আপনি যদি Cryptocurrency তে ট্রেডিং অথবা ইনভেস্ট করেন তাহলে অবশ্যই Coindex এর নাম শুনে থাকবেন। অথবা আপনি Cryptocurrency তে ইনভেস্ট শুরু করতে চান এই কারণেই পোস্ট টি পড়ছেন। তাহলে আসুন সময় নষ্ট না করে এই Crypto Exchange টির রিভিউ শুরু করা যাক।
CoinDCX একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ যেখানে ২০০টিও বেশি ক্রিপ্টোকারেন্সি রয়েছে। এটি প্রথম শুরু হয়েছিল ২০১৮ সালে সিঙ্গাপুরে। ভারতে CoinDCX এর অফিস মুম্বাইয়ে।
Cryptocurrency গুলির মধ্যে সবথেকে আদি কয়েন হলো Bitcoin। CoinDCX এ বিটকয়েন তো রয়েছেই একই সঙ্গে রয়েছে একাধিক altcoin যেমন Ethereum, Maker, Binance coin, Solana, Polkadot, Decentraland, Polygon,Cardano, The Sandbox, BAT ইত্যাদি। তাহলে বুঝতেই পারছেন আপনারা একটি প্লাটফর্ম থেকেই বিটকয়েন সহ একাধিক অল্ট কয়েন ট্রেড করতে পারবেন। তবে অধিক কয়েন মানেই অধিক স্ক্যাম অর্থাৎ ফ্রড হওয়ার সম্ভবনা থাকে। তাই খুব সাবধানে altcoin এ ট্রেড করা উচিত। বিশেষ করে নতুন লিস্ট হওয়া কয়েন বা টোকেন গুলিতে ইনভেস্ট করার আগে অবশ্যই ভালো ভাবে বিচার বিবেচনা করা উচিত।
CoinDCX রিভিউ : Summary
- ক্রিপ্টো ট্রেডিং এর জন্য CoinDCX একটি সুরক্ষিত প্লাটফর্ম।
- CoinDCX এ ২০০ ও অধিক cryptocoin রয়েছে।
- সহজ সরল ইন্টারফেস ,এককথায় বেচা- কেনা করা, অনলিমিটেড ট্রেডিং এর সুবিধার জন্য হাজার হাজার ব্যবহারকারীর কাছে CoinDCX প্রিয় প্লাটফর্ম হয়ে উঠেছে।
- এছাড়া টাকা ডিপোজিট করতে কোনো ফী লাগে না।
- ট্রেডিং ও টাকা উইথড্রল করতে খুব কম চার্জ নেওয়া CoinDCX কে তার ব্যাবহারকারীদের কাছে আরো আকর্ষিত করে।
- ২4X7 কাস্টমার সাপোর্ট পাওয়া যায়।
CoinDCX একাউন্ট কিভাবে বানাবেন ?
স্টেপ ১ : ওয়েবসাইট এ ভিসিট করুন
CoinDCX এ একাউন্ট করার জন্য প্রথমে আপনাকে ওয়েবসাইটে যেতে হবে। তারপর Register অপশনে ক্লিক করতে হবে। এছাড়াও আপনি CoinDCX app প্লেস্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করেও আপনি রেজিস্টার করতে পারেন।
স্টেপ ২ : আপনার তথ্য প্রদান করুন
রেজিস্টার বাটন এ ক্লিক করার পর আপনাকে আপনার কিছু ডিটেলস যেমন নাম ,ফোন নম্বর ,ইমেইল আইডি এবং কিছু পার্সোনাল ডিটেলস দিয়ে signup অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৩ : ফোন ও ইমেইল আইডি ভেরিফিকেশন
ফোন ভেরিফিকেশন করার জন্য আপনার ফোনে একটি OTP আসবে সেটি এন্টার করুন এবং email ভেরিফাই করার জন্য আপনার ইমেইল এর ইনবক্সে দেখুন সেখানে আপনি একটি ভেরিফিকেশন লিংক পাবেন তার সহজে খুব সহজেই ইমেইল ভেরিফাই করতে পারবেন।
