AAY,PHH এবং SPHH রেশন কার্ড ব্যবহারকারীদের জন্য বিরাট সুখবর 2024

AAY,PHH এবং SPHH এই তিন ধরনের BPL রেশন কার্ড যাদের কাছে আছে তাদের জন্য বিরাট সুখবর। নতুন বছরে তারা পেতে চলেছে একাধিক প্রকল্পের সুবিধা বিস্তারিত জানতে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

আসুন এবার দেখে নেওয়া যাক যাদের কাছে এই তিন ধরনের রেশন কার্ড আছে তারা কি কি সুবিধা পাবে

প্রধানমন্ত্রী আবাস যোজনা

কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্পে গ্রামের গরীব পরিবার এক লক্ষ কুড়ি হাজার টাকা তিনটি কিস্তিতে পেয়ে থাকে বাড়ি নির্মাণ করার জন্য। 2023 সালে কিছু অসুবিধার জন্য অনেকের ব্যাংক একাউন্টে এই টাকা ঢোকেন তবে ২০২৪ সালে তাদের এই টাকা ঢুকবে বলে জানা যাচ্ছে। যারা যারা আবেদন করেছেন তারা নিজেদের স্ট্যাটাসটি অবশ্যই চেক করবেন এবং লিস্টে নাম আছে কিনা দেখে নিতে পারেন।

জব কার্ডের টাকা

জব কার্ড অর্থাৎ ১০০ দিনের কাজের যে প্রকল্প এই প্রকল্পে যদি আপনি নাম নথিভুক্ত করে থাকেন এবং কাজ করে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন। যাদের বি পি এল কার্ড রয়েছে তারা এই প্রকল্পের নতুন জব কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। তবে বর্তমানে এই প্রকল্পে সব রাজ্য থেকে অনলাইন আবেদন করা যাচ্ছে না।

স্বচ্ছ ভারত মিশন প্রকল্প

কেন্দ্র সরকারের আরেকটি অন্যতম প্রকল্প হল স্বচ্ছ ভারত মিশন প্রকল্প । এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষরা বাড়িতে শৌচালয় নির্মাণের জন্য 12000 টাকা পেয়ে থাকে। যারা যারা এই প্রকল্পে এখনো আবেদন করেননি, তারা অবশ্যই অনলাইন এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। অনলাইন আবেদন পদ্ধতি এবং অনলাইন আবেদনের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন সে বিষয়ে আপনারা যদি জানতে চান সে ক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন। 

ফ্রি উজ্জ্বলা গ্যাস কানেকশন

আপনাদের কাছে যদি AAY,PHH এবং SPHH এই তিন ক্যাটাগরির BPL কার্ড থাকে সেক্ষেত্রে প্রত্যেক গরিব পরিবারের মহিলারা যাদের LPG কানেকশন নেই তারা ফ্রিতে গ্যাস পাবে। পরবর্তীকালে আপনার যখন গ্যাস সিলিন্ডার বুক করবেন সে ক্ষেত্রে বিশেষ সাবসিডি ও পেয়ে যাবেন। ফ্রি উজ্জ্বলা গ্যাস কানেকশন এর জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন এবং অনলাইন আবেদন পদ্ধতি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন সেক্ষেত্রে খুব সহজেই আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এছাড়া এই বিষয়ে যদি কোন রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন।

5 বছর ফ্রি রেশন

প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্য যোজনার মাধ্যমে প্রত্যেক গরিব পরিবারকে পাঁচ বছর জন্য ফ্রি দেয়া হবে। আপনাদের কাছে যদি BPL রেশন কার্ড অর্থাৎ AAY,PHH অথবা SPHH রেশন কার্ড থাকে তাহলে আপনারাও পাঁচ বছরের জন্য ফ্রিতে রেশন পাবেন।

আপনার জন্য আরো

1.অনলাইনে কিভাবে ডিজিটাল ভোটার আইডি (ই-EPIC) কার্ডের PDF ডাউনলোড করবেন ?

2.অনলাইনে স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স কিভাবে চেক করবেন ?

3.Enrollment number এর সাহায্যে আধার কার্ড ডাউনলোড করবার নতুন পদ্ধতি 

4.অনলাইনে কিভাবে আধার বায়োমেট্রিক Lock এবং Unlock করবেন ?

Leave a Comment