TVS তাদের জনপ্রিয় রাইডার্স সিরিজের একটি নতুন ১২৫ সিসির মডেল বাজারে নিয়ে এসেছে যেটির নাম TVS SmartXonnecTM TFT । বাইকটির দাম করা হয়েছে এক লাখ টাকা থেকে দশ টাকা কম 99,990। দশ টাকা কেন কম করা হলো আপনার যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে করে জানাতে ভুলবেন না। নতুন মডেলটির বুকিং অলরেডি শুরু হয়ে গেছে। এই মডেলটি দুটি কালারে পাওয়া যাবে ফিয়েরি ইয়োলো এবং উইকডব্ল্যাক । এই মডেলটি সবচেয়ে আকর্ষণীয় ফিচারটি হলো টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার । বাইকটিতে ডিজিটাল ট্রিপ মিটার, টাইম, ওডোমিটার, রাইডিং স্পিড, অ্যাভারেজ স্পিড, রাইডিং মোড, ফুয়েল গজ, গিয়ার পজিশন ইন্ডিকেটর ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ ফিচার দেখতে পাবেন।
এই বাইক টি ক্লাউড কানেক্ট টেকনোলজির সুবিধা ব্যবহার করতে চলেছে যা তারা তাদের নিজস্ব SmartXonnect এ ব্যবহার করবে। এই সিস্টেমটি ব্লুটুথ এনাবেল হওয়ায় এটি রাইডিং এনালিটিক্সের রেঞ্জ শো করবে। একই সঙ্গে রাইডাররা তাদের রাইডিং স্টাইলও ট্র্যাক করতে পারবেন। এছাড়াও এই বাইকটিতে থাকছে ইনকামিং কল ফিচার, ইমেজ ট্রান্সফার, ভয়েস ও নেভিগেশন অ্যাসিস্টের সুবিধা।
১২৫ সিসির এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে LED হেড ল্যাম্প, একটি LED টেল ল্যাম্প এবং একই সঙ্গে রয়েছে একটি ডে টাইম রানিং ল্যাম্প। এছাড়া রয়েছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ইন্টেলিজেন্স স্টার্ট স্টপ ফিচার, ইঞ্জিন কাট অফ এবং একটি ইউএসবি পোর্ট এর সুবিধা যার সাহায্যে আপনি আপনার মোবাইল ডিভাইসটিকে চার্জ করতে পারবেন।
Tvs এর এই নতুন মডেলটির সঙ্গে পুরনো মডেলটির খুব বেশি ফারাক নেই। পুরনো মডেলটির মতোই এটিতেও একটি এয়ার এবং অয়েল কুল 3V 124.8 cc ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। 7500 rpm এ সর্বাধিক 11.4 হর্সপাওয়ার উৎপন্ন করতে পারে এবং এটির পিক টক আউটপুট 11.2Nm 6000rpm । এই ইঞ্জিনটি পেয়ার করা হয়েছে একটি 5 স্পিড ট্রান্সমিশনের সঙ্গে এই বাইকটিতে দুটি মোড ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে পাওয়ার এবং অপরটি হচ্ছে ইকো ।
এই বাইকটির সর্বাধিক গতিবেগ ঘন্টায় ৯৯ কিলোমিটার।
এই বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 240 mm ডিস্ক ব্রেক। এবং পিছনে ব্যবহার করা হয়েছে ডাম ব্রেক। সাসপেন্সন অব ডিউটির জন্য বাইকের রিয়ার প্যানেলে রয়েছে 5 মনোশক এবং বাইকের সামনে টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে।
আপনার জন্য আরো
1.Vodafone Idea দিওয়ালি অফার 2022 : পান অতিরিক্ত Data
2.এইবার সমস্ত ভারতীয়দের জন্য মার্কেটে চলে এলো মাত্র 15,000 টাকায় JioBook ল্যাপটপ
3.Logitech G502 X Plus Mouse গেমারদের জন্য একটি আকর্ষণীয় ধামাকা