে।

iPhone 12 এর উপর চলছে দারুন ডিসকাউন্ট অফার

ফ্লিপকার্টে iPhone 12 স্মার্টফোনটির উপর রয়েছে ব্যাপক ছাড়। ফ্লিপকার্টে অ্যাপেল ডে’জ সেলে 64 জিবি ইন্টারনাল স্টোরেজের মডেলের দাম রয়েছে 48,999 টাকা। বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ 64 জিবি ইন্টারনাল স্টোরেজের মডেলটির দাম 48,999 টাকা এটি ধার্য করা হয়েছে। এই ফোনটিতে ফেডেরাল ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডের উপর রয়েছে 10 শতাংশ অর্থাৎ ক্রেতারা ফোনটির উপর 15 হাজার টাকার ছাড় পাবেন। অর্থাৎ ফোনটির দাম 47,999 টাকা হবে। এছাড়াও iPhone 12 -এর বেস মডেলটিতে 17,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার রয়েছে, অর্থাৎ তখন ফোনটির দাম 29,999 টাকা হবে। iPhone 12 -এর অন্যান্য ভ্যারিয়েন্টে গুলিতেও থাকছে ডিসকাউন্ট । iPhone 12 -এর 256 জিবি স্টোরেজ মডেলটি পাওয়া যাবে 43 হাজার টাকায়। এই মডেলটির সাথেও থাকছে এক্সচেঞ্জ ডিসকাউন্ট অফার।

জানা যাক iPhone 12 -এর স্পেসিফিকেশন সম্পর্কে

iPhone 12 স্মার্টফোনটিতে থাকছে 6.1 ইঞ্চির একটি Super Retina XDR OLED ডিসপ্লে। ফোনটিতে থাকছে ডুয়াল ক্যামেরা সিস্টেম। অর্থাৎ ফোনটির পেছনে থাকছে 12 মেগাপিক্সেল মেন লেন্স এর সাথেই ফোনটিতে থাকছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ফোনটিতে থাকছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনটিতে ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরায় 4কে ভিডিও রেকর্ডিং করা যেতে পারে। ফোনটিতে পাওয়া যাবে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ। এই স্মার্টফোনটিতে রয়েছে এ14 বায়োনিক চিপসেট। এছাড়াও ফোনটিতে রয়েছে 2815 এমএএইচ ব্যাটারি। ফোনটিতে আরো রয়েছে 16 সাপোর্ট।

আপনার জন্য আরো

1.Vivo X90 Pro+ স্মার্টফোনটি নিয়ে আসতে চলেছে 80W ফার্স্ট চার্জিং সহ একটি দুর্দান্ত ক্যামেরা

2.অতি কম মূল্যে দুর্দান্ত ব্যাটারির সাথে চলে এলো Realme c33

3.বিশ্বের সবথেকে বড় ক্যামেরা সেন্সরযুক্ত স্মার্টফোন Leica’s Leitz Phone 2

4.আকর্ষণীয় ফিচারের সাথে খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে Xiaomi 13

Leave a Comment