আপনার কন্টাক্ট নাম্বার গুলি একটি জিমেইল একাউন্ট থেকে অন্য জিমেইল একাউন্টে কিভাবে ট্রান্সফার করবেন?|How to transfer contacts from one Gmail account to another in Bengali 2022|

আপনি যদি আপনার কন্টাক্ট নাম্বার গুলি একটি জিমেইল আইডিতে সেভ করে রাখেন সেক্ষেত্রে খুব সহজেই আপনি আপনার কন্টাক্ট নাম্বার গুলি একটি জিমেইল আইডি থেকে অন্য জিমেইল আইডিতে ট্রান্সফার করতে পারবেন।

আসুন দেখে নেয়া যাক কিভাবে আপনারা আপনাদের কন্ট্যাক্ট গুলি পুরনো জিমেইল অ্যাকাউন্ট থেকে নতুন কোন জিমেইল একাউন্টে সেভ করবেন –

প্রথমে দুটো কথা মনে রাখবেন

  • আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকা দরকার।
  • আপনার কাছে পুরনো এবং নতুন দুটো জিমেইল অ্যাকাউন্ট থাকা প্রয়োজন।

এন্ড্রয়েড ফোনের সাহায্যে কন্টাক্ট ট্রানস্ফার

  • প্রথমে আপনাকে গুগোল কন্টাক্ট অ্যাপ ওপেন করতে হবে।
  • এরপর মেনু বাটনে ক্লিক করুন।
  • তারপর স্ক্রল করুন এবং সেটিং অপশনে ক্লিক করুন।
  • সেখানে এক্সপোর্ট বলে একটা অপশন থাকবে তার উপর ক্লিক করুন।
  • তারপর পুরনো একাউন্ট টা কে ডিলিট করুন এবং নতুন একাউন্ট এড করুন।
  • নতুন একাউন্ট এড করার পর আবার কন্টাক্ট অ্যাপ টি ওপেন করুন।
  • মেনু বাটনে ক্লিক করুন।
  • চোখে দেখুন ইমপোর্ট বল একটি অপশন আছে তার উপর ক্লিক করুন।
  • এরপর ইম্পর্ট ফ্রম স্টোরেজ অপশনটি সিলেক্ট করুন এবং যে অ্যাকাউন্টটিতে ইমপোর্ট করতে চান সেটা সিলেক্ট করে দিন।

কম্পিউটারের সাহায্যে কন্টাক ট্রানস্ফার

  • গুগল ক্রোমে contacts.google.com লিখে সার্চ করুন। তাহলে আপনার কন্টাক্ট ওপেন হয়ে যাবে যদি আপনার জিমেইল আইডিটি গুগল ক্রোমে লগ ইন করা থাকে।
  • এরপর মেনু অপশন এ যান সেখানে দেখুন এক্সপোর্ট বলে একটা অপশন আছে সেটাকে সিলেক্ট করুন।
  • তারপর Google CSV অপশনটি সিলেক্ট করুন এবং এক্সপোর্ট অপশন এ ক্লিক করুন।
  • এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর আপনার কম্পিউটারের লোকেশন সিলেক্ট করুন যেখানে আপনি এ কন্টাক্ট সেভ করতে চান।
  • এক্সপোর্ট করার পর আপনার পুরনো জি-মেইল অ্যাকাউন্টে লগ আউট করে দিন। এবং নতুন জিমেইল আইডিটি লগইন করুন।
  • তারপরে কিভাবে জিমেইল কন্টাক্ট প্রবেশ করুন এবং সেখান থেকে ইমপোর্ট অপশনে ক্লিক করুন এবং কম্পিউটার থেকে CSV যে ফাইলটি সেভ করেছিলেন সেটি সিলেক্ট করে দিন।
  • তারপর আপনার কন্ট্যাক নাম্বার গুলি অটোমেটিক নতুন জিমেইল অ্যাকাউন্টের সঙ্গে sync হয়ে যাবে।

উপসংহার

আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের কন্টাক্ট নাম্বার গুলিকে একটি জিমেইল আইডি থেকে অন্য আরেকটি নতুন জিমেইল আইডিতে কিভাবে ট্রান্সফার করবেন। এই বিষয়ে কোন রকম বিধি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দেয়ার যথাসাধ্য চেষ্টা করব।

FAQ.

প্রশ্ন: জিমেইলের কাস্টমার সার্ভিসে কিভাবে যোগাযোগ করবো?

উত্তর: [email protected] এই  আইডিটিতে আপনি মেল করতে পারেন ।

প্রশ্ন:জিমেইল আমাদের ইমেল গুলিকে কতদিনের জন্য রেখে দেয়?

উত্তর:আপনি যতদিন না পর্যন্ত আপনার ইমেল গুলিকে ডিলিট করছেন ততদিন পর্যন্ত আপনার ইমেইল গুলি জিমেইল অ্যাকাউন্টে থেকে যাবে।

প্রশ্ন:জিমেইল কি ইমেইলের জন্য কোনরকম চার্জ নেয়?

উত্তর:Gmail email এর জন্য কোন রকম চার্জ নেয় না। তবে স্টোরেজের জন্য চার্জ নেয় ।১৫ জিবি পর্যন্ত স্টোরেজ ফ্রি থাকে তারপরে আপনি যদি স্টোরেজ বাড়াতে চান সে ক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে।

প্রশ্ন:একটি মোবাইল নম্বর দিয়ে কতগুলি জিমেইল একাউন্ট ভেরিফাই করা যায়?

উত্তর:একটি মোবাইল নম্বর দিয়ে সর্বোচ্চ চারটি জিমেইল অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়।

প্রশ্ন:আমি কি আমার জিমেইল এড্রেস টি চেঞ্জ করতে পারি?

উত্তর:না আপনি আপনার জিমেইল এড্রেস টি চেঞ্জ করতে পারবেন না ।আপনি আপনার জিমেইলের সাথে যুক্ত নামটিকে চেঞ্জ করতে পারেন।

আপনার কন্টাক্ট নাম্বার গুলি একটি জিমেইল একাউন্ট থেকে অন্য জিমেইল একাউন্টে কিভাবে ট্রান্সফার করবেন?

transfer contacts one Gmail to another

আপনার জন্য আরো

1.কোন Email কে PDF আকারে কিভাবে সেভ করবেন?

2.গুগলে জিমেল আইডি ব্যাবহারে কি কি সতর্কতা অবলম্বন করবেন ?

3.জিমেল অ্যাপে আর একটি অন্য ইমেল অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন ?

4.নিজের ইমেল আইডি ভুলে গেলে তা কীভাবে উদ্ধার করবেন ?

Leave a Comment