Instagram এ একাধিক ফটো কিভাবে একসঙ্গে একটি লেআউটের মধ্যে পোস্ট করবেন ?

আপনি যদি একাধিক ফটো একসঙ্গে কোলাজ আকারে instagram এ পোস্ট করতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আজকে আমরা এই পোস্টটিতে জানবো কিভাবে আপনি আপনার একাধিক ফটোকে একটি লেআউটের মধ্যে কলেজ করে পোস্ট করবেন।

আপনি কি instagram এ ফটো শেয়ার করতে খুবই ভালোবাসেন? আপনি কি জানেন একসঙ্গে একাধিক ফটো কিভাবে শেয়ার করতে হয়? আপনি যদি একাধিক ফটো একটি ফটোর মধ্যে কোলাজ আকারে শেয়ার করতে চান পোস্টটি পড়ুন এবং ফলো করুন

আপনি ফটো কোলাজ করার একাধিক অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন সেখান থেকে আপনি আপনার ফটোগুলিকে কোলাজ করতে পারেন অথবা ফটোস অ্যাপে ফটোগুলিকে কোলাজ করতে পারেন এবং instagram এ লেআউট বলে একটি অপশন আছে। সেখান থেকেও আপনার ফটোগুলিকে কোলাজ করে সেগুলিকে শেয়ার করতে পারেন।

আসুন এবার দেখে নেয়া যাক ইনস্টাগ্রাম লেআউটের মাধ্যমে ফটো কিভাবে কোলাজ করবেন-

  • প্রথমে Instagram একাউন্টটি ওপেন করুন।
  • তারপর উপরের দিকে কর্নারে দেখুন একটি প্লাসের চিহ্ন রয়েছে তাতে ট্যাপ করুন।
  • তারপর নিচের দিকে দেখুন একটি স্টোরি বলে অপশন আছে  তাতে ক্লিক করুন।
  • তারপর বাঁদিকে দেখুন লেআউটের অপশন রয়েছে সেখানে ক্লিক করুন।
  • সেখান থেকে আপনি আপনার পছন্দমত লেআউটটি বেছে নিন।
  • এরপর আপনি ফটো তুলতে পারেন অথবা গ্যালারি থেকে আপনার পছন্দের ফটোগুলি সিলেক্ট করে কোলাজ তৈরি করতে পারেন।
  • গ্যালারি থেকে ফটো সিলেক্ট করার জন্য বাঁ দিকে নিচে কর্নারে একটি প্লাস চিহ্ন দেখতে পাবেন সেখানে ক্লিক করলেই আপনার গ্যালারি সমস্ত ফটো আপনি দেখতে পেয়ে যাবেন।

এইভাবে খুব সহজেই আপনি ইনস্টাগ্রামে ফটোগুলিকে কোলাজ করতে পারবেন।

আপনার জন্য আরো

1.হোয়াটসঅ্যাপ এ নম্বর সেভ না করে কল ও ম্যাসেজ করার উপায়

2.আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে কী কী করবেন ?

3.Linkedin এ চাকরি পেতে কি কি করণীয় জেনে রাখুন

4.আপনিও শিউরে উঠবেন ফেসবুক সম্পর্কে এই আশ্চর্য্য জনক তথ্যগুলি জানলে

Leave a Comment