আকর্ষণীয় ফিচারের সাথে খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে Xiaomi 13

ইতিমধ্যেই এই নতুন হ্যান্ডসেটটি BIS তথা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন পেয়ে গিয়েছে। অর্থাৎ আর কিছু দিনের মধ্যেই ভারতে এই নতুন স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে। সামনের মাসের দিকেই এই স্মার্টফোনটি প্রথমত চীনের মার্কেটে লঞ্চ হবে বলে জানা গিয়েছে, আর ঠিক তার পরেই ফোনটি লঞ্চ হবে ভারতে।

ভারতে প্রায় অনেকটা পরেই আলোচনা শুরু হয়েছে Xiaomi 13 স্মার্টফোনটি নিয়ে। খুব শীঘ্রই ভারতে এই চিনা টেক জায়ান্টের স্মার্টফোনটি লঞ্চ হবে বলে জানা গিয়েছে। যদিও Xiaomi-র পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো রকম নিশ্চিত বার্তা দেওয়া হয়নি হ্যান্ডসেটটি লঞ্চ হওয়া সম্পর্কে। চিনে এই স্মার্টফোনটি ২ টি ভ্যারিয়েন্ট – এ আসতে চলেছে একটি হল স্ট্যান্ডার্ড এবং আরেকটি হল প্রো। OnLeaks এর রিপোর্ট থেকে জানা গিয়েছে যে ভারতে এই স্মার্টফোনটির প্রো মডেলটির দাম প্রায় 66,800 টাকা হতে পারে।

 Xiaomi 13 সিরিজে সংকীর্ণ Bezel বৈশিষ্ট্য দেখানো হয়েছে। জনপ্রিয় এক টিপস্টারের মতে, এই সিরিজটিতে একটি Punch-Hole এর সাথে 2K রেজোলিউশনের LTPO ডিসপ্লে থাকতে পারে। এই স্মার্টফোনগুলিতে চোখের সুরক্ষার কথা মাথায় রেখে ডিমিং প্রযুক্তিও থাকতে পারে। Xiaomi-র এই সিরিজের ফোনটিতে থাকতে পারে একটি SM8550 চিপসেট যা Qualcomm Snapdragon 8 Gen 2 SoC বলে মনে করা হচ্ছে।

Xiaomi 13 সিরিজের হ্যান্ডসেটগুলিতে ফ্ল্যাট এবং বাঁকা ডিসপ্লে তুলনামূলকভাবে Bezel দিতে চলেছে, এমনটা জানানো হয়েছে টিপস্টার Digital Chat Station জনপ্রিয় চিনা সোশ্যাল মাধ্য ওয়েইবো প্ল্যাটফর্মে। ওই টিপস্টার আরও দাবি করেছেন যে স্মার্টফোন ২ টিতে একটি নতুন প্যাকেজিং প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। যদিও কোনো কোনো হ্যান্ডসেটটি বাঁকা ডিসপ্লে হতে পারে আবার কোনো কোনো হ্যান্ডসেটটি ফ্ল্যাট স্ক্রিন হতে পারে সেই সম্পর্কে টিপ্সটার এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি।

এই সিরিজের একটি হ্যান্ডসেট BYD দ্বারা তৈরি সিরামিক ব্যাক কভারের সাথে মার্কেটে লঞ্চ হতে পারে বলে একটি প্রতিবেদনে জানা গিয়েছে। Xiaomi 13 এবং Xiaomi 13 Pro স্মার্টফোন দুটিই Android 13 অপারেটিং সিস্টেম এর সাহায্যে চালিত হবে। অনুমান করা যাচ্ছে যে, এই Xiaomi 13 স্মার্টফোনটিতে একটি সেলফ-ডেভেলপড আইসি থাকতে পারে, যা ফোনটিকে একটি একক সেল ব্যাটারিতে তারযুক্ত ফার্স্ট চার্জিং প্রদান করবে। প্রতিবেদনে এটাও বলা হয়েছে যে Xiaomi থেকে এই হ্যান্ডসেটটি তুলনামূলকভাবে আরও বেশি কার্যকর শক্তি ব্যবস্থাপনার জন্য Surge P1 চিপের একটি আপগ্রেডেড সংস্করণ পাবে।

আপনার জন্য আরো

1.বিশ্বের সবথেকে বড় ক্যামেরা সেন্সরযুক্ত স্মার্টফোন Leica’s Leitz Phone 2

2.অতি কম মূল্যে দুর্দান্ত ব্যাটারির সাথে চলে এলো Realme c33

3.Vivo X90 Pro+ স্মার্টফোনটি নিয়ে আসতে চলেছে 80W ফার্স্ট চার্জিং সহ একটি দুর্দান্ত ক্যামেরা

4.Realme এক্সচেঞ্জ অফার : রেয়ালমির 18,000 টাকার স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র 849 টাকায়।

Leave a Comment