Apple iPhone 14 স্মার্টফোনটি চলতি বছর সেপ্টেম্বর মাসের দিকে ভারতে লঞ্চ হয়েছিল। দেশে এই আইফোনটি 79,900 টাকায় লঞ্চ হয়েছিল। অর্থাৎ এই iPhone 14 স্মার্টফোনটি এই দাম থেকেই ভারতে শুরু হয়েছিল। কিন্তু এখন আপনারা 57,100 টাকায় এই আইফোনটি কিনতে পারবেন। অফারটি পাওয়া যাচ্ছে ই-কমার্স সংস্থা Amazon India থেকে। এইবার আপনারা জেনে নিন যে কিভাবে এত কম দামের মধ্যে আপনারা Apple iPhone 14 স্মার্টফোনটি কিনতে পারবেন।
বর্তমানে অ্যামাজনে iPhone 14 এর 128GB স্টোরেজ মডেলটির দাম 78,400 টাকা। একটি A15 বায়োনিক চিপসেট রয়েছে এই আইফোনটিতে। আইফোনটিতে রয়েছে অত্যাধুনিক ও উন্নতমানের ক্যামেরা ফিচার।
এই আইফোন 14 স্মার্টফোনটিতে অসাধারণ কোয়ালিটির ফটো তোলা যাবে। আপনারা যদি এই আইফোনটি HDFC ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে অ্যামাজন থেকে কেনেন তাহলে আপনারা 5000 টাকা ছাড় পেয়ে যাবেন। এর ফলে iPhone 14 এর 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমে 73,400 টাকা হবে। এমনকি এক্সচেঞ্জ অফারও রয়েছে ফোনটিতে। অর্থাৎ আপনারা পুরোনো আইফোনের বদলে এই নতুন iPhone 14 এর 128GB স্টোরেজ বিশিষ্ট মডেলটি কিনতে পারবেন। অতএব আপনারা 16,300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। সেক্ষেত্রে আপনার ফোনটির দাম কমে হবে 57,100 টাকা।
Apple iPhone 14 স্মার্টফোনটির স্পেসিফিকেশন :-
- এই আইফোনটিতে 6.1 Inch -এর একটি Super Retina XDR ডিসপ্লে রয়েছে। এছাড়াও এই ফোনটিতে একটি সেরামিক শিল্ড প্রটেকশন রয়েছে। এই ফোনটি spills and splashes- এর ক্ষেত্রে রেজিসট্যান্ট।
- এই iPhone 14 ফোনটিতে রয়েছে A15 বায়োনিক চিপসেট। তার সঙ্গে 128GB, 256GB এবং 512GB স্টোরেজ যুক্ত রয়েছে।
- iPhone 14 ফোনটিতে 12MP প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে। এরই সাথে রয়েছে 12MP আলট্রা ওয়াইড সেন্সর। ফোনটির ডিসপ্লের উপরের দিকে 12MP TrueDepth ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে। এছাড়াও আপনারা এই ফোনটিতে সিনেম্যাটিক মোডে ভিডিও ও ফটো তুলতে পারবেন। ফোনটিতে 4K Dolby Vision সাপোর্ট রয়েছে। এমনকি রয়েছে অ্যাকশন মোডও।
- এই ফোনটিতে প্রায় 5G সাপোর্ট যুক্ত 20 ঘন্টার প্লেব্যাক টাইম পাওয়া যায়। ইউজারদের নিরাপত্তার কথা মাথায় রেখে ফেস আইডি আনলক ফিচারও দেওয়া হয়েছে ফোনটিতে।
- Product Red, Blue, Midnight, Purple এবং Starlight এই 5 টি কালারে ফোনটি ভারতে লঞ্চ হয়েছে।
আপনারা জন্য আরো
1.ফ্লিপকার্টে iPhone 12 স্মার্টফোনটির উপর চলছে অ্যাপেল ডে’জ সেল অফার
2.অতি কম মূল্যে দুর্দান্ত ব্যাটারির সাথে চলে এলো Realme c33
3.খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Realme 10 4G স্মার্টফোনটি
4.এক ধাক্কায় 5,000 টাকা কমে গেলো OnePlus 10 Pro 5G ফোনের দামটি