OnePlus V Fold স্মার্টফোনটি খুব শীঘ্রই লঞ্চ হওয়া সম্ভবনা জানুন বিস্তারিত

OnePlus সামনের মাসেই তাদের প্রথম Foldable স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। কোম্পানি ক্লাউড 11 লঞ্চ ইভেন্টে ফেব্রুয়ারি মাসে এই ঘোষণা করেছিল। এই স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রফেসর দেওয়া হতে পারে। ফোনটিতে 8 ইঞ্চির একটি ডিসপ্লে এবং 6.5 ইঞ্চির একটি বাইরের স্ক্রিন দেয়া হতে পারে।

ফোনটিতে সার্কুলার মডেল এ ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। টিপসস্টার Ice Univers টুইটারে দাবা করেছে যে এই স্মার্টফোনটি Huawei Mate X3 কে টক্কর দেবে। এই স্মার্টফোন টি সবুজ, সোনালী এবং কালো রঙে পাওয়া যেতে পারে। এই সপ্তাহের শুরুতেই টিপসস্টার Steve Hemmerstoffer টুইটারে OnePlus V Fold স্মার্টফোনটির ইমেজ প্রকাশ্যে এনেছিল । এই ফোনটির ডান দিকের কর্নারে একটি স্লাইডার এবং একটি পাওয়ার বাটন দেখা যাচ্ছিল। এই পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেয়া হতে পারে।

এছাড়াও এই স্মার্টফোনটিতে একটি সার্কুলার ক্যামেরা মডেল দেখা গেছে যেখানে তিনটি সেন্সর দেয়া হয়েছে। OnePlus V Fold স্মার্টফোনটিতে হাই কোয়ালিটি অপটিক্যাল জুম সাপোর্ট এর সঙ্গে একটি পেরিস্কোপ ক্যামেরা থাকতে পারে।

এই স্মার্টফোনটিতে যে ৮ ইঞ্চি স্ক্রিন টি ব্যবহার করা হয়েছে সেটি quad HD+ OLED এবং বাইরের স্ক্রিন টি HD+হতে পারে। ফোনটি ট্রিপিল ক্যামেরা সেটাপে একটি 50 মেগাপিক্সেলের সেন্সর এবং 32 মেগাপিক্সেলের দুটি সেন্সর দেখা যেতে পারে।

কোম্পানি এই মাসের শুরুতেই ওয়ানপ্লাস Nord N30  ফাইভ জি আমেরিকায় লঞ্চ করেছে। ফোনটিতে অক্টোকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর দেয়া হয়েছে। ফোনটি 5000mh এর একটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারি চার্জ করার জন্য একটি 50w SuperVOOC ফাস্ট চার্জার দেয়া হয়েছে। এই স্মার্টফোনটি একটি সিঙ্গেল কালার অপশন এবং একটি স্টোরিজ ভেরিয়ান্ট উপলব্ধ করা হয়েছে। ফোনটিতে 6.72 ইঞ্চির একটি full HD+LCD ডিসপ্লে দেয়া হয়েছে যার রেজুলেশন 2400 x 1080 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz। এই স্মার্টফোনটিতে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং একটি ম্যাক্রো সেন্সর দেয়া হয়েছে। সেলফির জন্য একটি 16 মেগাপিক্সেলের সেন্সর দেয়া হয়েছে।

আপনার জন্য আরো

1.মাত্র 1,099 টাকায় 50-ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সহ Portronics Harmonics Twins S6 ইয়ারবাডস লঞ্চ, জানুন বিস্তারিত

2.Jio দিচ্ছে 2.5GB ডেটা সঙ্গে 75GB ফ্রি ,388 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং এবং OTT সুবিধা জানুন বিস্তারিত

3.Vivo X90s স্মার্টফোনটিতে MediaTek Dimensity 9200+ SoC থাকার সম্ভাবনা, জানুন বিস্তারিত

4.জুলাই মাসে নতুন ডিজাইন সহ ভারতে লঞ্চ হতে পারে Oppo -র Reno 10 সিরিজ, জানুন বিস্তারিত

Leave a Comment