গুগোল স্ট্রিট ভিউ নামটা শুনেই আশা করি বুঝতে পারছেন এই ফিচারটির কি কাজ। গুগোল স্ট্রিট ভিউ গুগল ম্যাপ এর একটি ফিচার। ফিচারটি সাহায্যে আপনি গুগল ম্যাপের রিয়েল লাইফ ভিজুয়াল ছবি দেখতে পাবেন। বিশ্বের বিভিন্ন স্থানে ছবি আপনি এই ফিচারটির সাহায্যে ভার্চুয়ালি দেখতে পাবেন। এই ফিচারটি কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে ডিটেইলস আমরা এই পোস্টটিতে জানব।
মোবাইলে গুগল স্ট্রিট ভিউ ব্যবহার করার নিয়ম
আইফোন অথবা অ্যান্ড্রয়েড আপনি যে ফোনে ব্যবহার করেন না কেন খুব সহজেই আপনি আপনার মোবাইল থেকে গুগোল স্ট্রিটভিউ অ্যাক্সেস করতে পারবেন।
- প্রথমে গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করুন।
- তারপর সার্চ অপশনে আপনার পছন্দের জায়গা টির নাম লিখুন।
- আপনার সার্চ করা জায়গাটির স্ট্রিটভিউ রেকর্ড থাকলে তার উপর একটি টার্নওভার আইকন যুক্ত ছবি প্রিভিউ দেখতে পাবেন।
- ওই আইকনের ছবির উপর ক্লিক করলে উক্ত স্থানের স্ট্রিটভিউ আপনি দেখতে পারেন।
কিছু কিছু জায়গার স্ট্রিটভিউ খুঁজে পাওয়া যায় না ।আবার কোন কোন জায়গার স্ট্রিটভিউ হিসাবে শুধুমাত্র একটি দৃশ্য পাওয়া যায়, অর্থাৎ আপনার ইচ্ছামত নেভিগেট করার সুযোগ থাকে না।
আর যদি কোন স্থানের সম্পূর্ণ স্ট্রিটভিউ রেকর্ড থাকি তাহলে আপনি সেই স্থানের ৩৬০ ডিগ্রি স্ট্রিট ভিউ দেখতে পাবেন এবং আপনার পছন্দ মত নেভিগেট করতে পারবেন।
স্ট্রীট ভিউ ওপেন করার পর আপনি আপনার ইচ্ছামতো যেকোনো দিকে শোয়াইপ করে আপনার ভিউটা কে চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। কোনো ডাইরেক্শনে যাওয়ার জন্য সেইদিকে আপনাকে ডবল ট্যাপ করতে হবে।
কম্পিউটার থেকে গুগল স্ট্রিট ভিউ ব্যবহার করার নিয়ম
আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে গুগোল স্ট্রিট ভিউ ব্যবহার করতে পারেন।
- প্রথমে গুগল সার্চ বারে যেকোনো অ্যাড্রেসবার ল্যান্ডমার্কের নাম লিখতে হবে।
- তারপর ওই স্থানে একটি গুগলের নলেজ ফাইল দেখতে পাবেন যেখানে আপনি যে স্থানটির নাম লিখেছেন সেই সম্পর্কে ছবি এবং তথ্য দেখতে পাবেন।
- যদি আপনি যে স্থানটি সার্চ করেছেন সেই স্থানটির গুগোল স্ট্রিত ভিউ কভারেজ থাকে তাহলে নলেজ প্যানেলের ছবির পাশে “see outside” বলে একটি অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন।
- তারপর ওই স্থানের একটি স্ট্রিটভিউ আপনি আপনার ডিভাইসের স্ক্রিনে দেখতে পাবেন।
গুগল ম্যাপের মাধ্যমে সরাসরি স্ট্রিটভিউ কিভাবে দেখবেন
