এন্ড্রয়েড ফোন বন্ধ থাকলে খুঁজে পাওয়া যাবে নতুন এই ফিচার দিয়ে

এই আধুনিক বিশ্বে কোনো স্মার্টফোন হারিয়ে যাওয়ার বিষয় তেমন নতুন কোনো ব্যাপারই না। কোনো না কোনোভাবে ঘটেই থাকে এই ব্যাপারটি। ফোন চুরি বা ফোন হাত থেকে কেড়ে নেওয়া ব্যাপারটি অধিকাংশ সময় ঘটেই থাকে।আবার কখনো কখনো ব্যবহারকারীরা তাদের ফোন ভুল করে অথবা বেখেয়ালে কোথাও ফেলেও চলে আসে।এক্ষেত্রে যদি কেউ সেই ফোনটি পাই এবং ফোনটি বন্ধ করে দেয় তাহলে সেই ফোনটি না পাওয়ার সম্ভবনা বেশি থাকে।

ফোন হারিয়ে ফেলার পর অনেক ব্যক্তি যোগাযোগ করার জন্য তার ফোন কল করার চেষ্টা করে। ফোনের আশেপাশে কেউ যদি থাকে সে যেন কালটা রিসিভ করে এবং ফোনটি ফেরত দিয়ে যায়। অনেক ক্ষেত্রে হারানো ফোন এইভাবে ফেরত পাওয়া যায়।এছাড়াও আমরা গুগলের ফাইন্ড মাই ডিভাইসটি ইউস করেও ফোনটির অবস্থান জানতে পারি।

কেউ যদি ফোনটি পাই আর বন্ধ করে দেয় তাহলে কল করেও সেই ফোন খুঁজে পাওয়া সম্ভব না। আইফোনে কয়েক বছর আগে থেকেই এই সুবিধাটি চালু হয়েছে যে ফোন বন্ধ থাকলেও এর অবস্থান জানা যাবে। এন্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধাটি পাওয়ার জন্য আগ্রহী হয়ে আছেন।

এই সুবিধাটি পাওয়ার সুখবর শোনা যাচ্ছে। গুগল নতুন যে ফিচার নিয়ে কাজ করছে সেটা বিভিন্ন টেকনোলোজি সাইটে দেখা যাচ্ছে। যার মাধ্যমে ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কে এন্ড্রয়েড ফোন বন্ধ থাকলেও সিগন্যাল পাঠানো যেতে পারে। তবে এই ফিচারটি অবশ্যই আপনার ফোনে সাপোর্ট করতে হবে।

গুগল এর ফাইন্ড মাই ডিভাইস ফিচারটি কাজ করবে ব্লুটুথের সাহায্য। ফোন বন্ধ থাকলে ফোনের লোকেশন ডিভাইসটি ব্লুটুথ বেকন চিপে সেভ থাকবে যার ফলে ফোন বন্ধ থাকলেও এর কাছাকাছি থাকা আরো অন্যান্য এন্ড্রয়েড ফোন গুলিতে ডেটা ট্রান্সফার করতে সাহায্য করবে। এই ডিভাইসটি থেকে ফোন হারানো ব্যক্তি তার ফোনের লোকেশন ট্রাক করতে পারবে গুগলের ফাইন্ড মাই ডিভাইস পেজে লগইন করা থাকলে।

আপনার জন্য আরো

1.Android ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফোটো ও ভিডিও রিকভার করার উপায়।|

2.গুগল পাসওয়ার্ড ম্যানেজার কি ? ব্যবহারের নিয়ম ও সুবিধা গুলি জেনে নিন।

3.অ্যানড্রয়েড ফোন হারিয়ে গেলে তা কীভাবে ফিরে পাবেন ?

4.এন্ড্রয়েড ফোন থেকে কীভাবে অ্যাপ হাইড করবেন

Leave a Comment