Inverter বাড়ির কোথায় রাখা উচিত নয় ! নাহলে খারাপ হতে পারে ব্যাটারি

আপনার বাড়িতে যদি inverter থেকে থাকে তাহলে নিশ্চই আপনাকে কিছু না কিছু সমস্যায় পড়তেই হয় বা inverter হয়তো কাজ করে না। বাড়িতে inverter থাকলে বিভিন্ন ধরণের সমস্যা হয়ে থাকে, এই কারণে inverter এর জন্য বাড়ির ঠিকঠাক জায়গাটা বেছে নিন।

বর্তমানে inverter হলো ঘরের একটি গুরুত্বপূর্ণ অংশ। গরমকালে খুব ঘন ঘন কারেন্ট যাওয়ার সমস্যা হয়ে থাকে আবার অনেক জায়গায় কারেন্ট নিয়ে ঝামেলাও হয়। আগেকার দিনে যখন inverter ছিল না তখন মানুষ কারেন্ট ছাড়ায় কাটিয়ে দিতো। কিন্তু এখনকার দিনে inverter এর সাহায্যে লাইট জ্বালানো, ফ্যান চালানো, টিভি দেখা, ফোন চার্জিং সহজেই করতে পারে। এই কারণেই জন্য আপনার ঘরে যদি একটি inverter থাকে, তাহলে কারেন্ট গেলেও আপনার কোনো চিন্তা থাকে না। কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের বাড়ি inverter আছে ও সেই inverter নিয়ে তাদের অনেক সমস্যায় পড়তে হয়, আর নাহলে inverter ঠিকঠাক কাজ করে না। বাড়িতে inverter থাকলে বিভিন্ন কারণে সমস্যা হতে পারে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি বাড়ির কোথায় রেখেছেন inverter টি।

বাড়িতে inverter রাখলেই হয় না তার যত্নও নিতে হয়, বিশেষ করে inverter এর ব্যাটারির যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ব্যাটারির যত্ন না নিলে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে ব্যাটারি।

বাড়ির কোথায় inverter টা রাখা হবে সে নিয়ে কেউ তেমন ভাবে না। কিন্তু এই বিষয়টা নিয়েই ভাবা দরকার যে কোথায় রাখলে inverter টি smoothly ভাবে চলবে। এই বিষয়টা নিয়ে বেশি ভাবা দরকার।

সবার আগে বাড়ির নির্দিষ্ট একটি জায়গা বাছুন যেখানে আপনি inverter টি রাখতে চান। ব্যাটারিটি এমন জাগায় রাখবেন যেখানে বাতাস আসা-যাওয়া করতে পারবে। বাতাস আসা-যাওয়া করাটা খুবই জরুরি। ব্যাটারির আশেপাশে দেখে রাখা দরকার যে যাতে নোন জল, প্রচন্ড তাপ বা ক্ষয়কারী উপাদান যেমন- নন সিলড ব্যাটারি গ্যাসিং না থাকে। তার দিকে বেশি খেয়াল রাখতে হবে।

আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো inverter টিকে একটি ছায়াযুক্ত জাগায় রাখা উচিত। inverter টিকে এমন জাগায় রাখুন যাতে সূর্যের আলো সরাসরি ভাবে না পরে, তা না হলে খুব তাড়াতাড়ি inverter নষ্ট হয়ে যেতে পারে।

আপনাদের জন্য আরো

1.এই গরমে ফ্যান টেক্কা দিচ্ছে কুলারকে ! আজকেই অর্ডার করুন স্প্রিংকলার

2.AC, TV, Firdge বাজ পড়ে পুড়তে পারে ! কিভাবে বিপদ থেকে বাঁচবেন

3.পুরোনো Computer এর নতুন কিছু ব্যবহার জেনে নিন

4.বিদ্যুৎ খরচ ৫০ শতাংশ বাঁচান ! BLDC ফ্যানের সুবিধা কি জেনে নিন

Leave a Comment