গুগলের একটি অ্যাপ রয়েছে যেটার নাম হলো “গুগল ফোন” যার মাধ্যমে আমরা এন্ড্রয়েড মোবইলে কল করতে পারি। প্রতিটি এন্ড্রয়েড ফোনেই কাস্টম রম কর্ত্তৃক প্রদত্ত কল ম্যানেজ করার অ্যাপ থাকে। গুগল ফোন অ্যাপ আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারি। এমনিতে গুগল ফোন অ্যাপ পিক্সেল ফোনে ইনস্টল করাই থাকে। এর থেকে জানা যাচ্ছে যে গুগল তাদের নতুন ফিচার নিয়ে কাজ করছে যা ব্যবহার করে আপনারা কোনো অচেনা নম্বর থেকে কল আসলে তা খুঁজে নিতে পারবেন।
এই গুগল ফোন অ্যাপটি চালু হলে আপনি খুব সহজেই আপনার রিসেন্ট কল লিস্ট থেকে কোনো নম্বর সিলেক্ট করে সেখান থেকেই সার্চ করে দেখে নিতে পারবেন ।
ফিচারটির নাম রাখা হয়েছে lookup, ফিচারটি খুব সহজেই আপনারা ব্যবহার করতে পারবেন । আপনার ফোনের রিসেন্ট কল লিস্ট থেকে যেকোনো নম্বর বেছে নিলেই লুকআপ অপসনটি ফোন অ্যাপের নিচে থাকবে।
এর পর আপনি এই লুকআপ অপসন সিলেক্ট করে গুগল সার্চের মাধ্যমে যেকোনো নম্বরের সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন। টুইটার ব্যবহারকারী এসেম্বলডিবাগ গুগল ফোন অ্যাপের বেটা ভার্সনে লুকআপ ফিচারটি দেখা গেছে। এছাড়া তিনি এর স্ক্রিনশটও শেয়ার করেছেন। এমনটা জানা গেছে যে এই ফিচারের মাধ্যমে যেকোনো ফোন নম্বর গুগলে খুব সহজেই সার্চ করা যাবে।
গুগলে যদি সেই নম্বরটি সম্পর্কে কোনো রকম ইনফরমেশন থেকে থাকে তাহলে আপনি সেই নম্বরটির ইনফরমেশন দেখতে পারবেন। এর ফলে আপনারা বিভিন্ন অর্গানাইজেশন এর নম্বর খুঁজে পেতে পারবেন।যেমন উদাহরণ, যদি ব্যাংক কিংবা ইকমার্স সাইট থেকে আপনার কাছে ফোন আসে তাহলে খুব সহজে আপনি সেই নম্বরের তথ্য খুঁজে পেতে পারেন গুগল থেকে। কিন্তু কোনো ব্যক্তির পার্সোনাল নম্বরের ইনফরমেশন পাওয়া অতটা সহজ হবে না।
আপনার জন্য আরো
1. অ্যানড্রয়েড ফোন হারিয়ে গেলে তা কীভাবে ফিরে পাবেন
2.স্মার্টফোন কেনার পর যে নিয়মগুলো অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা জেনে নিন।
3.Android ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফোটো ও ভিডিও রিকভার করার উপায়।|