রাজ্যে চালু হলো যোগ্যশ্রী প্রকল্প জানুন বিস্তারিত

পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগ দ্বারা পরিচালিত এই বছর যোগশ্রী প্রকল্পের শুভ সূচনা হলো 8ই জানুয়ারি 2024 বেলা 12:30 মিনিটে।

এই প্রকল্পটি চালু করা হয়েছে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে JEE,NEET ও WBJEE পরীক্ষার জন্য আদিবাসী এবং তপশিলি জাতি ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে।

যোগশ্রী প্রকল্পে JEE,WBJEE এবং NEET পরীক্ষার জন্য প্রশিক্ষণ

গত দু’বছর ধরে প্রকল্পটি চালু রয়েছে। 36টি সেন্টারে রাজ্যজুড়ে 2880 জন তপশিলি জাতি ও আদিবাসী ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ নিয়েছে।

2880 জন ছাত্র ছাত্রীর মধ্যে 2254 জন টেকনিক্যাল কোর্সে যোগ্য স্থান পেয়েছে। এছাড়াও 8 জন IIT, 14 জন NIT,5 জন IIIT, 34জন MBBS বা BDS এ ভর্তি হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকার এই বিপুল সাফল্যে উদ্বুদ্ধ হয়ে প্রশিক্ষণের সময় 196 ঘন্টা থেকে বাড়িয়ে 320 ঘন্টা করার সিদ্ধান্ত নিয়েছে।

2024 সালে এই প্রকল্পের মাধ্যমে 2000 তপশিলি জাতি এবং আদিবাসী ছাত্র-ছাত্রী ৫০ টি কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ নেওয়ার সুবিধা পাবে।

অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আবেদন করার জন্য নিম্নলিখিত ওয়েবসাইটে ভিজিট করুন। 

www.wbbcdev.gov.in

যোগশ্রী প্রকল্পে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ

রেল পোস্ট অফিস ব্যাংক পুলিশ সামরিক ও আধা সামরিক বাহিনী সরকারি ও সরকার অধিকৃত সংস্থা বিভিন্ন ক্ষেত্রে Group B,C এবং D প দিয়ে নিয়োগের জন্য প্রশিক্ষণের সুব্যবস্থা থাকবে।

অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ 6 মাসের 300 ঘন্টার এই কোর্সের ব্যবস্থা করতে চলেছে।

সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকবে এবং প্রতিদিন 4 ঘন্টা করে ক্লাস হবে।

প্রশিক্ষণের জন্য প্রতিটি জেলায় দুটি করে সেন্টার তৈরি করা হবে।

মোট 46 টি সেন্টারে 2300 জন ছাত্র-ছাত্রী এই সুবিধা পাবে।

আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে।

আপনার জন্য আরো

1.সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি নেওয়ার অনলাইন আবেদন পদ্ধতি

2.অনলাইনে ভোটার লিস্টে আপনার নাম চেক করবেন কিভাবে ?

3.অনলাইনে জন্ম সার্টিফিকেটের Acknowledgement নম্বর কিভাবে সন্ধান করবেন ?

4.AAY,PHH এবং SPHH রেশন কার্ড ব্যবহারকারীদের জন্য বিরাট সুখবর 2024

Leave a Comment