WhatsApp ইউজার এক্সপেরিয়েন্স ভালো করবার উদ্দেশ্যে কোম্পানি বিভিন্ন সময় বিভিন্ন ফিচার লঞ্চ করে থাকে। এমন একটি নতুন ফিচার কোম্পানি আনতে চলেছে যেখানে স্ক্রিন শেয়ারিং এর সুবিধা থাকছে। এই ফিচারের টেস্টিং শুরু হয়ে গেছে অ্যান্ড্রয়েড ডিভাইসের উপর যা WhatsApp বিটা ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। এই ফিচারটি whatsapp ব্যবহারকারীদের ভিডিও কল করার সময় স্ক্রিন শেয়ারিং এর সুবিধা দিয়ে থাকে। যা ব্যবহারকারীদের অনেক সাহায্য করে। আসুন এই স্ক্রিন শেয়ারিং ফিচার সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।
WABetalnfo এর রিপোর্ট অনুসারে, যে সমস্ত whatsapp ব্যবহারকারীরা whatsapp এর লেটেস্ট বিটা ভার্সন 2.23.11.19 ইনস্টল করেছেন তারা এই স্ক্রিন শেয়ারিং ফিচার ব্যবহার করতে পারবেন। এই ফিচারটি আপনি যখন ভিডিও কল করবেন তখন তার নিচের দিকে একটি নতুন অপশন আসবে যেটার উপর ক্লিক করে আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। এই ফিচারটি ব্যবহার করার সময় ব্যবহারকারী সম্পূর্ণভাবে স্ক্রিন শেয়ারিং নিয়ন্ত্রণ করতে পারবেন এবং যখন খুশি ” স্টপ শেয়ারিং” অপশনটিতে ক্লিক করে স্ক্রিন শেয়ারিং বন্ধ করতে পারবে।
এই ফিচারটি Google Meet এর লাইভ শেয়ারিং ফিচার এবং Apple এর SharePlay ফিচারের সঙ্গে মিল পাওয়া যায় যা iPadOS,iOS এবং macOS ডিভাইসে উপলব্ধ রয়েছে। Whatsapp এর এই স্ক্রিন শেয়ারিং ফিচারটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য সুবিধা হবে যাদের স্মার্টফোনের গাইডেন্সের প্রয়োজন। বিশেষ করে বয়স্ক এবং ছোট বাচ্চারা যারা স্মার্টফোন ব্যবহার করে তাদের কোনরকম সাহায্য লাগলে তারা তার পরিচিত কোন ব্যক্তির থেকে এই ফিচারটির সাহায্যে help নিতে পারে। Whatsapp প্রতিনিয়ত তাদের প্লাটফর্মে নতুন নতুন ফিচার আনতে চলেছে যাতে ব্যবহারকারীরা আরো বেশি whatsapp ব্যবহার করে। Whatsapp এর এই নতুন ফিচার whatsapp ব্যবহারকারীদের ভিডিও কলিং এর অনুভূতিকে আরও বৃদ্ধি করে।
আপনার জন্য আরো
1.Whatsapp নিয়ে আসলো নতুন ফিচার, কেউ দেখতে পারবে না আপনার পার্সোনাল মেসেজ, জানুন বিস্তারিত
2.হোয়াটসঅ্যাপ একাউন্ট কি কি কারণে বন্ধ হতে পারে তা জেনে নিন
3.আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার থেকে কীভাবে বাঁচাবেন ?