WhatsApp এ পাঠানো যাবে হাই কোয়ালিটি Video খুব শীঘ্রই আসতে চলেছে নতুন ফিচার

খুব তাড়াতাড়ি WhatsApp হাই কোয়ালিটি ভিডিও শেয়ার করার সুবিধা আসতে চলেছে। এই ফিচারের উপর কাজ করা অলরেডি শুরু হয়ে গেছে। Beta টেস্টারদের জন্য এটি উপলব্ধ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপের 2.23.14.10 ভার্সন আসতে চলেছে যাতে আপনারা হাই কোয়ালিটি ভিডিও শেয়ারিংয়ের এই অপশনটি পাবেন। আসুন এই সম্পর্কে বিস্তারে জেনে নেয়া যাক

পপুলার মেসেজিং অ্যাপ Whatsapp ভার্সন 2.23.14.10 একটি আকর্ষণীয় ফিচার নিয়ে আসতে চলেছে। খবর থেকে এটা জানা যাচ্ছে যে এই আপডেটের সঙ্গে কোম্পানি হাই কোয়ালিটি ভিডিও শেয়ারিং এর সুবিধা দিতে চলেছে। Webetainfo পক্ষ থেকে এটা জানানো হয়েছে। আগে হোয়াটসঅ্যাপে ভিডিও শেয়ার করার সময় ভিডিওর কোয়ালিটি কমে যেত। কিন্তু এখন এই আপডেটের পর হাই কোয়ালিটি ভিডিও পাঠানো সম্ভব হবে। অর্থাৎ আগে যে ভিডিওগুলিকে খুব বেশি পরিমাণে কমপ্রেস করা হতো সেগুলিকে এখন আর খুব বেশি কমপ্রেস করা হবে না।

হোয়াটসঅ্যাপ এর জন্য একটি সুইচ উপলব্ধ করবে। এই বটনটির সাহায্যে ব্যবহারকারী ভিডিও এডিটিং করে ভালো কোয়ালিটির ভিডিও পাঠানোর একটি বিকল্প অপশন পাবেন। যদিও ভিডিওর ডাইমেনশন যেটা থাকবে সেটা কোনরকম পরিবর্তন হবে না। এখানে মনে রাখার বিষয় এটা যে হাই কোয়ালিটি ভিডিও পাঠানোর অপশনটি ডিফল্ট থাকবে না। অর্থাৎ whatsapp ব্যবহারকারী যখন হাই কোয়ালিটি ভিডিও পাঠাতে চাইবে তখন নিজে থেকেই এই অপশনটি সিলেক্ট করতে হবে।

সম্প্রতি হোয়াটসঅ্যাপে হাই কোয়ালিটি ফটো পাঠানোর সুবিধা চালু করেছিল একইভাবে এখন হাই কোয়ালিটি ভিডিও পাঠানোর সুবিধা চালু করতে চলেছে। কোন ভিডিও যদি হাই কোয়ালিটি পাঠানো হয় WhatsApp নিজে থেকেই তার ওপর একটি ট্যাগ লাগিয়ে দেবে যাতে ব্যবহারকারী বুঝতে পারে। এই ধরনের ট্যাগ হাই কোয়ালিটি ফটো গুলোর উপরেও দেখা যায়। এর ফলে ব্যবহারকারী খুব সহজেই বুঝতে পারে যে ভিডিও বা ফটোটি হাই কোয়ালিটিতে পাঠানো হয়েছে। এই ফিচারটি এখন WhatsApp বিটা ব্যবহারকারীদের জন্য উপলব্ধ রয়েছে।

আপনার জন্য আরো

1.হোয়াটসঅ্যাপ একাউন্ট কি কি কারণে বন্ধ হতে পারে তা জেনে নিন

2.আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার থেকে কীভাবে বাঁচাবেন ?

3.হোয়াটসঅ্যাপ এ নম্বর সেভ না করে কল ও ম্যাসেজ করার উপায়

4.হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হওয়া ম্যাসেজ সহজে কীভাবে পড়বেন ?

Leave a Comment