স্টেপ ৪ : ব্যাঙ্ক একাউন্ট ভেরিফাই
- প্রথমে আপনাকে প্রোফাইল আইকনে ক্লিক করে প্রোফাইল সেক্শনে প্রবেশ করতে হবে।
- ২ তারপর আপনাকে ভেরিফাই ব্যাঙ্ক একাউন্ট অপশনে ট্যাব করতে হবে যেটি আপনাকে একটি নতুন স্ক্রিনে নিয়ে যাবে।
- সেখানে আপনার ব্যাংকের ডিটেল দিতে হবে।
- ব্যাঙ্ক একাউন্ট ভেরিফাই করার জন্য আপনার একাউন্ট এ একটি ছোট অংকের টাকা ডিপোজিট করা হবে যা আপনার ব্যাঙ্ক একাউন্ট ভেরিফিকেশন প্রসেসটিকে সম্পূর্ণ করবে।
- তারপর আপনাকে ১২ ডিজিটের UTR নম্বরটি এন্টার করতে হবে।
স্টেপ ৫ : KYC ভেরিফিকেশন
- প্রথমে আপনাকে CoinDCX লগইন করতে হবে। তারপর আপনাকে একাউন্ট সেটিং অপশনে যেতে হবে। তারপর আপনাকে KYC ভেরিফিকেশন অপশনে ক্লিক করতে হবে।
- KYC প্রসেস কমপ্লিট করার জন্য আপনাকে দুটো ডকুমেন্টের ছবি তুলে আপলোড করতে হবে।প্রথমে আপনাকে আপনার প্যানকার্ড এর ফটো তুলে আপলোড করতে হবে এটি বাধ্যতামূলক।
- তারপর আপনাকে যেকোনো একটি Identity Card এর (ভোটার কার্ড, পাসপোর্ট , আঁধার কার্ড ) ফ্রন্ট ও ব্যাকসাইড এর ফটো আপলোড করতে হবে।
CoinDCX উইথড্রল প্রসেস
আপনার টাকা উইথড্রল করার জন্য আপনাকে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। তারপর আপনার ওয়ালেটে যত টাকা থাকবে সেটা দেখতে পাবেন। ওই ব্যালেন্স এর পাশে একটি এরো দেখতে পাবেন তার ওপর ক্লিক করুন। তারপর Withdraw Funds option টি দেখতে পাবেন তার উপর ট্যাব করুন। তারপর আপনার সামনে একটি উইন্ডো আসবে যেখানে আপনি যে পরিমান টাকা তুলতে চান সেটা বসিয়ে পাশে থাকা ভেরিফাই অপসন এ ক্লিক করুন। তাহলেই আপনি যে ব্যাঙ্ক একাউন্টটি অ্যাড করেছিলেন সেই ব্যাঙ্ক এ টাকা ট্রান্সফার হয়ে যাবে।
CoinDCX ক্রিপ্টো উইথড্রল লিমিট
মিনিমাম ১০০ টাকা তুলতে হবে।
যারা ফুল KYC করেছেন তাদের কোনো উইথড্রল লিমিট নেই। তারা তাদের সম্পূর্ণ টাকা তুলতে পারবেন।
CoinDCX ফি স্ট্রাকচার
CoinDCX স্পট এবং মার্জিন ট্রেডিং চার্জ
প্রতিটি ক্রিপ্টো এক্সচেঞ্জের মতো CoinDCX ও চার্জ নেয় যখন আপনি কোনো ট্রেড করেন অর্থাৎ যখন আপনি কোনো ক্রিপ্টো কয়েন কেনেন বা বিক্রি করেন তখন একটি ছোট পার্সেন্ট কেটে নেয়।
CoinDCX ফিউচার ট্রেডিং চার্জ
CoinDCX উইথড্রল চার্জ
CoinDCX ডিপোজিট
আপনি CoinDCX ওয়ালেটে NEFT /RTGS এর মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন। মিনিমাম ৫০০০ টাকা থেকে শুরু করে ৫১,০০,০০০ টাকা পর্যন্ত আপনি জমা করতে পারবেন।টাকা ডিপোজিট করতে কোনোরকম চার্জ কাটা হবে না।টাকা ডিপোজিট করার পর আপনাকে ট্রাঞ্জেকশন আইডি বা রেফারেন্স নম্বর CoinDCX এর সাথে শেয়ার করতে হবে।যা ৭২ ঘন্টার মধ্যে আপনার ওয়ালেটে ক্রেডিট হয়ে যাবে।