- প্রথমে আপনার ব্রাউজার থেকে গুগল ম্যাপে প্রবেশ করুন।
- আপনি যে স্থানটি কেউ দেখতে চান সেই স্থানটির নাম লিখে সার্চ করুন।
- আপনি যে জায়গাটির নাম লিখে সার্চ করেছে সেই জায়গাটি যদি স্ট্রিটভিউ সাপোর্ট করে তাহলে স্ক্রিনের উপরে ছবি সহ একটি জিও লোকেশন কার্ড দেখতে পাবেন।
- ওই জিওলোকেশন কার্ড টি তে ক্লিক করলে আপনি স্ট্রিটভিউয়ে প্রবেশ করবেন।
প্যাগম্যান স্ট্রিটভিউ ব্যবহার
- যেকোন স্থানের নাম গুগল ম্যাপে সার্চ করতে হবে।
- তারপর গুগল ম্যাপের ডানদিকে নিচে প্যাগম্যান ড্রাগ করে নির্দিষ্ট স্থানে ম্যাপের উপর ছেড়ে দিন।
- ওই স্থানে যদি স্ট্রিট ভিউ রেকর্ড থাকে তাহলে পিগম্যান ড্রপ করার পর আপনি ওই স্থানের ট্রিট ভিউতে প্রবেশ করবেন।
- স্ট্রীট ভিউতে প্রবেশ করার পর আপনার কার্সার ফরওয়ার্ড অ্যারোতে পরিণত হবে।
ডিরেকশনাল অ্যারো ব্যবহার করে স্ট্রীট ভিউতে নেভিগেট করা যাবে। আপনার মাউস ব্যবহার করে সুবিধামতো স্ট্রিটভিউ ব্যাবহার করতে পারেন।
উপসংহার
আপনি কি গুগোল স্ট্রিত ভিউ ব্যবহার করেন? গুগোল স্ট্রিত ভিউ আপনাকে কিভাবে সাহায্য করেছে অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন। এই বিষয়ে আপনার কোন রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং এই পোস্টটি আপনার বন্ধুর সাথে শেয়ার করে তাকেও এই বিষয়টি জানতে সাহায্য করুন।
FAQ.
প্রশ্ন:গুগল 360 স্ট্রিট ভিউ কি?
উত্তর: কোন একটি নির্দিষ্ট স্থানের 360 ডিগ্রী ভিউ গুগল ম্যাপ প্রোভাইড করে এটিকেই গুগল 360 ভিউ বলা হয়। এর সাহায্যে আপনি চারদিকের দৃশ্য খুব সহজেই দেখতে পাবেন।
প্রশ্ন: গুগুল আর্থ যে দৃশ্য দেখায় সেটা কি লাইভ দৃশ্য?
উত্তর:না, গুগল আর্থের সাহায্যে আমরা যে দৃশ্য বা ইমেজ দেখতে পায় সেগুলি লাইভ নয়।
প্রশ্ন: গুগল আর্থ এর থেকে ভালো অপশন কিছু আছে যা একই কাজ করে?
উত্তর: zoom earth
প্রশ্ন: গুগল স্ট্রিট ভিউয়ের সাহায্যে যে লোকেশন এবং ম্যাপগুলি দেখায় সেগুলো কি লাইভ লোকেশন?
উত্তর: গুগল ট্রিট ভিউ এর সাহায্যে আপনি আপনার লাইভ লোকেশন ট্র্যাক করতে পারবেন।
প্রশ্ন: google street ভিউ ব্যবহার করতে কি কোনরকম টাকা লাগে?
উত্তর: না,বর্তমানে গুগল স্ট্রিট ভিউ ব্যবহার করতে কোন রকম টাকা লাগে না ।
আপনার জন্য আরো
1.আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে কী কী করবেন ?
2.কম্পিউটারের গতি বাড়ানোর 10 টি সুপার হট টিপস
3.হোয়াটসঅ্যাপ এ নম্বর সেভ না করে কল ও ম্যাসেজ করার উপায়
4.যে কোনো সমস্যার সমাধানে ফেসবুকের সাথে কিভাবে যোগাযোগ করবেন ?