ডেক্সটপের চেয়ে ল্যাপটপ এমনিতেই একটু বেশি গরম হয়ে যায়। অনেক সময় অল্প কিছুক্ষন ব্যবহারের সাথে সাথেই ল্যাপটপ গরম হয়ে যায়। এর ফলে আমাদের কাজ করতে খুব সুবিধা হয়, কারণ ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে গেলে তা স্লো কাজ করে। এমনকি ল্যাপটপটি হ্যাং করতে পারে। তাই আপনারা যদি চান যে আপনার ল্যাপটপটি ভালো পারফরম্যান্স দেয়, তাহলে চেষ্টা করুন ল্যাপটপটি ঠান্ডা রাখার। আপনারা প্রায় অনেকেই ল্যাপটপ গরম হয়ে যাওয়ার সমস্যার সম্মুখীন হয়েছেন। তাই আপনাদের জেনে রাখা উচিত কিভাবে এই সমস্যার সমাধান হতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ল্যাপটপটি ঠান্ডা রাখার জন্য আমাদের কি কি করতে হবে –
প্রথমত আপনারা জেনে নিন যে কি কি কারণে ল্যাপটপ ওভারহিটিং হয় ?
ওভারলোডিং
আমরা অনেক সময় ল্যাপটপে এমন কিছু কাজ করে থাকি যার কারণে প্রসেসর অনেক বেশি প্রসেস করতে থাকে। এর ফলে ল্যাপটপটি গরম হয়ে যায়।
ফ্যানের সমস্যা
প্রত্যেকটি ল্যাপটপেই কুলিং ফ্যান থাকে। যার সাহায্যে ল্যাপটপের গরম হাওয়া অতি সহজেই বাইরে বেরিয়ে আসতে পারে। সুতরাং আপনারা যখন দেখবেন যে ল্যাপটপটি আসতে আসতে গরম হতে শুরু করেছে, তখন আপনি তার ফ্যানের পাশে হাত রেখে দেখবেন যে সেখান থেকে গরম হাওয়া বেরিয়ে আসছে কিনা। যদি গরম হাওয়া বেরিয়ে না আসে তাহলে বুঝবেন যে ল্যাপটপের ফ্যান ঠিকমতো কাজ করছে না। আর সেইজন্যই ল্যাপটপের প্রসেসরটি গরম হয়ে যাচ্ছে। তার
ফলে ল্যাপটপও গরম হয়ে যাচ্ছ। .
ল্যাপটপের RAM
ল্যাপটপের প্রত্যেকটি RAM এর ক্ষেত্রে নির্দিষ্ট কার্য ক্ষমতা আছে। আপনারা যদি কোনো কারণে সেই কার্য ক্ষমতার থেকে অধিক কাজ করেন তাহলে ল্যাপটপের RAM এর ওপর অতিরিক্ত চাপের সৃষ্টি হয়। যার ফলে ল্যাপটপ গরম হয়ে যায়।
একসাথে অনেক বেশি কাজ করা
আপনারা যদি ল্যাপটপে একসাথে অনেক বেশি কাজ করেন বা একাধিক সফটওয়্যার ওপেন করেন তাহলে ল্যাপটপের ওপর অতিরিক্ত চাপের সৃষ্টি হবে। এবং ল্যাপটপটি গরম হয়ে যায়। এর ফলে আপনারা যখন কোনো কাজ করতে যাবেন তখন ল্যাপটপটি হ্যাং করতে পারে অথবা কোনো রকম কাজ করতে করতে বন্ধও হয়ে যেতে পারে।
এইবার ল্যাপটপটি কিভাবে ঠান্ডা করবেন সেটা জেনে নিন –
ল্যাপটপ ডেস্ক ব্যবহার করুন
আপনারা একটি ল্যাপটপ ডেস্ক ব্যাবহার করুন। এমন ধরণের ডেস্ক ব্যবহার করুন যাতে সহজেই ল্যাপটপের ভিতরের হাওয়া ঠিকমতো চলাচল করতে পারবে, যার ফলে আপনার ল্যাপটপটি ঠান্ডা থাকবে।
ল্যাপটপ স্ট্যান্ড ব্যবহার করুন
অনেক সময় পর্যাপ্ত ভেন্টিলেশনের অভাবের কারণেও ল্যাপটপ গরম হয়ে যায়। আপনারা যখন ল্যাপটপ ব্যবহার করবেন, ব্যবহার করার সময় ল্যাপটপের নিচে একটি বই অথবা কুলিং প্যাড রেখে ব্যবহার করার চেষ্টা করবেন। ডাইরেক্ট বিছানার উপরে রেখে ল্যাপটপটি ব্যবহার না করে ভালো। কারণ প্রায় সব বিছানাতেই অসংখ্য ছোট ছোট ধূলিকণা থাকে যা সরাসরি ল্যাপটপের ফ্যানে ঢুকে গিয়ে আপনার ল্যাপটপটি খারাপ করে দিতে পারে।
ফ্যানের গতিবেগ নিয়ন্ত্রণ
ফ্যানের গতিবেগ নিয়ন্ত্রণ করে আপনি আপনার ল্যাপটপটি ঠান্ডা রাখতে পারবেন। তারজন্য আপনারা Speed Fan এর মতো অ্যাপ ব্যবহার করতে পারেন, যা আপনার ল্যাপটপের স্পিড নিয়ন্ত্রণ করবে এবং ল্যাপটপের প্রসেসরটিও ঠান্ডা রাখতে সাহায্য করবে।
- যদি কোনও কারণে আপনার ল্যাপটপটি গরম হয়ে যায় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ল্যাপটপটি বন্ধ করে দেবেন।
- যে সফটওয়্যার এর মাধ্যমে আপনার ল্যাপটপটি গরম হয়ে যাচ্ছে সেটি যদি আপনি ডিটেক্ট করতে পারেন তাহলে সেই সফটওয়্যারটি বন্ধ করে রাখুন।
- আপনারা সব সময় চেষ্টা করবেন ল্যাপটপটি কোনো ঠান্ডা জায়গায় রাখার।
- কখনই একসাথে অনেক বেশি ভারী সফটওয়্যার নিয়ে কাজ করবেন না।
- ল্যাপটপের কুলিং ফ্যানগুলো ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেবেন।
আপনার জন্য আরো
1.ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই দেখে নেবেন।
2.আপনার ল্যাপটপ বা কম্পিউটার ভাইরাস আক্রান্ত কিনা কিভাবে জানবেন ?
3.পুরাতন কম্পিউটার বা ল্যাপ্টপ কেনার আগে যা জানা প্রয়োজন
4.কিভাবে কম্পিউটারে সফটওয়্যার ছাড়াই ফাইল ও ফোল্ডার হাইড করবেন ?