বর্তমানে IMPS পদ্ধতিতেও আপনি টাকা জমা করতে পারবেন।সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা ডিপোজিট করতে পারবেন।টাকা ডিপোজিট করতে কোনোরকম চার্জ কাটা হবে না।আপনি একবারে টাকা ডিপোজিট করার পর আপনাকে ট্রাঞ্জেকশন আইডি বা রেফারেন্স নম্বর CoinDCX এর সাথে শেয়ার করতে হবে।ডিপোজিট করার ২-১২ ঘন্টার মধ্যে টাকা আপনার DCX ওয়ালেটে দেখতে পাবেন।
তবে এক্ষেত্রে বলে রাখা ভালো ডিপোজিট লিমিট এবং ট্রান্সফার পদ্ধতি মাঝে মধ্যে পরিবর্তন হতে থাকে। যেমন আগে মিনিমাম ডিপোজিট লিমিট ১০০০ টাকার কম ছিল কিন্তু এখন ৫০০ টাকা করা হয়েছে। ভবিষ্যতে এই টাকার পরিমান কম বা বেশি হতে পারে। আগে UPI এর মাধ্যমে টাকা ডিপোজিট করার অপসন ছিল কিন্তু বর্তমানে আর নেই।
CoinDCX সিকিউরিটি
ভারতে এবং সারা বিশ্বে ক্রিপ্টো প্লাটফর্ম গুলির মধ্যে CoinDCX সবথেকে বেশি সুরক্ষিত। আপনার পার্সোনাল ডিটেলস ও KYC ডিটেলস CoinDCX কোনো থার্ডপার্টির সাথে শেয়ার করে না।
DCX ব্যবহারকারীদের সর্বোচ্চ নিরাপত্তার জন্য টু ফ্যাক্টর অথেনটিকেশন রয়েছে যা একটি এক্সট্রা সুরক্ষা তৈরী করে। শুধু তাই নয় ক্রিপ্টো উইথড্রল করার সময় ও বিভিন্ন সুরক্ষা প্রসেসের মধ্যেদিয়ে যেতে হয় যার জন্য ফ্রড হওয়ার সম্ভবনা কম থাকে।
CoinDCX Earn
আপনি আপনার ক্রিপ্টো কয়েন CoinDCX প্লাটফর্মে ডিপোজিট করে তা থেকে সেভিং একাউন্ট এর মতো ইন্টারেস্ট পেতে পারেন।আপনি সর্বনিম্ন ৭ দিনের জন্য আপনার ক্রিপ্টো ডিপোজিট করতে পারেন। বার্ষিক ১৩.০৬% সুদ পাবেন এবং যেকোনো সময় ডিপোজিট ভাঙতে পারবেন।
CoinDCX স্টেকিং
স্টেকিং হলো একপ্রকার কার্যকলাপ যেখানে একজন ক্রিপ্টো ধারক কিছু পরিমান ক্রিপ্টো লক করে রাখে পরিবর্তে সেই ধারক কিছু পুরস্কার পায়। এটি আপনি মাইনিং এর সঙ্গে তুলনা করতে পারেন। CoinDCX প্লাটফর্ম আপনাকে প্যাসিভ ইনকাম করার জন্য স্টেকিং এর এই পরিষেবা দিয়ে থাকে। এই পরিষেবা পাওয়ার জন্য আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে। তারপর যে ক্রিপ্টো কয়েনগুলো স্টেকিং সাপোর্ট করে সেগুলির মধ্যে আপনি যে কয়েন টিতে স্টেকিং নিতে চান তার একটি মিনিমাম চার্জ পেমেন্ট করতে হবে। তারপর থেকেই আপনার আয় শুরুহয়ে যাবে।
CoinDCX কাস্টমার সাপোর্ট
