বর্তমানে ৫ বছরের বাচ্চা থেকে ৫০ বছরের বুড়ো প্রায় সকলেই ফেসবুক ব্যবহার করেন। প্রতি মুহূর্তে আমরা আমাদের লোকেশন, ছবি ,ভিডিও পোস্ট করে থাকি যেটা একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে। কিন্তু আপনারা জানেন না আপনাদের পার্সোনাল ডেটা কতটা গুরুত্বপূর্ণ। আপনার পার্সোনাল ডেটা নিয়ে কেউ যাতে অপব্যাবহার করতে না পারে তার জন্য আপনাদের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। আপনারা যদি চান কেউ আপনার ফেসবুক আইডি হ্যাক না করুক তাহলে কী কী করণীয় তা জেনে নিন।
শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন
ফেসবুক লগইন করতে আমরা সকলেই একটি পাসওর্য়াড ব্যবহার করি কিন্তু ওই পাসওয়ার্ড টি কতটা নিরাপদ সেই বিষয়ে আমাদের বিশেষ ধারণা থাকে না। তাই যতটা সম্ভব চেষ্টা করুন নিজের ফেসবুক অথবা নিজের অন্যান্য একাউন্ট এ জটিল পাস্ওয়ার্ড ব্যবহার করার। যেমন ছোট বড়ো অক্ষর , সংখ্যা , চিহ্ন দ্বারা গঠিত এমন একটি পাসওয়ার্ড যেটা আপনি ছাড়া অন্যান্য ব্যাক্তির পক্ষে অনুমান করা কঠিন। এছাড়া প্রতিটি একাউন্ট একই পাসওয়ার্ড ব্যবহারের বদলে আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন যা আপনার একাউন্টের নিরাপত্তাকে বৃদ্বি করবে। বেশিরভাগ ব্যাক্তি এমন কিছু পাসওয়ার্ড ব্যবহার করে থাকে যা সহজেই অনুমান করা সম্ভব এবং ঝুঁকিপূর্ণ। তাই এর থেকে বিরত থাকুন। অনেকেই নিজের নাম, ফোন নম্বর, জন্ম তারিক এইসব পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করে থাকেন যা করা খুবই ঝুঁকিপূর্ণ ।
বেশ কিছু এমন সফটওয়্যার আছে যা আপনার ওই সব সহজ পাসওয়ার্ড গুলো অনুমান করে কিছু কৌশল অবলম্বন করে বের করতে পারে। সেইজন্য আপনার পাসওয়ার্ডটি শক্তিশালী হওয়া দরকার। আপনার যদি কখনো মনে হয় যে আপনার পাসওয়ার্ড টি কেউ দেখে নিয়েছে ,তাহলে তৎক্ষণাৎ পাসওয়ার্ড টি পাল্টে ফেলুন।
লগইন এপ্রুভালস অপসন এর ব্যবহার
আপনি লগইন এপ্রুভালস অপসনটি ব্যবহার করে আপনার আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারেন। আপনি এই অপসন টি চালু করলে যখন কেউ অন্য ডিভাইস থেকে আপনার ফেসবুক একাউন্ট এ লগইন করতে যাবে তখন একটা কোড আপনার মোবাইল এ আসবে ওই কোড ছাড়া নতুন ডিভাইস এ লগইন করা যাবে না।
ফেসবুক এ টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপসন টি অন করলেই এই ফিচার টি চালু হয়ে যাবে। এর পর যখনি কেউ আপনার ফেসবুক একাউন্ট এ নতুন কোনো ফোন অথবা কম্পিউটার থেকে লগইন করতে যাবে তখনি আপনার ফেসবুক এর সাথে লিংক করা মোবাইল নম্বর এ সিকুরিটি কোড আসবে যেটা ছাড়া লগইন করা যাবে না।
নিজের মোবাইল নম্বর কনফার্ম করুন
ফেসবুক একাউন্ট এ আপনার মোবাইল নম্বর যুক্ত করা না থাকলে আপনার পার্সোনাল নম্বর টি এড করুন এবং ভেরিফাই করুন। ফেসবুক এর সেটিং অপসন এ গিয়ে Account & personal information মেনু থেকে Contact Info অপসন এ গিয়ে মোবাইল নম্বর এড করতে পারবেন। মোবাইল নম্বর টি এড করে আপনি আপনার ফেসবুক একাউন্ট এর নিরাপত্তা বৃদ্ধি করতে পারেন যা আপনার একাউন্ট টি রক্ষা করবে হ্যাকার দের হাত থেকে।
