How to apply online for birth certificate of people aged 1 to 100 years?|অনলাইনে ১ থেকে ১০০ বছর বয়সী মানুষদের জন্ম সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন ?

অনলাইনে জন্ম সার্টিফিকেট এর জন্য আবেদন করতে গেলে কি কি পদ্ধতি অনুসরণ করতে হবে তা আমরা আপনাদের এই পোস্টটিতে বিস্তারে জানাবো। আসুন তাহলে জেনে নেওয়া যাক।

  • প্রথমে আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন।
  • তারপর আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। সেখানে আপনি Citizen Services বলে একটি অপশন দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করবেন।
  • করার পর আপনি Birth অপশনটিতে ক্লিক করবেন এবং সেখানে থেকে Delayed Birth Registration অপশনটি সিলেক্ট করে নেবেন।
  • এরপর আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং Get OTP অপশনটিতে ক্লিক করবেন।
  • করার পর আপনার মোবাইলে একটি OTP যাবে সেটি আপনি এখানে বসিয়ে Submit OTP তে ক্লিক করবেন।
  • এরপর আপনি Birth Registration এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন।
  • এরপর আপনার সমস্ত ইনফরমেশন এখানে দিতে হবে।
  • তারপর আপনার জন্মের স্থান অর্থাৎ আপনি কোথায় জন্ম গ্রহণ করেছেন সেটা এখানে বসাতে হবে।
  • তারপর আপনার পিতার সমস্ত তথ্য এখানে দিতে হবে।
  • তারপর আপনার মায়ের সমস্ত তথ্য দিতে হবে।
  • তারপর আপনি যখন জন্ম গ্রহণ করেছেন সেই সময় আপনার মায়ের যা ঠিকানা ছিল সেটা এখানে বসাতে হবে।
  • তারপর সংবাদ দাতা অর্থাৎ আপনি বাড়িতে না হসপিটালে কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা যিনি জানিয়েছেন তার ডিটেলসটা এখানে বসাতে হবে।
  • তারপর আপনার পিতা ও মাতার ধর্ম, পেশা, শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত কিছু এখানে দিতে হবে।
  • তারপর এখানে অন্যান্য কিছু ইনফরমেশন দেওয়ার কথা বলা হয়েছে সেগুলি আপনারা ঠিকঠাক ভাবে বসিয়ে দেবেন।
  • এরপর আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনি যদি বাড়িতে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের থেকে একটা লিখিত সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং সেটি এখানে আপলোড করতে হবে।
  • এরপর নিচে দুটি অপশন রয়েছে একটি হলো Payment of Challan অর্থাৎ এখানে আমাদের একটা লেট চালান পেমেন্ট করতে হবে।
  • আর অপরটি হলো Upload Permission অর্থাৎ এটার জন্য আমাদের পঞ্চায়েত প্রধান এর কাছ থেকে একটি সার্টিফিকেট নিতে হবে। এছাড়াও এই Permission সার্টিফিকেটটির জন্য আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন।
  • তারপর এই তিনটি ডকুমেন্টস আপলোড করে সাবমিট বাটনটিতে ক্লিক করতে হবে।
  • তাহলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং এখানে দেখিয়ে দেবে যে Your application has been submitted successfully।
  • আর এর নিচে একটি Acknowledgement নাম্বার দেওয়া হবে সেটি আপনি কপি করে রাখবেন।
  • এই নাম্বারটির সাহায্যে আপনি আপনার সার্টিফিকেটটির স্ট্যাটাস চেক করতে পারবেন।

Leave a Comment