সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি নেওয়ার অনলাইন আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ ভর্তুকিতে দ্বিতীয় দফায় ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি নেওয়ার সুবর্ণ সুযোগ দিচ্ছে। আবেদনের এই প্রক্রিয়া শুরু হয়েছে ৫ই জানুয়ারি থেকে এবং চলবে আগামী ২১ তারিখ পর্যন্ত। অনলাইন ফরম ফিলাপ করে সেই ফর্ম প্রয়োজনীয় ডকুমেন্টস সহ নিজস্ব ব্লক কৃষি অফিসে ২২ তারিখের মধ্যে জমা দিতে হবে।

কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে নিতে চাইলে অবশ্যই এই পোস্টটি আপনি পড়তে পারেন এখানে সরকারি ভর্তি ফিতে কৃষি যন্ত্রপাতি নিতে কি কি ডকুমেন্টস লাগবে কত ভর্তুকি পাবে এবং অনলাইন আবেদন পদ্ধতি সমস্ত কিছু বিস্তারে আলোচনা করা হচ্ছে

ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি নেওয়ার অনলাইন আবেদন পদ্ধতি

1. প্রথমে যে কোন একটি ব্রাউজার ওপেন করুন তারপর matirkatha.net ওয়েবসাইটে যেতে হবে।

2. ওয়েবসাইটে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে কৃষি যান্ত্রিকীকরণ বলে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করতে হবে।

3. তারপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে সেখানে কৃষি যান্ত্রিকীকরণ 2023-2024 লেখা থাকবে সেখানে ক্লিক করুন।

4. এরপর Applicant Sign in বাটনটিতে ক্লিক করুন দেখবেন একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাচ্ছে সেখানে উপরের দিকে All Products নামে একটি অপশন দেখতে পাবে সেখানে ক্লিক করে যাবতীয় প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস জানতে পারবেন।

5. আপনি যে প্রোডাক্ট নিতে চান সেটি কোন ক্যাটাগরির মধ্যে আসছে সেটা খুব ভালোভাবে জেনে নিতে হবে এবং জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট নাম দিয়ে সার্চ করা খুব সুবিধা রয়েছে।

6. সমস্ত কিছু দেখা হয়ে গেলে এরপর Applicant Sign in বাটনটিতে ক্লিক করুন দেখবেন একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাচ্ছে সেখানে উপরের দিকে New Registration বলে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।

7. এরপর আপনার সামনে কি নতুন পেজ খুলে যাবে সেখানে আপনাকে একটি ফর্ম ফিলাপ করতে হবে যেগুলো যেগুলো স্টারমার্ক দেয়া রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।

8. প্রথমে আপনাকে ক্যাপিটাল লেটারে ভোটার কার্ড নম্বরটি টাইপ করতে হবে।

9. তারপর আপনার ফোন নম্বরটি টাইপ করুন।

10. ইমেল আইডি থাকলে ইমেইল আইডি দিতে পারেন তবে এটি ম্যান্ডেটরি নয় অপশনাল।

11. এরপর আপনার নাম টাইপ করবেন এবং একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডটি আর একবার টাইপ করে কনফার্ম করতে হবে।

12. তারপর আপনি আধার নম্বরটি টাইপ করবেন।

13. এরপর একে একে আপনার ক্যাটাগরি, জেন্ডার, জেলা সাব ডিভিশন, ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজা, গ্রাম, পোস্ট অফিস, পিন নম্বর সিলেক্ট করতে হবে।

14. তারপর Sign up অপশনটিতে ক্লিক করবেন এরপর আপনাকে লগইন করতে হবে। উপর দিকে কর্নারে Login বলে একটি অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে।

15. এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে সেখানে আপনার ভোটার কার্ড নাম্বার এবং যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেটি টাইপ করে সিজনটি সিলেক্ট করে Login বোতামটিতে ক্লিক করতে হবে।

16. তারপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে পেজটির বাঁদিকে Apply Now বলে একটি অপশন থাকবে তাতে ক্লিক করতে হবে।

17. এরপর একটি নতুন পেজ খুলবে যেখানে আপনি ক্যাটাগরি অনুযায়ী আবেদনের অপশন পাবেন আপনি যে ক্যাটাগরির মেশিন নেবেন সেই ক্যাটাগরি টাকে সিলেক্ট করতে হবে।

18. তারপর আপনার সঙ্গে একটি নতুন পেজ খুলবে সেখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন এবং আপনার যাবতীয় ডিটেইলস এখানে অটোমেটিক চলে আসবে যেগুলো অটোমেটিক আসবে না যেখানে ফাঁকা থাকবে সেগুলো আপনাকে পূরণ করতে হবে।

19. এরপর আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড 200kb এর মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে।

20. তারপর আপনার ব্যাংকের যাবতীয় ডিটেলস সঠিকভাবে পূরণ করতে হবে।

21. এরপর আপনার প্যান কার্ড নম্বর দিতে হবে এবং ব্যাংকের অ্যাকাউন্টের ফার্স্ট পেজ এবং প্যান কার্ড 200kb এর মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে।

22. তারপর জমির সমস্ত ডিটেলস আপনাকে পূরণ করতে হবে জমির পরিমাণ লিখতে হবে এবং জমির পর্চা 500kb এর মধ্যে স্ক্যান করে PDF আপলোড করতে হবে।

23. এরপর আপনি যে মেশিনটি নিতে চান তার ডিটেলস পূরণ করতে হবে। তারপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

24. তারপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে সেখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশন টি যে সাকসেসফুলি সাবমিট হয়েছে সেটার শো করবে।

25. এরপর নিচের দিকে একটু গেলে  অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার অপশন পাবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে তাতে ছবি মেরে এবং সিগনেচার করে সঙ্গে যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি সহ নিকটবর্তী কৃষি আধিকারিক অফিসে জমা করতে হবে।

আপনার জন্য আরো

1.অনলাইনে ভোটার লিস্টে আপনার নাম চেক করবেন কিভাবে ?

2.অনলাইনে জন্ম সার্টিফিকেটের Acknowledgement নম্বর কিভাবে সন্ধান করবেন ?

3.AAY,PHH এবং SPHH রেশন কার্ড ব্যবহারকারীদের জন্য বিরাট সুখবর 

4.অনলাইনে কিভাবে ডিজিটাল ভোটার আইডি (ই-EPIC) কার্ডের PDF ডাউনলোড করবেন ?

Leave a Comment