একটিভ সেশন লগ আউট করুন
নিজেদের ডিভাইস ছাড়াও অনেক সময় বিভিন্ন ডিভাইস এ আমরা প্রয়োজনে লগইন করে থাকি। অনেক সময় সেই সব ডিভাইস গুলো থেকে আমরা লগ আউট করতে ভুলে যায়,এবং লগইন সেশন একটিভ থেকে যায় এর ফলেও আপনার একাউন্ট টি হ্যাক হতে পারে। আপনি চাইলে আপনার ডিভাইস থেকেও লগইন হয়ে থাকা ডিভাইস গুলোকে রিমুভ করতে পারবেন। এর জন্য আপনাকে ফেসবুক এ সেটিং অপসন এ গিয়ে Password and security অপসন এ ক্লিক করতে হবে তারপর Where You’re logged in অপসন এর পাশে See All অপসন এ ক্লিক করলেই লগইন হয়ে থাকা সমস্ত ডিভাইস আপনি দেখতে পাবেন। ডিভাইস গুলোর পাশে থাকা অপসন এ ক্লিক করে আপনি লগ আউট করতে পারবেন। তাছাড়া আপনি লগইন করেননি এমন কোনো ডিভাইস সেখানে দেখতে পেলে Secure Account অপসন এ ক্লিক করে পুনরায় নিরাপত্তা চেক করতে পারবেন।
নিরাপদ ব্রাউজিং করুন
আমরা যখন ফেসবুক পেজ স্ক্রল করি তখন বিভিন্ন এড বা লিংক এ ক্লিক করি। ওইসব লিংক বা ওয়েবসাইট নিরাপদ কিনা তা আমরা না জেনেই প্রবেশ করি,যা একেবারেই ঠিক নয়। তবে আপনি যাতে বিপদে না পড়েন সেই জন্য সেফ ব্রাউজিং নাম একটি ফিচার আছে যা আপনি ব্যবহার করতে পারেন। এই সেফ ব্রাউজিং অপশনটি চালু করার জন্য আপনাকে ফেসবুক এর সেটিং অপসন এ গিয়ে Password and security অপসন থেকে Safe Browsing অপসন টি চালু করতে হবে। এরপর আপনি যখনি ফেসবুক এর কোনো লিংক এ ক্লিক করবেন সেটা যদি ক্ষতিকারক হয় তাহলে ফেসবুক আপনাকে ওর্য়ানিং দেবে।
স্প্যামিং এড়িয়ে চলুন
ফেসবুক ব্যবহারকারীদের স্প্যামিং এর হাত থেকে বাঁচানোর জন্য ফেসবুক যথা সাধ্য চেষ্টা করে থাকে। কিন্তু হ্যাকাররা কোনো না কোনো ভাবে স্প্যামিং লিংক এর মাধ্যমে ফাঁদ পেতে আপনাকে বোকা বানাতে পারে। বিভিন্ন গ্রুপ ,পেজ ,মেসেজে ইত্যাদির সাহায্যে ফিশিং লিংক ছড়িয়ে হ্যাকাররা আপনার ব্যাক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। তাই ফেইসবুক এ যেসব লিংক বা ওয়েবসাইট দেখবেন সেগুলোতে ক্লিক করার আগে ভেবে দেখবেন।
একই ধরণের ওয়েবসাইট বানিয়ে হ্যাকাররা আপনাকে বোকা বানিয়ে আপনার ব্যাক্তিগত তথ্য জেনে আপনাকে ব্ল্যাক মেইল করতে পারে। তাই খুব সাবধানে ইন্টারনেট ব্যবহার করা উচিত যাতে আপনি কোনো প্রতারণার ফাঁদে না পড়েন। তাই ফেইসবুক এ কোনো লিংক এ ট্যাপ করার আগে যতটা পারবেন সাবধানতা অবলম্বন করবেন।
লগ আউট অপসন ব্যবহার করুন
ব্যাক্তিগত ডিভাইস ছাড়া অন্য কোনো ফোন বা কম্পিউটার এ ফেইসবুক লগইন করেছেন যদি করে থাকেন তাহলে ডিভাইস অন্য কারো কাছে দেয়ার আগে আপনার ফেইসবুক একাউন্ট টি অবশ্যই লগ আউট করে দিন। এটি একটি সাধারণ ব্যাপার হলেও অনেকে এটা অত খেয়াল রাখে না। কিন্তু আপনি যদি আপনার ফেইসবুক একাউন্ট টি হ্যাক হওয়া থেকে বাঁচাতে চান তাহলে অবশ্যই একটু সতর্ক থাকুন।
আপনার জন্য আরো
1.ফেসবুক থেকে টাকা আয় করবেন কিভাবে ?
2.ফেসবুকে ইনকাম নিয়ে সুসংবাদ দিলেন মার্ক জুকারবার্গ
3.হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হওয়া ম্যাসেজ সহজে কীভাবে পড়বেন ?