ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়া একটি খুবই সাধারণ ঘটনা। কারণ প্রতিদিন আমরা ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড টাইপ করে ফেসবুকে লগইন করি না। আপনার ফোন বা কম্পিউটারে লগইন করাই থাকে। তাই দীর্ঘদিন পাসওয়ার্ড ব্যবহার না করার ফলে আমরা ভুলে যাই। তাছাড়া ও এখন আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করি এবং তাদের বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। সেই কারণে কখনো কখনো পাসওয়ার্ড ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক। বন্ধুরা চিন্তার কোন বিষয় নেই আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক একাউন্ট রিকভার করতে পারবেন।
বেশিরভাগ ফেসবুক ইউজাররা মোবাইল ইউজ করে থাকেন সেজন্য মোবাইল অ্যাপ থেকে কিভাবে আপনারা পাসওয়ার্ড রিসেট করবেন সেটাই আপনাদের আজকে করে দেখাবো।
আপনার মোবাইলে যদি ফেসবুক অ্যাপটি ইনস্টল না থাকে সবার আগে ফেসবুক অ্যাপসটি ইন্সটল করুন। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যে মোবাইল নম্বর অথবা ইমেইল আইডি দিয়ে খোলা হয়েছিল সেটার প্রয়োজন পড়বে।
আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেলে আপনি পুনরায় ফেসবুকে লগইন করতে পারবেন কিন্তু মনে করে এবার নতুন পাসওয়ার্ড টা আপনার পার্সোনাল ডায়েরিতে লিখে রাখবেন।
আসুন এবার দেখে নেয়া যাক কিভাবে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড রিকভার করবেন-
১. সবার প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। ফেসবুক অ্যাপ্লিকেশন কি আপনার মোবাইলে ইন্সটল না থাকলে প্লে স্টোর থেকে ইন্সটল করে নিন।
২. তারপর ফরগেট পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করুন।
৩. এরপর আপনি আপনার সামনে যতগুলি একাউন্টে লগইন করেছিলেন সবগুলো দেখতে পাবেন। আপনি কি একাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে চান সেটি সিলেক্ট করুন।
যদি সেখানে কোন আইডি দেখতে না পান তাহলে যে ফোন নাম্বার অথবা ইমেইল আইডি ব্যবহার করেছিলেন সেটা লিখে প্রথমে নিজের আইডিটা খুঁজে বের করুন।
৪. তারপর আপনি অ্যাকাউন্ট কনফার্ম করার একটি পেজ দেখতে পাবেন। সেখানে আপনার মোবাইল নাম্বারটি যদি রেজিস্টার থাকে সেখানে ভেরিফিকেশন কোড সেন্ড করার অপশনটি পাবেন অথবা যদি আপনার ইমেইল আইডিটি রেজিস্টার থাকে সেক্ষেত্রে আপনি ইমেইল আইডি ভেরিফিকেশন কোড সেন্ড করতে পারবেন।
তোমাদের এখানে একটা কথা বলার জরুরি যে আপনি যদি শুধুমাত্র মোবাইল নম্বর অ্যাড করে থাকেন সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার দিন শুধু দেখাবেন এবং আপনি যদি শুধুমাত্র ইমেইল আইডি অ্যাড করে থাকেন তাহলে ফেসবুক আইডি খোলার সময় আপনার ইমেইল আইডির ওই অপশন কি দেখাবে। এবং আপনি যদি উভয় দিয়ে রাখেন অর্থাৎ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দেয়া থাকে তাহলে আপনাকে দুটো অপশন দেখাবে ফেসবুক রিকভারি কোড পাঠানোর জন্য।
এরপর আপনি যদি আপনার মোবাইলে ওটিপি চান সে ক্ষেত্রে মোবাইল অপশনটি সিলেক্ট করে কন্টিনিউ করবেন এবং আপনি যদি চান যে আপনার ভেরিফিকেশন কোড টি ইমেইল আইডিতে আসুক তাহলে ইমেইল আইডি অপশনটি সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করুন।
৫.তারপর আপনি যে অপশনটি সিলেক্ট করেছেন সেখানে একটি 6 ডিজিটের কোড আসবে ওই কোডটি আপনি বসিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করুন।
যদি আপনার মোবাইলে অথবা ইমেইল আইডিতে কোন কোড না আসে তাহলে সেন্ড এসএমএস এগেন অপশনটিতে ক্লিক করুন। তারপর কোডটি আসলে সত্যি সঠিক ভাবে বসে কন্টিনিউ অপশনে ক্লিক করুন।
৬. ভেরিফিকেশন কোড এন্টার করবার পর আপনি নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। দেখুন নিউ পাসওয়ার্ড বলে একটি অপশন থাকবে সেখানেই একটি বক্স আসবে সেখানে আপনার নতুন পাসওয়ার্ড টি লিখুন এবং কনটিনিউ অপশনে ক্লিক করুন।
৭. উপরের স্টেপ গুলি সঠিকভাবে ফলো করলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এবং এই নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি এবার আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করতে পারবেন।
আপনি যদি আপনার নিজের মোবাইলে লগইন থাকেন তাহলে প্রথম অপশনটি সিলেক্ট করুন এবং যদি চান অন্য যে সমস্ত ডিভাইসে আপনার ফেসবুক লগইন করা আছে সেখান থেকে ডিসকানেক্ট করতে তাহলে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করুন।
নতুন পাসওয়ার্ডটি মনে করে আপনার পার্সোনাল ডায়েরিতে লিখে রাখুন।
FAQ.
প্রশ্ন: মোবাইল নম্বর কানেক্ট না থাকলে কিভাবে ফেসবুকে লগইন করবো?
উত্তর: আপনার ফেসবুক আইডি মোবাইল নাম্বার কানেক্ট না থাকলে যদি আপনার ইমেল আইডি কানেক্ট করা থাকে সেক্ষেত্রে একটি ভেরিফিকেশন কোড আপনার ইমেল আইডিতে যাবে যেটা দিয়ে আপনি লগইন করতে পারবেন।
প্রশ্ন: ফেসবুকে কাউকে কিভাবে ব্লক করবেন?
উত্তর: প্রথমে ফেসবুকে সেটিং এবং প্রাইভেসি অপশনে যেতে হবে তারপর সেখানে সেটিং অপশনে ক্লিক করে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি অপশনে যেতে হবে সেখানে ব্লকিং বলে একটি অপশন থাকবে সেখানে ক্লিক করে আপনি যেকোন কাউকে ব্লক করতে পারেন।
প্রশ্ন: আমি যদি কাউকে ব্লক করি সে কি জানতে পারবে যে আমি তাকে ব্লক করেছি?
উত্তর: আপনি যাকে ব্লক করছেন সে যখনই আপনাকে কোন এসএমএস অথবা কল করবে তখনই সে জানতে পারবে যে আপনি তাকে ব্লক করেছেন ।
প্রশ্ন: আমার কোন অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে যায় তাহলে ফেসবুক কি অটোমেটিক্যালি অ্যাকাউন্টটিকে ডিলিট করে দেবে?
উত্তর: না, ফেসবুক আপনার অ্যাকাউন্টটি ডিলিট করবে না।
প্রশ্ন: ফেসবুক একাউন্ট কতদিনের জন্য ডিসেবল থাকে?
উত্তর: ৩০ দিনের জন্য।
আপনার জন্য আরো
1.যে কোনো সমস্যার সমাধানে ফেসবুকের সাথে কিভাবে যোগাযোগ করবেন ?
2.ফেসবুক থেকে টাকা আয় করবেন কিভাবে ?