খুব ভালো কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য DCX তাদের ব্যবসাকে উন্নতির শিখরে নিয়ে যেতে পেরেছে। 24X7 CoinDCX এর কর্মকর্তারা তাদের গ্রাহকদের পরিষেবায় নিযুক্ত থাকেন।
তাই যেকোনোরকম সমস্যা হলেই আপনি CoinDCX এর হেল্প এন্ড সাপোর্ট এ গিয়ে DCX Buddy এর সঙ্গে চ্যাট করে আপনার যাবতীয় সমস্যার সমাধান করতে পারেন।
তবে কোনো হেল্পলাইন নম্বর আমি এখানে দেখতে পাইনি।
CoinDCX এর ভালোদিক
- ট্রেডিং এর জন্য বিশাল পরিমান কয়েন এর সম্ভার।
- লিকুইডিটি।
- ট্রেডিং চার্জ খুব কম।
- একক্লিকে খুব সহজে কয়েন কিনতে ও বিক্রি করতে পারবেন।
- বিভিন্ন অ্যাসেট এ ট্রেডিং এর জন্য ভালো লেভারেজ।
- দ্রুত কাস্টমার পরিষেবা।
- ফিউচারস ট্রেডিং এ লেভারেজ।
উপসংহার
সবশেষে বলাযায় ক্রিপ্টো ইনভেস্ট এর জন্য CoinDCX একটি আদর্শ প্লাটফর্ম। যেটি আপনাকে ক্রিপ্টো কিনতে ও বিক্রি করতে সহায়তা করে। এর ইন্টারফেস খুবই সহজ সরল বলে আমার মনে হয়েছে। আপনারা ব্যবহার করুন এবং তারপর বিচার করে দেখুন যে CoinDCX আপনাদের কতটা ভ্যালু দিতে পারছে।
FAQ
প্রশ্ন: CoinDCX থেকে কিভাবে টাকা তোলা যায় ?
উত্তর : প্রথমে আপনাকে CoinDCX একাউন্ট এ লগইন করতে হবে। তারপর আপনার কয়েন বিক্রি করলে সেই টাকা আপনার INR ওয়ালেট এ চলে আসবে তারপর আপনাকে উইথড্র ফান্ড অপসন এ ক্লিক করতে হবে। তারপর আপনি যত টাকা তুলতে চান সেই পরিমান তা সেখানে লিখুন। তারপর ভেরিফাই অপসন এ ক্লিক করুন। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে টাকা আপনার ব্যাঙ্ক একাউন্ট এ ঢুকে যাবে। যে ব্যাঙ্ক একাউন্টটি আপনি আপনার DCX একাউন্ট এ যুক্ত করেছেন।
প্রশ্ন:CoinDCX এ KYC করা কি বাধ্যতামূলক ?
উত্তর : হ্যাঁ
প্রশ্ন:CoinDCX এ একাউন্ট খোলার জন্য প্যান কার্ড কি আবশ্যিক?
উত্তর : না একাউন্ট খোলার জন্য প্যান কার্ড দরকার হয় না। কিন্তু KYC করতে আপনাকে প্যান কার্ড দিতে হবে।
প্রশ্ন:CoinDCX এ ব্যাঙ্ক একাউন্ট যুক্ত করা কি সুরক্ষিত ?
উত্তর : হ্যাঁ, এটি সম্পূর্ণ সুরক্ষিত। কোনো হ্যাকার সহজে এই প্লাটফর্ম টি হ্যাক করতে পারবে না কারণ এটি BitGo দ্বারা সিকিউর।
প্রশ্ন:CoinDCX এ Gmail একাউন্ট কিভাবে পরিবর্তন করবেন ?
উত্তর : একবার জিমেইল একউন্ট রেজিস্টার হয়ে গেলে আপনি আর জিমেইল পরিবর্তন করতে পারবেন না।
আপনার জন্য আরো
1.মানি ম্যানেজমেন্ট এর সেরা অ্যাপ্লিকেশন
2.Messho অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা কি সুরক্ষিত?
3.হোয়াটসঅ্যাপ এ নম্বর সেভ না করে কল ও ম্যাসেজ করার উপায়
4.স্মার্ট ফোন কেন বেশি গরম হয়ে যায় ? এই সমস্যার সমাধান জেনে নিন