ফোনের সাহায্যে কোন ব্যক্তির উচ্চতা এখন মাপা সম্ভব আসুন দেখে নেওয়া যাক পদ্ধতি

আইফোন একটি প্রিমিয়াম স্মার্টফোন এবং এতে একাধিক হিডেন ফিচারও দেওয়া থাকে। কিন্তু বেশ কিছু
ফিচার সম্পর্কে অনেক iphone ব্যবহার কারীরা জানেন না। আই ফোনের কি ফিচারের সাহায্যে যেকোনো
ব্যক্তির উচ্চতা মাপা সম্ভব। এর জন্য আপনাদের LiDAR Scanner ফিচার ব্যবহার করতে হবে। এই
ফিচারটি কোম্পানি ফোনের রিয়ার ক্যামেরার সঙ্গে দেয়। এই ফিচারটির সাহায্যে ক্যামেরা দিয়েই যে কোন
বস্তুর উচ্চতা মাপা যায়।
LiDAR অথবা লাইট ডিটেকশন এবং রেঞ্জ ব্যবহারকারীদের পরিবেশ স্ক্যান করতে এবং ম্যাপ করতে
সুবিধা দেয়। এটি রেডারের মতো কাজ করে যদিও এটি শুধুমাত্র লেজারের সাহায্যে দূরত্ব এবং ডেপথ মাপা
হয়। এক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন যে সমস্ত আইফোনে এই LiDER Scanner দেওয়া হয় না।
এই ফিচারটি শুধুমাত্র iPhone 12,iPhone 13 এবং iPhone 14 এর Pro মডেল গুলির জন্য উপলব্ধ।
অর্থাৎ এই ফিচারটি iPhone 12 Pro এবং Pro Max,iPhone 13 Pro এবং Pro Max,iPhone 14 Pro
এবং Pro Max মডেলের ফোন গুলিতে ব্যবহার করা যাবে।
এটি আপনারা আইফোনের Measure অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে
iPhone Measure এপ্লিকেশন টিকেও ওপেন করতে হবে। তারপর যে ব্যক্তিটির উচ্চতা বা হাইট মাপতে
চান সেই দিকে ক্যামেরাটি ধরুন। ক্যামেরা কি এমন ভাবে ধরতে হবে যাতে ব্যক্তিটির মাথা থেকে পা
পর্যন্ত পুরোটাই দেখা যায়। এরপর দেখবেন একটি লাইন ব্যক্তিটির উপর দেখা যাচ্ছে সেটি হচ্ছে
মেজারমেন্ট লাইন তারপর আপনাকে টেক পিকচার অপশনটি রয়েছে সেটির উপর ক্লিক করে একটি ফটো
তুলে নিতে হবে।

তারপর ফটোটি আপনি সেভ করে ফটোটি থেকে ব্যক্তিটির উচ্চতা বা হাইট বের করতে পারবেন।

আপনার জন্য আরো

1.স্মার্টফোন ভালো রাখার উপায়গুলি জেনে নিন

2.ইন্টারনেট কানেকশন ছাড়া কিভাবে UPI পেমেন্ট করবেন ?

3.জেনে নিন Android ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফোটো ও ভিডিও রিকভার করার উপায়

4.এন্ড্রয়েড ফোন থেকে কীভাবে অ্যাপ হাইড করবেন ?

Leave a Comment